![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মত মানুষ হতে চাই , বাঁচার মত বাঁচতে চাই ।
শাফি ইমাম রুমী ১৯৫২ সালের ২৯ মার্চ শরীফ ও জাহানারা ইমামের উচ্চ-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। আই.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ১৯৭১ সালের মার্চ মাসে রুমী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। তিনি ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সুযোগ পেলেও যুদ্ধ শুরু হয়ে যাবার পর আর পড়তে পারেননি।
শফি ইমাম রুমী (২৯ মার্চ, ১৯৫২ - নিখোঁজ ৩০ সেপ্টেম্বর, ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন গেরিলা যোদ্ধা। তিনি ছিলেন শহীদ জননী খ্যাত জাহানারা ইমামের জেষ্ঠ্য পুত্র। জাহানারা ইমাম রচিত একাত্তরের দিনগুলি গ্রন্থে রুমীকে অন্যতম প্রধান চরিত্র হিসেবে দেখা যায় এবং তাঁর মৃত্যুর জন্য জাহানারা ইমাম শহীদ জননী উপাধি পান।
শহীদ রুমীর মুক্তিযুদ্ধে যোগদান ও মুক্তিযুদ্ধে তার ঘটে যাওয়া ঘটনাবলীঃ
যুদ্ধের প্রাথমিক পর্যায়ে, রুমী ধারাবাহিকভাবে তাঁর মা ও বাবাকে নিজের যুদ্ধে যাবার ব্যাপারে রাজি করানোর চেষ্টা করেন। অবশেষে ১৯৭১ সালের ১৯ এপ্রিল মাকে রাজি সক্ষম হন। তিনি ২ মে সীমান্ত অতিক্রমের প্রথম প্রয়াস চালান। কিন্তু প্রতিকূল পরিস্থিতির কারণে তাঁকে ফেরত আসতে হয় এবং দ্বিতীয় প্রচেষ্টায় সফল হন। তিনি সেক্টর-২ এর অধীনে মেলাঘরে প্রশিক্ষণ গ্রহণ করেন। এই সেক্টরটির পরিচালনার দায়িত্বে ছিলেন খালেদ মোশাররফ ও রশিদ হায়দার। প্রশিক্ষণ শেষ করে তিনি ঢাকায় ফেরত আসেন এবং ক্র্যাক প্লাটুনে যোগ দেন। ক্র্যাক প্লাটুন হল পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একটি সংগঠন। রুমী ও তার দলের ঢাকায় আসার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন হামলা করা। এ সময় তাঁকে ঝুঁকিপূর্ণ আক্রমণ পরিচালনা করতে হয় যার মধ্যে ধানমণ্ডি রোডের একটি আক্রমণ ছিল উল্লেখযোগ্য।
ধানমণ্ডি রোডের অপারেশনের পর রুমী তার সহকর্মীদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৭১ সালের ২৯ আগস্ট তিনি তাঁর নিজের বাড়িতে কাটান, এবং এই রাতেই বেশকিছু গেরিলা যোদ্ধার সাথে পাক বাহিনীর হাতে ধরা পড়েন। পাকিস্তান হানাদার বাহিনী একটি অজ্ঞাত উৎস থেকে তথ্য নিয়ে বেশ কিছুসংখ্যক যোদ্ধাকে গ্রেফতার করেন যার মধ্যে ছিলেন আলতাফ মাহমুদ, আবুল বারাক, আজাদ ও জুয়েল। রুমীর সাথে তার বাবা শরীফ এবং ভাই জামীকেও ধরে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের স্থানে রুমীকে ভাই ও বাবাসহ একঘরে আনলে রুমী সবাইকে তার যুদ্ধে জড়িত থাকার কথা অস্বীকার করতে বলেন। তিনি ব্যাখ্যা করে বলেন যে, পাক বাহিনী তার কর্মকাণ্ড সম্পর্কে সচেতন এবং এর সব দায়-দায়িত্ব তিনি নিজেই নিতে চান। ৩০ আগস্টের পর রুমী ও তার সহযোদ্ধা বদী এবং চুল্লুকে আর দেখা যায়নি।
ইয়াহিয়া খান ৫ সেপ্টেম্বর ১৯৭১ সালে সাধারণ ক্ষমার ঘোষণা দিলে অনেক আত্মীয় তাঁর জন্য আবেদন করতে বলেন। কিন্তু রুমী যে বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে ধরা পড়েছে, তাঁদের কাছে ক্ষমা চাইতে রুমীর বাবা শরীফ রাজি ছিলেন না। ফলে রুমীর আর ঘরে ফেরা হয়নি।
যুদ্ধের রণাঙ্গন থেকে শহীদ রুমির চিঠিঃ রণাঙ্গণ থেকে রুমী চিঠি লিখেছিলেন তাঁর মামা সৈয়দ মোস্তফা কামাল পাশাকে। তিনি বর্তমানে 5 Grenfell Gardens, Harrow Middlesex, HA3 0QZ, UK এই ঠিকানায় থাকেন। চিঠিটি কী অসামান্য ছিলো , তা না পড়লে বুঝা সম্ভব না । চিঠিটি পুরোটাই তুলে ধরলাম নীচেঃ
Agartala, June 16, ‘71
Dearest Pasha Mama,
Don’t be surprised! It was written and has come to pass. And after you read this letter, destroy it. Don’t try to write to Amma about this letter. It will put them in danger.
