নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

জার্নালঃ মানিক মিয়া অ্যাভিনিউ

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৮

জার্নালঃ মানিক মিয়া অ্যাভিনিউ

অডিও লিংক

https://soundcloud.com/aytnihca/2wnncqmctfzu



একটি কিশোর ছেলে ফুটপাথ ঘেঁষে দাঁড়িয়ে

পরিচয় সামান্য খবর সদাই করে সে

পরনে ময়লা জামা অগোছালো চুল এলোমেলো

এখুনি ছুটতে হবে রেড সিগন্যাল পড়ে গেল



ইশারায় ডাক পায় লোকাল বাসের জানালায়

দিনের প্রথম ডাক তাই উৎসাহে ছুটে যায়

পাঠক বড় মানুষ ছোট নোট হয়ে ওঠে না

ছেলেটা জলদি খোঁজে জীর্ণ টাকার থলে টা



খুঁজে পেতে কোনমতে ফেরতের টাকা জুটে যায়

পাঠকের বড় নোট ছেলেটার ছোট থলেটায়

মাঝপথে লেনদেন তক্ষুণি শেষ হল না

এই ফাঁকে জ্বলে গেল সবুজ রঙের বাতিটা



মুহূর্তে গতি লাগে গাড়িটার জোড়া চাক্কায়

ছেলেটাও দৌড়ায় পিচ-কাল পথে খালি পায়

অনেক পাঠকভরা বাসটার পিছে জোরেশোরে

ধোঁয়ায় ধুলোয় ভরা মিথ্যে কথার এ শহরে



আপাতত গাড়িটার থামবার নেই লক্ষণ

ছেলেটাও শেষতক ছুটতে থাকেই প্রাণপণ

ছেলেটার ঘাম ঝরে শুকনো পিচের রাস্তায়

ধূসর এই শহরটা হঠাৎ সবুজ হয়ে যায়

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগল।

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৮

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ, এই ক'দিন গানের ভেতরে একটু বেশিই ডুবে আছি। তাই ব্লগগুলো পড়া হয়ে উঠছে না। আপনার উপন্যাসখানা পড়তে পড়তে মাঝপথে থেমে আছি।
কথা হবে
ভাল থাকুন
:)

২| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৬

আরজু পনি বলেছেন:

দারুন লাগছে শুনতে !

শিষ বাজানোটা দারুন ...আহা !

একটু ভুমিকা দিলে পারতেন ... অবশ্য আপনাকে কিছু বলতেই ভয় লাগছে !

নাহ্, প্রিয়তেই নিয়ে রাখি ....

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৭

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ। আপনি হয়তো জানেন না, আপনার লেখা আমার দারুণ লাগে। বিশ্বব্যাপী নারী অবদমনের আদিম প্রবৃত্তিটি আমি এক্কেবারেই সহ্য করতে পারি না। আপনার লেখায় অবশ্য তেমন মন্তব্য করা হয়ে ওঠে নি।

ভয় লাগছে !
বাঘ নই সাপ নই নই আমি কিচ্ছু
ব্যাক বেঞ্চার ছিলাম একেবারে বিচ্ছু

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩০

অচিন্ত্য বলেছেন: ওকে, ভূমিকা অনেকটা এরকমঃ
সাল ২০১০। আমার অফিস তখন মহাখালি। একদিন অফিস যাওয়ার পথে সংসদ ভবনের সামনে ঘটনাটা দেখি। পেপার বিক্রেতা এক কিশোর টাকা ফেরত দেওয়ার জন্য চলন্ত বাসের সাথে দৌড়াচ্ছে। আমি অত্যন্ত আপ্লুত হয়েছিলাম। যেখানে মন্ত্রী থেকে শুরু করে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত চোর, সেখানে আর্থিক অবস্থার এমন প্রান্তিক স্তরে থাকা এই ছেলেটি টাকা ফেরত দেওয়ার জন্য দৌড়াচ্ছে। সেলুট

৩| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১১

আরজু পনি বলেছেন:

এটা ভালো হলো ...একটা শেষ হবার পর আরেকটা গান শুরু হলো ....

কথাগুলো খুব লাগছে !

বড় বড় নেতা
বড় বড় দল ...


ইসস মন খারাপ করা সুর ! কথা ! গাওয়াটাও অসাধারণ !
মন খারাপ হয়ে যাচ্ছে !

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৮

অচিন্ত্য বলেছেন: এই গানখানা 'লোভের ভারে' রানা প্লাজা ধ্বসে পড়ার পরদিন লিখেছিলাম।

৪| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৩

আরজু পনি বলেছেন:

আমি অনুসারিত লিস্টি ফলো করি না...কিন্তু আপনার গানের পোস্টগুলো দেখতে হলেও অনুসারিত দেখার চেষ্টা করবো ।

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৯

অচিন্ত্য বলেছেন: আমার পরম সৌভাগ্য !!

৫| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: দারুণ ! ভাল লাগা রইল ।

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৫

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২১

অদৃশ্য বলেছেন:





ছোট্ট ছেলেটার পেপার বিক্রির দৃশ্যটা এখন চোখের সামনে... দৌড়াচ্ছে
খুব ভালো লাগলো লিখাটি


শুভকামনা...

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৫

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ সময় করে পড়ার জন্য
শুভকামনা রইল আপনার জন্যও
দৃশ্যমান হলে দেখা হবে
:)

৭| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

হাসান মাহবুব বলেছেন: চমৎকার! শিষটা তো তুলনাহীন! তুমি বাজাইসো?

২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১৯

অচিন্ত্য বলেছেন: :)
হ্যাঁ, আমিই বাজিয়েছি। অনেক ধন্যবাদ ডিয়ার হাসান ভাই

২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:২০

অচিন্ত্য বলেছেন: শিষ বাজানোর আইডিয়া তেনার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.