![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মত মানুষ হতে চাই , বাঁচার মত বাঁচতে চাই ।
*** এক সাগর রক্তের বিনিময়ে ***
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না
দুঃসহ এ বেদনার কণ্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না।
যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
কৃষাণ-কৃষাণীর গানে গানে
পদ্মা-মেঘনার কলতানে
বাউলের একতারাতে
আনন্দ ঝংকারে
তোমাদের নাম ঝংকৃত হবে।
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে।
আমরা তোমাদের ভুলব না।।
গানটি লিখেছেন গোবিন্দ হালদার এবং সুর করেছেন আপেল মাহমুদ এবং গেয়েছেন স্বপ্না রায়
*** জয় বাংলা বাংলার জয় ***
জয় বাংলা বাংলার জয়।।
হবে হবে হবে, হবে নিশ্চয়
কোটি প্রাণ এক সাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়।।
বাংলার প্রতি ঘর ভরে দিতে
চাই মোরা অন্নে।।
আমাদের রক্তে টগবগ দুলছে
মুক্তির রিক্ত তারুণ্যে।।
নেই ― ভয়
হস্ত হউক রক্তের প্রখ্যাত ক্ষয়।
আমি করি না করি না করি না ভয়।
অশোকের ছায় যেন রাখালের বাঁশরী
হয়ে গেছে একেবারে স্তব্ধ।।
চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার
আর ঐ কান্নার শব্দ।।
শাসনের নামে চলে শোষণের
সুকঠিন যন্ত্র।।
শব্দের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে
সংগ্রামী জনতা অতন্দ্র।
আর ― নয়।
তিলেতিলে মানুষের এই পরাজয়।।
আমি করি না করি না করি না ভয়।
জয় বাংলা বাংলার জয়।।
গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা পর্যায়ে সকল অধিবেশনের প্রারম্ভে ও সমাপ্তিতে সূচক ধ্বনি হিসেবে প্রচারিত হয়েছে। গানটি লিখেছেন গাজী মযহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ
*** রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল ***
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।।
বাঁধন ছেঁড়ার হয়েছে কাল,
হয়েছে কাল, হয়েছে কাল।।
শোষণের দিন শেষ হয়ে আসে
অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে
রক্তে আগুন প্রতিরোধ গড়ে
নয়া বাংলার নয়া শ্মশান, নয়া শ্মশান।
আর দেরি নয় উড়াও নিশান
রক্তে বাজুক প্রলয় বিষাণ
বিদ্যুৎ গতি হউক অভিযান
ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল।
গানটি লিখেছেন গোবিন্দ হালদার এবং সুর করেছেন সমর দাস
*** মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ***
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি সুখের হাসির জন্য অস্ত্র ধরি।।
যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
যার নদী জলে ফুলে ফুলে মোর স্বপ্ন আঁকা।
যে নদীর নীল অম্বরে মোর মেলছে পাখা
সারাটি জীবন সে মাটির গানে অস্ত্র ধরি।।
নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি―
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি
মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি
মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি।।
যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে
যে শিশুর কান্না হাসিতে আমার বিশ্ব ভোলে
যে গৃহ কপোত সুখ স্বর্গের দুয়ার খুঁজে
সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি।।
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি সুখের হাসির জন্য আজি অস্ত্র ধরি।
গানটি লিখেছেন গোবিন্দ হালদার এবং গেয়েছেন আপেল মাহমুদ
*** নোঙর তোল তোল সময় যে হোল হোল ***
নোঙর তোল তোল সময় যে হোল হোল
হাওয়ার বুকে নৌকা এবার
জোয়ারে ভাসিয়ে দাও
শক্ত মুঠির বাঁধনে বজরা বাঁধিয়া নাও
সম্মুখে এবার দৃষ্টি তোমার পেছনের কথা ভোল
দূর দিগন্তে সূর্য রথে
দৃষ্টি রেখেছে স্থির
সবুজ আশার স্বপ্নেরা আজ
