![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মত মানুষ হতে চাই , বাঁচার মত বাঁচতে চাই ।
গত ১ ফেব্রুয়ারী ২০১৩''তে প্রথমবারের মতো পালিত হয়েছে বিশ্ব হিজাব দিবস। এখন থেকে প্রতিবছর ১ ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস হিসেবে উতযাপন করা হবে।
নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাজমা খান ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগের সাইটগুলোতে এ দিবসটি পালনের জন্য মুসলিম-অমুসলিম নির্বিশেষে সকল নারীদের প্রতি আহবান জানান।
বাংলাদেশি এই নারীর আহবানে সাড়া দিয়ে বিশ্বের প্রায় ৫০টি দেশের মুসলিম-অমুসলিম নির্বিশেষে বিভিন্ন ধর্মের নারীরা এ দিবসটি পালনে এগিয়ে আসে।
এদেরই একজন যুক্তরাজ্যের নরউইচের বাসিন্দা এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জেসি রোডস (২১)। তিনি জানান, অনেকদিন ধরেই হিজাব পরিধান করার ব্যাপরটি ভেবে আসছি। কিন্তু অমুসলিম হওয়ায় ঠিক তা করে উঠতে পারছিলাম না।
‘এখন যখন একজন বন্ধু হিজাব দিবসের ডাক দিয়ে সে সুযোগ করে দেন, তখন তা লুফে নিতে সমস্য কোথায়’ যোগ করেন জেসি।
তিনি বলেন, হিজাব পরিধান করার জন্য যে মুসলিম হতেই হবে এমন কোনো কথা নেই। হিজাব মূলতঃ শালীনতার জন্য পরিধান করা হয়। তাই তিনি এটা পরিধান করায় কোন সমস্যা দেখেন না।
রোডসের মতো শত শত অমুসলিম নারী আজ হিজাব পরিধান করে দিবসটি পালন করছেন।
এ দিবসটি পালনের ডাক দিয়েছেন যে নারী তিনি মাত্র ১১ বছর বয়সে বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়েছিলেন। তিনি বলেন, তিনি যখন হিজাব মাথায় স্কুলে যেতেন, তখন তাকে অনেক অপমান ও লাঞ্ছনার শিকার হতে হতো।নাজমা বলেন, মাধ্যমিক স্কুলে পড়ার সময় তাকে ব্যাটম্যান এবং নিনজা বলে ডাকা হত। আর ৯/১১-র পর তাকে ডাকা হত ওসামা বিন লাদেন এবং সন্ত্রাসী বলে।
তিনি আরও বলেন, হিজাবকে সাধারণত এখানে নারীর প্রতি নিপীড়ন এবং বৈষম্যের প্রতীক হিসাবে দেখা হয় এবং এজন্য তাকেও অনেক বৈষম্যের শিকার হতে হয়।আর এই বৈষম্যের অবসান ঘটানোর উদ্দেশে নিয়েই তিনি তার অমুসলিম বোনদেরকেও হিজাব পরার অভিজ্ঞতা শেয়ার করে বাস্তবেই এটা কি কোনো নিপীড়ন কি না তা পরখ করার আহবান জানিয়ে আজকের এই বিশ্ব হিজাব দিবসের ডাক দিয়েছিলেন ।
নিউজ কাটিং এর জন্য ঢো মারুন এইখানে
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
রুদ্র মানব বলেছেন: হিজাবের মাধ্যমেই শালীনতা যেমন প্রকাশ হয় , তেমনি মেয়ের সৌন্দর্যও প্রকাশ পায় ।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: এভাবেই দির বদলায়।
কনগ্রাচুলেশন সেই সাহসী বিশ্বাসী বোনকে।
আমাদের তথাকথিত নারীবাদীরা যারা নগ্নতায় নারী স্বাধীনতা খুজে পায়!
স্বাধীনতা সংস্কৃতির নামে যৌনতা, যথেচ্ছাচারে মুক্তির হাওয়া খোজে....তাদের কি হুশ ফিরবে কখনো?????
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
রুদ্র মানব বলেছেন: ইনশাল্লাহ ফিরবে ,
আমেরিকার মত দেশে থেকে যদি এমন পদক্ষেপ নেওয়া যায় , তাহলে বাংলাদেশেও এভাবে হিজাব পরিধানটা চলে আসতে বাধা কোথায় ??