This is a hurried letter. I don’t have much time. I have to leave tomorrow for my base camp.
We are fighting a just war. We shall win. Pray for us all. I don’t know what to write.. ..there is so much to write about. But every tale of atrocity you hear, every picture of terrible destruction that you see is true. They have torn into us with a savagery unparalleled in human history. And sure as Newton was right, so shall we too tear into them with like ferocity.
Already our war is far advanced. When the monsoons come we shall intensify our operation.
I don’t know when I shall write again. Please don’t write to me.
And do your best for SHONAR BANGLA.
Bye for now. With love and regards.
Rumi.
ইংরেজীতে লেখা এই চিঠি পড়ে আমি বেশ অবাক না হয়ে পারলাম না । এখানে তিন থেকে চারটি শব্দ সরাসরি ব্ল্যাইকির কবিতা থেকে নেয়া। রণাঙ্গণে থেকেও শহীদ রুমীর কী অসামান্য শব্দচয়ন ছিল , তা চিঠিটা পুরোপুরি না পড়লে বুঝা যাবে না ।
আহ্নিক গতি, বার্ষিক গতির পরিবর্তন হয়। আর ৪২ বছর বয়সী বাংলাদেশ নামক ক্ষুদ্র একটা রাষ্ট্রে বসে আমরা স্বপ্ন দেখি আজ থেকে একশত চল্লিশ বছর পর আরেকজন রুমীর জন্ম হবে। মুক্তিযুদ্ধ নিয়ে যার লেখা চমৎকার একটা বই পড়ে প্রতিটি ভবিষ্যত বাংলাদেশী তরুণ বলে উঠে ,
আই ওয়ান্ট টু বি অ্যা বাঙালি..আই ওয়ান্ট টু বি অ্যা রুমী
পরিবারের সাথে শহীদ রুমির একটি ছবিঃ
আজ ২৯ মার্চ, রুমী ভাইয়ের জন্মদিন। শহীদ শফি ইমাম রুমী । এই রুমীই গেরিলা যোদ্ধা রুমী। আমাদের নতুন প্রজন্মের অনেকের কাছেই আজ আইডল হচ্ছেন সেই সাহসী-নির্ভীক , শহীদ রুমি । হাজারো বাঙ্গালীর গর্ব এই শহীদ রুমী।
পোস্ট তথ্যসূত্রঃ উইকিপেডিয়া ও ইন্টারনেট । ছবিগুলোও উইকিপিডিয়া ও ইন্টারনেট থেকে সংগৃহিত।
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১
রুদ্র মানব বলেছেন: বাংলার এক সাহসী বীর শফি ইমাম রুমী ,
পরাজয় না মেনে যুদ্ধ করে যাওয়া এক বীর।
শহীদ রুমীর আত্নায় , লাল সালাম রইলো
২| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: চামৎকার পোষ্ট।
আই ওয়ান্ট টু বি অ্যা বাঙালি..আই ওয়ান্ট টু বি অ্যা রুমী
শহীদ রুমীর জন্মদিনে উনাকে শ্রদ্ধা ভরে স্মরন করি।
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬
রুদ্র মানব বলেছেন: শহীদ রুমীর মত বীরেরা শত বছরে একবারই আসেন । আমাদের সৌভাগ্য আমরা শহীদ রুমীর মত সাহসী বীরদেরকে ৭১ এ পেয়েছিলাম ।
লাল সালাম , এই শহীদ বীরের প্রতি ।
৩| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬
মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: প্রিয়তে নিলাম!!