নয়নে করেছে ভিড়
হৃদয়ে তোমার মুক্তি আলো
আলোর দুয়ার খোলো।
গানটি লিখেছেন নাঈম গওহর এবং সুর করেছেন সমর দাস
*** বিচারপতি তোমার বিচার করবে যারা ***
বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে এই জনতা, এই জনতা।।
তোমার গুলির, তোমার ফাঁসির,
তোমার কারাগারের পেষণ শুধবে তারা
ও জনতা এই জনতা এই জনতা।।
তোমার সভায় আমীর যারা,
ফাঁসির কাঠে ঝুলবে তারা।।
তোমার রাজা মহারাজা,
করজোরে মাগবে বিচার।।
ঠিক যেন তা এই জনতা।
তারা নতুন প্রাতে প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে।
তারা ক্ষুদিরামের রক্তে ভিজে প্রাণ পেয়েছে।।
তারা জালিয়ানের রক্তস্নানে প্রাণ পেয়েছে।
তারা ফাঁসির কাঠে জীবন দিয়ে
প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে।।
তারা গুলির ঘায়ে কলজে ছিঁড়ে প্রাণ পেয়েছে,
প্রাণ পেয়েছে এই জনতা।
নিঃস্ব যারা সর্বহারা তোমার বিচারে।
সেই নিপীড়িত জনগণের পায়ের ধারে।।
ক্ষমা তোমায় চাইতে হবে
নামিয়ে মাথা হে বিধাতা।।
রক্ত দিয়ে শুধতে হবে।
নামিয়ে মাথা হে বিধাতা।।
ঠিক যেন তা এই জনতা।
বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে এই জনতা, এই জনতা।।
গানটি লিখেছেন সলিল চৌধুরী
*** তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে ***
তীরহারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দিব রে
আমরা ক’জন নবীন মাঝি
হাল ধরেছি
শক্ত করে রে ।
জীবন কাটে যুদ্ধ করে
প্রাণের মায়া সাঙ্গ করে
জীবনের স্বাদ নাহি পাই।
ঘর-বাড়ির ঠিকানা নাই
দিন-রাত্রি জানা নাই
চলার ঠিকানা সঠিক নাই
জানি শুধু চলতে হবে
এ তরী বাইতে হবে
আমি যে সাগর-মাঝি রে।
জীবনের রঙে মনকে টানে না
ফুলের ঐ গন্ধ কেমন জানি না
জ্যোছনার দৃশ্য চোখে পড়ে না
তারাও তো ভুলে কভু ডাকে না।
বৈশাখের ওই রুদ্র ঝড়ে
আকাশ যখন ভেঙে পড়ে
ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়
হাতছানি দেয় বিদ্যুত আমায়
হঠাৎ কে যে শঙ্খ শোনায়
দেখি ঐ ভোরের পাখি গায়
তবু তরী বাইতে হবে
খেয়া পারে নিতে হবে
যতই ঝড় উঠুক সাগরে
তীরহারা এই ঢেউয়ের
সাগর পাড়ি দিব রে।।
গানটি গেয়েছেন আপেল মাহমুদ
*** জন্ম আমার ধন্য হলো মাগো ***
জন্ম আমার ধন্য হলো মাগো
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাকো।।
তোমার কথায় হাসতে পারি
তোমার কথায় কাঁদতে পারি
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো মাগো।।
তোমার কথায় কথা বলি
পাখির গানের মতো
তোমার দেখায় বিশ্ব দেখি
বর্ণ কত শত।
তুমি আমার—খেলার পুতুল
আমার পাশে থাক মাগো।।
তোমার প্রেমে তোমার গন্ধে
পরান ভরে রাখি
এইতো আমার জীবন-মরণ
এমনি যেন থাকি।
বুকে তোমার—ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো মাগো।।
গানটি লিখেছেন নাঈম গওহর এবং সুর করেছেন আজাদ রহমান এবং গেয়েছেন সাবিনা ইয়াসমিন
*** মুক্তির মন্দির সোপানতলে ***
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হলো বলিদান,
লেখা আছে অশ্রুজলে।।
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা,
বন্দীশালার ওই শিকল ভাঙ্গা
তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।।
যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানেন
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,
মৌল মলিন মুখে জোগালো ভাষা
আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে।।
গানটি সুর করেছেন কৃষ্ণ চন্দ্র দে এবং গীতিকার মোহিনী চৌধুরী
*** আমার এ দেশ সব মানুষের, সব মানুষের ***
ছোটদের বড়দের সকলের
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।
নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে,
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দেশ মাতা এক সকলের।
