নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর একটি বাংলাদেশ চাই ,বাচার মত বাচতে চাই

স্বপ্নগুলো শুধু স্বপ্ন হিসেবে রেখে দিতে চাই না , বাস্তবতার আলোয় স্বপ্নগুলো আরো রঙ্গিন করতে চাই ।

রুদ্র মানব

মানুষের মত মানুষ হতে চাই , বাঁচার মত বাঁচতে চাই ।

রুদ্র মানব › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের গণমানুষের আন্দোলন নিয়ে জামাত-শিবিরের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তাদেরকে প্রতিহত করুন , বিজয় আমাদের হবেই হবে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩

আমরা অনেকেই শাহবাগ আন্দোলনের শুরুর পর থেকেই এর বিরোদ্ধে অপপ্রচারে প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছি । দেশের গণমানুষের শত্রু জামাত-শিবির এই শাহবাগের আন্দোলনের সাথেও ধর্মের নামে মানুষকে নানা ভাবে বিভ্রান্ত করছে । তারা ধর্মের দোহাই দিয়ে এই গণমানুষের আন্দোলনকে বাধা দিতে এই আন্দোলনকে নাস্তিকবাদী আন্দোলন ,বামপন্থীদের আন্দোলন , এই আন্দোলনে অংশগ্রহণরত নারীদেরকে বেশ্যা ইত্যাদি বলে বিভ্রান্তি ছড়াচ্ছে । এই ক্ষেত্রেও তারা ইসলামের নামে বিভিন্ন সু-কৌশলে এই আন্দোলনের নামে বিরোদ্ধে কুৎসা রটাচ্ছে । তাই তাদের এই অপপ্রচার থেকে সাবধান । তারপরেও যারা জামাত-শিবিরের অপপ্রচারে শাহবাগের আন্দোলন নিয়ে বিভ্রান্তিতে আছেন , তাদের জন্য অল্প কিছু কথা : -



মনে করুন , দেশে আবার যুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে । যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই বাংলাদেশের বিভিন্ন মানুষের বিভিন্ন চিত্র ফুটে উঠলো ।



যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই বাংলাদেশের সেনাবাহিনী , পুলিশ , আনসার , বিজিবি সবাই বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করলো । এমনকি সমস্ত নাস্তিক বর্গ ও বামপন্থী সংঘটনগুলোও বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করলো ।



অপরদিকে , জামাত-শিবির তাদের নৈতিক কারণে পাকিস্তানের পক্ষে যুদ্ধ অংশগ্রহণ করলো , কারণ পাকিস্তানের পা চেটে দালালি করে তো আর বাংলাদেশের পক্ষ নেওয়া যায় না । তাছাড়া তারা বাংলাদেশের পক্ষে যারা যুদ্ধ করতেছে তাদেরকে নাস্তিক , ইসলাম বিরোধী আক্ষা দিল । ইসলামকে বাচানোর জন্য তারা পাকিস্তানের পক্ষে সবাইওকে থাকার জন্যেও দাবি জানালো ।



এখন একজন মুসলিম মেঙ্গো পাবলিক হয়ে আপনি কি করবেন ! ইসলাম বাচানোর জন্যে নাস্তিক নিধনের নামে নিজের দেশপ্রেম বিসর্যন দিয়ে , পাকিস্তানের পক্ষে যুদ্ধ করবেন ???

না , দেশপ্রেমের সাথে নিজের ঈমাণ অটুট রেখে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করবেন ???



আপনি প্রকৃত মুসলমান হলে অবশ্যই বাংলাদেশের পক্ষে যুদ্ধ করবেন । আর আপনার ভেতরে ধর্মীয় গোড়ামীর কু-শিক্ষা থাকলে পাকিস্তানের পক্ষ নিতে পারেন ।



তাই যারা শাহবাগের আন্দোলনকে নাস্তিকবাদী , বামপন্থী ইত্যাদি বলে বিভ্রান্ত হচ্ছেন , তাদের কাছে একটা অনুরোধ দয়া করে নিজের গোড়ামী দূর করে ৭১ এর চেতনা গ্রহণ করুণ । দেশটা আমাদের সবার । সবাই মিলে আন্দোলন গড়ে জামাত-শিবির প্রতিহত করুন । বিজয় আমাদের হবেই হবেই । নতুন বিজয়ের সূর্য আমরা দেখবোই । জয় বাংলা . . . . . . . . . . . .

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

গাজী আলআমিন বলেছেন: কেন এই (!)আর্চয বোধক চিহ্ন দিনকাল পত্রিকার???
Click This Link

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

রুদ্র মানব বলেছেন: যুদ্ধপরাধীদের ফাসি দেখতে চাই , জামাতের রাজনীতি নিষিদ্ধ দেখতে চাই ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: বিজয় আমাদের হবেই। জামাত শিবিরের ধংস অনিবার্য!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

রুদ্র মানব বলেছেন: জামাত শিবিরের ধংসের পথে পা দিয়েছে , ধংস তাদের অনিবার্য ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:











২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

রুদ্র মানব বলেছেন: যুদ্ধপরাধীদের ফাসি এই বাংলার মাটিতে হবেই হবে ইনশাল্লাহ ।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

স্পাইসিস্পাই001 বলেছেন: ছাগুরা এখন দিকভ্রান্ত>>>>>বিজয় আমাদের হবেই হবেই । নতুন বিজয়ের সূর্য আমরা দেখবোই । জয় বাংলা . . . . . . . . . . . .

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

রুদ্র মানব বলেছেন: বিজয় আমাদের হবেই হবে ।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

mrikadey বলেছেন: B.N.P একাত্মতা ঘোষনা করেছে শাহবাগের সাথে নয়,
রাজাকারের সাথে
কারন...............
৩মি. এর দাড়িয়ে নীরবতায় তাদেরকে কেউ দেখেছেন ????? যেখানে সারাদেশ পালন করেছে।

তারা আন্দোলন বিতক্রিত করতে উঠে পরে লেগেছে ।আমাদের আরো সত্রক থাকতে হবে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

রুদ্র মানব বলেছেন: অসৎ সঙ্গে সর্বনাশ , বিএনপি যুদ্ধপরাধীদের সমর্থন দিয়েই নিজেদের সর্বনাশ ডেকে আনছে ।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: জয় বাংলা!

তাদের কোন অপপ্রচারেই কেউ কান দিবেন না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

রুদ্র মানব বলেছেন: ছাগুদের অপপ্রচারে বিভ্রান্তির কুনু সুযোগ নাই , বিজয় আমাদের হবেই হবে ।

জয় বাংলা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.