![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নৌকা করে অথৈ পানির মধ্যে ভেসে বেড়াতে খুব মজা লাগে। তাই, এধরণের সুযোগ যখনই আসে, তখন সাথে সাথে তা লুফে নেই। বেশ কিছুদিন আগে, এরকম সুযোগ এলো। পুরোটা বিকেল কাটিয়ে দিলাম নৌকায়। অবশ্য নৌকায় ওঠার মজাটা আজকাল খুব কম। কারণ, দেশে এখন নৌকায় শ্যালো ইঞ্জিন লাগানো থাকে। এতে নৌকায় ভ্রমনের আমেজের বারোটা বেজে গেছে। ইঞ্জিনের বিদঘুটে শব্দ আর ধোঁয়ার গন্ধ সত্যি বিরক্তিকর।
তাই, যখন আমরা ক'জন নৌকাটা রিজার্ভ করলাম, তখন মাঝিকে বললাম, নৌকার ইঞ্জিন বন্ধ করে বৈঠা চালাতে। মাঝিও বেজায় খুশী গন্তব্যহীন যাএীদের পেয়ে। ধীর গতিতে সে বৈঠা টানছে। কোন শব্দ আর কোলাহল নেই। কোন যানজট নেই। নীল আকাশে কালো মেঘ আর রোদের খেলা চলছিল। নিস্তরঙ্গ নদীর উন্মুক্ততায় অলসভাবে এগিয়ে যাচ্ছে নৌাকাটি। ঠান্ডা বাতাস শরীরটাকে ঢেকে রেখেছে। চোখ বন্ধ করে পাটাতনে শুয়ে আছি। ভাবছি, এই জীবন নৌকার গন্তব্য কোথায়?
২| ১১ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:০৩
অতিথি বলেছেন: শীতলক্ষ্যা আমার নদী। কত সাঁতার কেটেছ... সন্ধ্যা কাটিয়েছি নদীর তীরে... দুপুর কাটিয়েছি নৌকা থেকে নদীতে পা ডুবিয়ে... মাঝরাত কাটিয়েছি নদীর গান গেয়ে... জোছনা রাত কাটিয়েছি নৌকার পাটাতনে শুয়ে আকাশ দেখে... কিংবা বড় লঞ্চ চলে যাওয়ার পরে ছোট্ট নৌকায় ঢেউয়ের তালে দুলতে দুলতে...
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৫:৩৫
অতিথি বলেছেন: ধূসর,
অসম্ভবগুলো ঘটেই বলে ওগুলো স্মৃতির পাতায় ঘটনা হয়ে থাকে। ঘটলেই জানান দেওয়া উচিত।
আস্তমেয়ে,
সত্যি অদ্ভুত সুন্দর লাগে শীতলক্ষাকে। ভাবছি, একবার পূর্ণিমার রাতে নৌকা নিয়ে ঘুরব।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৫:৪২
শাহানা বলেছেন: উফ কি বললেন, এভাবে নৌভমনের শখ আমার অনেক দিনের। মনে হচ্ছে এক্ষুনি চলে যাই।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৫:৪৫
অতিথি বলেছেন: ঠিক আছে, শীতের মওসুমেই না হয় নৌভ্রমন হোক। তবে এক নৌকায় কিন্তু বেশী লোকজন উঠতে পারবে না। হা হা...
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ২:৪৭
অতিথি বলেছেন: ভালো লাগলো লিখাটা। কিন্ত এজ ইয়ু্যজুয়াল, একটা ফ্যাকড়া চিন্তা না করলে ক্যামনে হয়?
ধরেণ আকাশ পথের সাথে সাথে নৌ-পথেও তীব্র যানজট শুরু হয়ে গেলো! আমাদের কী হবে তখন আড্ডাদা?
কিংবা ধরুণ জরুরী কাজে অফিস যাচ্ছেন, তখন নৌকার চাকা পাংচার হয়ে গেলে?
ভাবছেন ফাইজলামী করছি? মোটেও না!
জীবনে কখনো স্কুটারের (ঢাকায় যে থ্রী-হুইলার ছিল) চেইন পড়তে শুনেছেন? আমার পড়েছে, তাও ভিসার জন্য হাইকমিশন ফেস করতে যাবার সময়।
জীবনে কখনো ট্রামের (লোহার) চাকা পাংচার হতে শুনেছেন? গত বছর হয়েছে, রাইনাওতে "রাইন আম ফ্লামেন" রাইন নদীর পাড় ধরে আতশবাজীর খেলা দেখতে যাবার সময় তাই হয়েছে। এদিকে লেইট, তারওপর আবার ট্রামের চাক্কা ছিদ্্র হয়ে গেছে...। কেমন লাগে বলুন!