স্বাধীনতা সংস্কৃতির নামে যৌনতা, যথেচ্ছাচারে মুক্তির হাওয়া খোজে নারীরা এখনও তাদের ভুল বুঝতে পারবে অবশ্যই । তারা অবশ্যই শালীনতা গ্রহণ করবে ।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
রিওমারে বলেছেন: হিজাব কি শুধু মুসলিম নারীদের জন্য প্রযোয্য নাকি সকল নারীদের জন্য????????????????????????????????
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
রুদ্র মানব বলেছেন: হিজাব পরিধান করার জন্য যে মুসলিম হতেই হবে এমন কোনো কথা নেই। হিজাব মূলতঃ শালীনতার জন্য পরিধান করা হয়। তাই ইহা অন্যান্য ধর্মের নারীদের জন্য কোন বাধা নাই ।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
আলাউিদ্দন আিরফ বলেছেন: আমার দেশ সম্পাদককে অভিনন্দন
অষ্টম ওয়েজ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক আমার দেশ-এ কর্মরত সকল সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীরা সপ্তম সংবাদপত্র মজুরি বোর্ড ঘোষিত প্রতি মাসের মূল বেতনের ৫০ শতাংশ হারে মহার্ঘভাতা কার্যকর করেছেন দৈনিক আমার দেশ কর্তৃপক্ষ।
পত্রিকাটি অলাভজনক অবস্থায় থেকেও সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য এই বিশাল পদক্ষেপ নেয়ায় এবং ০১ জানুয়ারি থেকে ৫০ শতাংশ মহার্ঘভাত কার্যকর করায় দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক এবং আমার দেশ পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান জনাব মাহমুদুর রহমানকে আমার পক্ষ থেকে এবং আমার দেশের সকল সাংবাদিক ও সংবাদ কর্মীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
রুদ্র মানব বলেছেন: আপনার ব্লগ দেখে যা মনে হল ,
আপনি আপনার আমার দেশের বিজ্ঞাপণ ফেরি করতেছেন ।
ব্লগে অপ্রাসঙ্গিক কিছু না বললে খুশি হব ।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১
নিয়েল ( হিমু ) বলেছেন: বাহ ভাল তো । ইসলাম শান্তির ধর্ম ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ নিয়েল ভাই
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
সাজ্জাদ হসাইন ধুসর বলেছেন: সুন্দর উদ্যোগ নিয়েছেন
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ সাজ্জাত ভাই , ভাল থাকবেন
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
বিপদেআছি বলেছেন: হিজাবে মেয়েদের সুন্দর লাগে ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
রুদ্র মানব বলেছেন: হিজাব মেয়েদের শালীনতা রক্ষা ও সৌন্দর্য ফুটিয়ে তুলে । ধন্যবাদ আপনাকে ।
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
ফারমার বলেছেন: অপ্রয়োজনীয় কাজ করতে কোন মেধার দরকার নেই; ভেঁড়ার দল কেন কোন দিকে যাচ্ছে, তার কোন সঠিক কারণ নেই!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
রুদ্র মানব বলেছেন: আপনার কাছে এইগুলা অপ্রয়োজনীয় মনে হলে কিছু করার নেই । ইহা আপনার একান্ত মন্তব্য ।
ভাল থাকবেন ।
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রশংসনীয় উদ্যোগ
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
রুদ্র মানব বলেছেন: উদ্যেগটা সত্যিই প্রসংশনীয় । ধন্যবাদ কান্ডারী অথর্ব
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
শৌখিন ছেলে বলেছেন: শালীনতা সবসময়ই সুন্দর,শান্ত।এই সৌন্দর্যকে আমরাই আমাদের সমাজে ঢুকতে বাধা দিচ্ছি।যদিও হিজাবের পরিপূর্ণতা তাদের মাঝে দেখা গেলনা।তারপরেও খারাপ না,আস্তে আস্তে হবে…ভাল উদ্যোগ।নাজমাকে অন্তর থেকেই ধন্যবাদ জানালাম।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
রুদ্র মানব বলেছেন: আপনে সঠিক পয়েন্টটাই তুলে ধরেছেন । আস্তে আস্তে অবশ্যই হিজাবের পরিপূর্ণতা আসবে ।
১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
*কুনোব্যাঙ* বলেছেন: হিজাব এইখানে তো ক্যাচাইল্যা বিষয়। অনলাইন বাংলা কমিউনিটিতে তে দেখি বিশাল সংখ্যক মুসলিম মেয়ে হিজাব বিরোধী।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
রুদ্র মানব বলেছেন: আমাদের তথাকথিত অনলাইন বাংলা কমিউটির নারীবাদীরা যারা নগ্নতায় নারী স্বাধীনতা খুজে পায়!
