নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মই আমার আজন্ম অপরাধ।

আদীল শাকির

সৃষ্টিকর্তার প্রতি উৎসর্গিত মধ্যমপন্থী দালাল

আদীল শাকির › বিস্তারিত পোস্টঃ

অবুঝ যৌনতা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৬

মা বাবার পবিত্র শয়নঘরে,
পতিতপল্লির পাপিষ্ঠ বিছানায়
যৌনতা বহাল তবিয়তে করে সহবাস ।

শ্রমিকের ঘামে ভেজা গন্ধে,
শিল্পপতির সুরম্য পারফিউমে
যৌনতা বাতাসে বাঘের মতন ওঁত
পেতে থাকে।

স্কুল কলেজের ইউনিফর্ম ; অফিস
ড্রেসের ভাজে ভাজে
যৌনতা সুতার বুননের মত
থাকে লেগে ।

সানি আপুর বেলাজ
কামরতিতে কিংবা
তোমার আমার সাধারণ হাঁসির
ঝিলিকে
যৌনতা জ্বালায় তার জৈবিক তড়িৎ
বাল্ব।

যৌনতা কখনো গড়ে তোলে সুন্দর
তাজমহল
যৌনতা কখনো আবার ধ্বংস করে ট্রয়
নগরী।
তবু দিনশেষে কে না খায় ভাত ?
যৌনতা অনেকটা ভাতের মত।

কিশোর
বয়শে যৌনতা একটা বিপ্লবের নাম।
বৃ্দ্ধ হলে যৌনতা কেবল
একটা অতিত স্বপ্নের নাম।

যৌনতার অপর নাম কখনো ভাল লাগা
যৌনতার অপর নাম কখনো ভালবাসা
যৌনতার অপর নাম কখনো শুধুই
যৌনতা।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৯

চাঁদগাজী বলেছেন:


ইয়াক

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪২

কালের সময় বলেছেন: হুম............. =p~ =p~ =p~

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪১

অবিবাহিত ছেলে বলেছেন: ভালো হয়েছে

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:


ময়লাভাবে প্রকাশ করা হয়েছে।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৯

রুদ্র জাহেদ বলেছেন: ফ্রয়েড সাহেবের!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.