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪
রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ
৪| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
াহো বলেছেন: +
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮
রুদ্র মানব বলেছেন: থেঙ্কস াহো ভাই ।
৫| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪
বোকামন বলেছেন:
They have torn into us with a savagery unparalleled in human history
শত সহস্র হাজার লক্ষ কোটি সালাম সকল মুক্তিযোদ্ধাদের প্রতি ...
তোমাদের আমরা ভুলবনা
জেগে আছি জেগে থাকবো তোমাদের উত্তরসূরি হয়েই .....
২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
রুদ্র মানব বলেছেন: দুঃখিত আপনার মন্তব্যেই রিপ্লাই এ একটি ভুল মন্তব্য পড়েছিল ।
শত সহস্র হাজার লক্ষ কোটি সালাম সকল মুক্তিযোদ্ধাদের প্রতি ...
তোমাদের আমরা ভুলবনা
জেগে আছি জেগে থাকবো তোমাদের উত্তরসূরি হয়েই .....
চমৎকার বলেছেন । সহমত ।
৬| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার তথ্যবহুল পোস্ট। সোজা প্রিয়তে
২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
রুদ্র মানব বলেছেন: অসংখ্য ধন্যবাদ জনৈক গণ্ডমূর্খ । শহীদ রুমী আমাদেরই গর্ব । লাল সালাম এর বীরকে ।
৭| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
আমিনুর রহমান বলেছেন: চমৎকার পোষ্ট ও প্রিয়তে +++
২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই ।
শহীদ রুমী আমাদেরই গর্ব , জন্মদিনে লাল সালাম রইলো এই বীরের প্রতি
৮| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
ফারজুল আরেফিন বলেছেন: ++++++++++++
২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
রুদ্র মানব বলেছেন: আরেফিন ভাই + এর জন্যে ধইন্যা । শুভকামনা রইলো ।
শহীদ রুমী আমাদেরই গর্ব , জন্মদিনে লাল সালাম রইলো এই বীরের প্রতি
৯| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
স্বাধীন শোয়েব বলেছেন: তিনি ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সুযোগ পেলেও যুদ্ধ শুরু হয়ে যাবার পর আর পড়তে পারেননি।
শহীদ রুমি পড়তে পারেননি বলা ভুল...উনি পড়তে যাননি...যুদ্ধে গিয়েছিলেন।
২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
রুদ্র মানব বলেছেন: সঠিক বলেছে স্বাধীন শোয়েব ভাই ,
দেশপ্রেমের ডাকেই বাবা-মা কে জানিয়ে যুদ্ধে গিয়েছিলেন এই বীর ।
লাল সালাম এই বীরের প্রতি
১০| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬
বাংলাদেশী দালাল বলেছেন: এমনি একটা পোস্টের অপেক্ষা করছিলাম।
অনেক ধন্যবাদ আপনাকে।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭
রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
১১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৮
কলাবাগান১ বলেছেন: শহীদ রুমি পড়তে পারেননি বলা ভুল...উনি পড়তে যাননি...যুদ্ধে গিয়েছিলেন।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩
রুদ্র মানব বলেছেন: হুম । যুদ্ধে গিয়েছিলেন শহীদ রুমী ভাই দেশপ্রেমের ডাকে ।
শহীদ রুমী আমাদেরই গর্ব , জন্মদিনে লাল সালাম রইলো এই বীরের প্রতি
১২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৯
ক্ষমতা বলেছেন: salam to rumy
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮
রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ ভ্রাতা ।
১৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৯
জাকারিয়া মুবিন বলেছেন:
রুমির প্রতি লাল সালাম।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
রুদ্র মানব বলেছেন: জন্মদিনে লাল সালের শ্রদ্ধা রইলো এর বীরের প্রতি ।
১৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৫
ইসতিয়াক1900 বলেছেন: গভীর ভাবে শ্রদ্ধা এই বীরকে.... শফি ইমাম রুমী নামটা শুনলেই গায়ের লোম দাড়িয়ে যায়।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৯
রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
১৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬
মামুন রশিদ বলেছেন: চমৎকার পোস্ট ।
ভালোলাগা+++++
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩১
রুদ্র মানব বলেছেন:
থেঙ্কস মামুন ভাই ।
শুভকামনা রইলো ভাল থাকবেন ।
১৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৮
আরজু পনি বলেছেন:
প্রথমার প্রকাশিত একাত্তরের চিঠি থেকে রুমীর চিঠিটি পড়েছিলাম।
বুকের ভেতরে হাহাকার করে উঠে
শুভ জন্মদিন রুমী, সালাম তোমায়!