স্বাধীনতা সংস্কৃতির নামে যৌনতা, যথেচ্ছাচারে মুক্তির হাওয়া খোজে....তাদের হুশ কিন্তু আস্তে আস্তে ফিরবে !!!
১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
টিনের চশমা বলেছেন: হিজাব পড়লে মেয়েদের যে আসলেই সুন্দর লাগে, তা উপরের ছবিটি দেখলেই বোঝা যায়, কিন্তু মেয়েদের এইডা কেডাই বুঝাব !! মেয়েরা মনে করে হিজাব হলো ছেলেদের কুচিন্তা আর নারীদের ছোট করে রাখার পন্হা !! আসলেই কি তাই ??
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
রুদ্র মানব বলেছেন: সব মেয়েরা কিন্তু হিজাব নিয়ে বিরীধীতা করে না । কিছু তথাকথিত নারী যারা নগ্নতায় নারী স্বাধীনতা খুজে পায়!!! স্বাধীনতা সংস্কৃতির নামে যৌনতা, যথেচ্ছাচারে মুক্তির হাওয়া খোজে.....তারাই হিজাব বিরীধীতা করেন ।
হিজাব পরিধান করলে , নারীদের শালীনতা যেমন রক্ষা হয় তেমনি তাদের সৌন্দর্যটাও প্রকাশ পায় ।
১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
তাহিতি তাবাসুম বলেছেন: +++++
সাহসী নাজমাকে অভিনন্দন এবং আপনাকে ধন্যবাদ পোস্টটি দেয়ার জন্য।
সব মেয়েরা কিন্তু হিজাব নিয়ে বিরীধীতা করে না । কিছু তথাকথিত নারী যারা নগ্নতায় নারী স্বাধীনতা খুজে পায়!!! স্বাধীনতা সংস্কৃতির নামে যৌনতা, যথেচ্ছাচারে মুক্তির হাওয়া খোজে.....তারাই হিজাব বিরীধীতা করেন ।
হিজাব পরিধান করলে , নারীদের শালীনতা যেমন রক্ষা হয় তেমনি তাদের সৌন্দর্যটাও প্রকাশ পায় ।
একমত।হিজাব পড়লে মেয়েদের অনেক পবিত্র এবং ভদ্র লাগে দেখতে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
রুদ্র মানব বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ বোন , আপনি চমৎকার মন্তব্য করেছেন । আমিও কিন্তু তথাকথিত কিছু নারীদের কথাই বলেছি , যারা হিজাব বিরোধীতা করে ।
১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
সবুজ ভীমরুল বলেছেন: আসলে বাংলাদেশেও বহু নারী স্বেচ্ছায় হিজাব ব্যাবহার করেন। মিডিয়াতে তথাকথিত নারীবাদিদের চলাচলে মনে হয়, বাংলাদেশের মেয়েরা হিজাব বিরোধী।
কিছুদিন আগে খুশি কবীরের একটা লেখা পড়েছিলাম, উনার মতে "কোন ব্যাক্তিত্ত্ব সম্পন্ন নারী নাকি হিজাব পড়তে পারে না......!!!"
আসলে এদের কারনেই বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে।
আপনার পোস্টে +++++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
রুদ্র মানব বলেছেন: মিডিয়ার কিছু উগ্র-নারীরাই হিজাব বিরোধী মনোভাব দেখায় । খুশি কবীর যদি মনে করেন , নগ্নতায় নারীরা স্বাধীনতা খুজে পায়!!! স্বাধীনতা সংস্কৃতির নামে যৌনতা !!! তাহলেই কেবল এই ধরণের মতবাদ কোন নারী দিতে পারে হিজাব সম্বন্ধে ।
আপনাকেও অনেক ধন্যবাদ ।
১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
ক্লান্তিহীন পথচারী বলেছেন: ভালো উদ্যোগ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
রুদ্র মানব বলেছেন: অবশ্যই ভাল উদ্যেগ , হিজাব পরিধানে শালীনতা রক্ষা ও সৌন্দর্য প্রকাশ দুইটাই হয় । ধন্যবাদ আপনাকে ।
১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
আরজু পনি বলেছেন:
পোশাক ধর্মভিত্তিক নয় বরং শালীলতা বিবেচনা করে হ্ওয়া উচিত।
ভালো লাগলো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ আপু আরজুপনি ,
আপনার এই কথাটা শুনে খুব ভাল লাগলো , *পোশাক ধর্মভিত্তিক নয় বরং শালীলতা বিবেচনা করে হ্ওয়া উচিত।*
১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২
স্বপনবাজ বলেছেন: গুড জব !