লাঙলের সাথে আজ চাকা ঘুরে এক তালে
এক হয়ে মিশে গেছি আমারা সে যে কোন প্রাণে।
মসজিদ, মন্দির, গীর্জার আবাহনে।
বাণী শুনি একই সুরের।
চাষাদের মজুরের ফকিরের
ফকিরের নিঃস্বের গরিবের
আমার এ দেশ, সব মানুষের, সব মানুষের।
বড়দের ছোটদের সকলের
আমার এ দেশ সব মানুষের।
গানটি গেয়েছেন রথীন্দ্রনাথ রায়
*** মা'গো ভাবনা কেনো ***
মা গো ভাবনা কেন
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি
আমরা হারবো না হারবো না
তোমার মাটি একটি কণাও ছাড়বো না
আমরা পাঁজর দিয়ে দুর্গ-ঘাঁটি গড়তে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি
আমরা পরাজয় মানবো না
দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না
আমরা চিরদিনই হাসিমুখে মরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি
আমরা অপমান সইবো না
ভীরুর মতো ঘরের কোণে রইবো না
আমরা আকাশ থেকে বজ্র হয় ঝরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি ।
গানটির কথাঃ গৌরিপ্রসন্ন মজুমদার , সুরঃ হেমন্ত মুখোপাধ্যায় ,শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২১
রুদ্র মানব বলেছেন: পোস্ট আপডেট শেষ । সব গানগুলোর ফ্রেশ লিঙ্ক দেওয়ার ইচ্ছা ছিলো । কিন্তু সম্ভব হল না । গানের কথাগুলো সবাইকে আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্যেই এই পোস্ট ।
মুক্তিযুদ্ধের এই গানের কথাগুলোই আবার ফিরিয়ে আনুক আমাদের মুক্তিযুদ্ধের সেই চেতনাকে । সবার জন্যে শুভ কামনা রইলো ।
২| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রিয়তে নিলাম। দেশাত্বক রবীন্দ্র সঙ্গীত নিয়ে আমার একটা পোষ্ট ড্রাফটে আছে।
অফ টপিকঃ যা বলার সামুর নিয়মের মধ্যে থেকে বলার চেষ্টা করবেন। নাহলে নিক হারাতে পারেন আ লিটল অ্যাডভাইস ফ্রম মি।
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৬
রুদ্র মানব বলেছেন: আপূ আপনার মন্তব্যে অনেক খুশি হলাম । মুক্তিযুদ্ধের গানগুলোর কথা নিয়ে একটা বিশাল পোস্ট দেওয়ার ইচ্ছা ছিল , কিন্তু সেই ধৈর্য আমার আর হল না।
সামুর নিয়মের মধ্যেই অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করি আপু । পরামর্শের জন্য ধন্যবাদ । এখন অনেকেই আমার পিছনে লাগবে আমি জানি । আমার দ্বারা কুনু ভুল হয়ে থাকলে ধরিয়ে দিয়েন
৩| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫২
দায়িত্ববান নাগরিক বলেছেন: চমৎকার। মনে করে দিলেন সব গান। আজকেই শুনব ইউটিউবে সবগুলো। প্রিয়তে রাখলাম পোষ্ট টা।
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৪
রুদ্র মানব বলেছেন: গানগুলো আমাদেরই গর্ব । মুক্তিযুদ্ধের চেতনাময়ী এই গানগুলাও শুনা উচিৎ । রক্ত গরম করা গান এই গুলা ।
ধন্যবাদ দায়িত্ববান ভাই ।
৪| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৭
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: ইউটিউবে আমার একটা চ্যানেলে বেশ কয়েকটা দেশাত্মবোধক গান আপলোড করেছিলাম। লিষ্টে ২৯টার মত গান আছে।
লিংকঃ Click This Link
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪১
রুদ্র মানব বলেছেন: দেখে আসলাম চমৎকার কালেকশন
৫| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৬:০৪
গানচিল বলেছেন: একটা গানের ইনফর্মেশনে ভূল আছে।
১৯৩৭ সালে "মুক্তির মন্দির সোপান তলে"-গানটি রেকর্ড হয়।শিল্পী কৃষ্ণচন্দ্র দে'র ( মান্না দে'র চাচা) নিজেরই সুর করা এই গানটার গীতিকার মোহিনী চৌধুরী
ওটার সুরকার সমর দাস নন। তাছাড়া সমর দাসের বয়স তখন কত ছিল ! বড় জোর ১২ বা ১৩
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১৭
রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ আপনাকে ভুলটি ধরিয়ে দেবার জন্যে আমি পোস্ট এডিট করে নিচ্ছি ।