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ ব্রো
১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১২
মেহেদী_বিএনসিসি বলেছেন: সুন্দর ও সাহসী উদ্যোগ........নিউইয়র্কের রাস্তায় খোলামেলা পোষাকের ভীড়ে যখুনি হিজাব পরিহিত নারীদের দেখি.........আপ্নাআপ্নি তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নুয়ে যায়।
পুরুষ জন্মগতভাবেই বহুগামী......তাদের দৃষ্টিতে মেয়েদের পোষাকের খারাপ জিনিষটাই আগে চোখে পড়ে........চোখ ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক.....ওদিকে চলে যাবেই.......কিন্তু হিজাব পরিহিত কোন নারীর দিকে সবচেয় খারাপ মানসিকতার পুরুষও ওই দৃষ্টিতে তাকায়না......এজন্যই ইসলাম হিজাবকে এতো গুরুত্ব দিয়েছে....।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
রুদ্র মানব বলেছেন: হিজাব পরিহিত মহিলাদের আমার দৃষ্টিতেও খুব সুন্দর দেখায় । আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে শালীনতা রক্ষা ও সৌন্দর্য প্রকাশের ক্ষেত্রে হিজাব অবশ্যই মেয়েদের জন্য আদর্শ ।
ভাল থাকবেন , আপনার মতামতের জন্য ধন্যবাদ ।
১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২০
নাইমুল ইসলাম বলেছেন: আমার বউ হিজাব পড়ে
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪
রুদ্র মানব বলেছেন: আধুনিক মেয়েরাই শালীনতা রক্ষা করে হিজাবের মাধ্যমে তাদের সৌন্দর্য প্রকাশ করে। ভাবীকে উনার স্মার্টনেসের জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়েন নাইমুল ভাই
২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
পূরান পাগল বলেছেন: হিজাব শালীনতা ও পবিত্র সৌন্দর্যের প্রতীক।ধন্যবাদ সেই সাহসী বোনকে।সাথে আপনাকেও সুন্দর পোস্টের জন্য।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
রুদ্র মানব বলেছেন: হুম , হিজাব আসলেই শালীনতা ও সৌন্দর্যের প্রতীক । আপনাকেও অনেক ধন্যবাদ ।
২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
নাইমুল ইসলাম বলেছেন: মাত্র খেয়াল করলাম Дdil ЯДkin তুমি.......এক সময় ফেসবুক ফ্রেন্ড ছিলা.........what a coincidence!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
রুদ্র মানব বলেছেন: নাইমুল ভাই
আপনি আমার ফেবু আইডিতে ছিলেন B:-) B:-)
কিন্তু আপনার আইডির নাম কি???
এইটা আপনার আইডি নাকি !!!!
২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
নাইমুল ইসলাম বলেছেন: জী
কেমন আছেন?
২ বছর আগে মেইবি লাস্ট কথা হয়ছিল
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২
রুদ্র মানব বলেছেন: ভাই আলহামদুলিল্লাহ ভাল আছি ,
দেখলেন নি কারবার দুনিয়াটা যে গোল হের লাইগাই ভার্চুয়াল ভাবেই ঘুরতে ঘুরতে আমরা আবার দেখা পাইলাম
আপনে কেমন আছেন ??? কেমন চলতাছে দিনকাল ।
বি দ্যা ওয়ে , আমার আইডি থেকে রিকোয়েস্ট ব্লকড । আপনি কষ্ট কইরা একটা রিকো দিলে টাচে থাকতাম সবসময় ।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
অনির্বান বলেছেন: হিজাব পড়লেতো খারাপ দেখায় না।