৬| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩৩
একজন নিশাচর বলেছেন: +++
আমার কাছে সবগুলা গান ই আছে। কিন্তু ইনফরমেশন ছিল না। ধন্যবাদ ভ্রাতা।
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩৬
রুদ্র মানব বলেছেন: ইনফেরমেশন গুলো আপনার উপকারে আসলে ও কাজে লাগলেই পোস্ট দেওয়া সার্থক ।
আপনাকেও ধন্যবাদ ভ্রাতা । ভাল থাকবেন ।
৭| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৬
দি সুফি বলেছেন: যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
যার নদী জলে ফুলে ফুলে মোর স্বপ্ন আঁকা।
যে নদীর নীল অম্বরে মোর মেলছে পাখা
সারাটি জীবন সে মাটির গানে অস্ত্র ধরি।।
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭
রুদ্র মানব বলেছেন: আপনার হাইলাইটস করা লাইনগুলো আমারও খুব প্রিয় । এই গানটা শুনলে অনূভুতিই একটু আলাদা মনে হয় ।
ভাল থাকবেন , ধন্যবাদ ।
৮| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আপডেট পোস্টের অপেক্ষায় আছি। তবে লিঙ্ক দিয়েন সাথে।
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩
রুদ্র মানব বলেছেন: লিংক দিতে পারলাম না কান্ডারী ভাই , ফ্রেশ গানের লিংক পাইলাম না । দেওয়ার ইচ্ছা ছিল
৯| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০
বোকামন বলেছেন:
এগুলো শুধু গান নয়
বাঙালীর অস্তিত্বের ভাষা
গন মানুষের ভাষা
চিরকাল সংগ্রামী জনতার ভাষা .....
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯
রুদ্র মানব বলেছেন: বোকামন বলেছেন:
এগুলো শুধু গান নয়
বাঙালীর অস্তিত্বের ভাষা
গন মানুষের ভাষা
চিরকাল সংগ্রামী জনতার ভাষা .....
পুরোপুরি শতভাগ সহমত আপনার সাথে । ধন্যবাদ ।
১০| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪
আমিনুর রহমান বলেছেন: চমৎকার। গানের লিঙ্কগুলো দেয়া সম্ভব হলো না কেন??? দিলে ভালো হত।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৬
রুদ্র মানব বলেছেন: সবগুলা গানের ফ্রেশ লিংক পাই নাই । ডাউনলোড করতে পারবেন কিন্তু গানগুলোর সাউন্ড পরিষ্কার নয় । তাই এক দুইটা ৫-৬ টা গানের আর আলাদা লিংক দিলাম না
১১| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৫
মাগুর বলেছেন: অসাধারণ! এক কথায় অসাধারণ!
+++++++++++++++++++++++++
পোস্ট প্রিয়তে নিলাম। ধন্যবাদ রুদ্র মানব
২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৬
রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ মাগুর ভাই । আপনে আমার ব্লগে এই পরথম আইসা কমেন্টাইলেন । ওয়েলকাম
১২| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৩
মাক্স বলেছেন: নাইস পোস্ট ব্রো।
+++++++
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩
রুদ্র মানব বলেছেন: মাক্স ভাই থেঙ্কস এ লট
১৩| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২০
জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার। প্রিয় গানগুলোর কথা ভাল্লাগছে।
২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
রুদ্র মানব বলেছেন: ধইন্যা মুবিন ভাই । এই গানগুলি আমারও খুব প্রিয় । এই গানগুলোই আমাদের গর্ব ।
১৪| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
নেক্সাস বলেছেন: গানগুলো শুনলে লোম খাড়া হয়ে যায়।
২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
রুদ্র মানব বলেছেন: মুক্তিযুদ্ধের রক্তের গরম স্রোত বইয়ে দেওয়া গানগুলি এরকমই প্রেরণা দিয়েছিলো আমাদের মুক্তিযুদ্ধাদেরকে ।
ধন্যবাদ , ভাল থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৮
রুদ্র মানব বলেছেন: পোস্ট আপডেট হবে .........................