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫০
রুদ্র মানব বলেছেন: আমিও একাত্তরের চিঠি তেই , শহীদ রুমির চিঠি পড়ছিলাম প্রথমে ।
ধন্যবাদ আপু , ভাল থাকবেন ।
১৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৭
পেন্সিল স্কেচ বলেছেন: স্যালুট শহীদ রুমির
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৪২
রুদ্র মানব বলেছেন: লাল সালাম রুমী ভাইয়ের প্রতি ।
১৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৬
আমি তুমি আমরা বলেছেন: দশম প্লাস
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৩
রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
১৯| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৩
স্বাধীন শোয়েব বলেছেন: আনিসুল হকের "মা" উপন্যাস টা পড়ে যদি কারো চোখের পানি না পড়ে, আমি ব্লগ পড়াই ছেড়ে দেব। ওখানে আরও অনেক কিছু পাবেন। কিভাবে ১৪ বছর একজন মা সন্তানের অপেক্ষায় থাকেন...উফফ
৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৬
রুদ্র মানব বলেছেন: পড়েছি "মা" উপন্যাসটা । ডিটেইলস এ গেলে রুমী সম্পর্কে আরো অনেক কিছু জানার আছে ।
ভাল থাকবেন , শুভকামনা ।
২০| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: প্রিয়তে। শহীদ রুমীর চেতনা নতুন করে অমরত্ব লাভ করছে।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১১
রুদ্র মানব বলেছেন: শহীদ রুমীর চেতনা নতুন করে অমরত্ব লাভ করছে। এই চেতনা আমাদের তরুণদের মধ্যে সব সময় জাগ্রত থাকুক , এই কামনা করি ।
ধন্যবাদ লিসানি ভাই ।
২১| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১০
েবশী বুিঝ বলেছেন: ভাল একটা পোস্টের জন্য ধন্যবাদ।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৪
রুদ্র মানব বলেছেন: পোস্ট আপনাদের ভাল লাগলে সেটাই আমার শুভকামনা । ভাল থাকবেন । শুভকামনা রইলো ।
২২| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
লোপা এসহক বলেছেন:
We are fighting a just war. We shall win. Pray for us ...
এক নিঃশ্বাসে পড়লাম। ধন্যবাদ।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪১
রুদ্র মানব বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ।
শহীদ রুমীর চেতনা নতুন করে অমরত্ব লাভ করছে। এই চেতনা আমাদের তরুণদের মধ্যে সব সময় জাগ্রত থাকুক , এই কামনা রইলো ।
২৩| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
রোমেন রুমি বলেছেন: রুমিরা জেগে থাকে ...........
+++++
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০০
রুদ্র মানব বলেছেন: আপনার নাম ও তো দেখি রুমি । ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন ।
রুমিরা জেগে থাকে ........... ও সমসময় থাকবে
২৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: মোটামোটি জানতাম। আবার পড়লাম, অসংখ্য ধন্যবাদ পোস্টের জন্য।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪২
রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই , শহীদ রুমী ভাই আমাদের বীর ও গর্ব করার মত একজন । আমাদের অবশ্যই উনার সম্পর্কে জানা উচিৎ ।
ভাল থাকবেন । শুভকামনা রইলো ।
২৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইতিহাসের অন্যতম বীর।
দারুন পোষ্ট। ভালো লাগা রইল।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১
রুদ্র মানব বলেছেন: বাংলার এই বীর তরুণদের জন্যে সবসময় ই আদর্শ হয়ে থাকবে ।
ধন্যবাদ আপনাকে ।
২৬| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
শহীদ রুমি স্কোয়াড এর সাথে সংহতি প্রকাশ করে আমরা ক’জন প্রতীকী অনশন এর আয়োজন ও অংশগ্রহণ এর কর্মসূচী ঘোষনা করছি।
প্রতীকী অনশনের সময়সূচী ও স্থানঃ
১- আজ Eastern Time মার্চ ৩০ রাত ১২ টা থেকে অনশন শুরু হবে যে যার বাসা ও কর্মস্থল এ থেকেই শুরু করবে
২- আগামীকাল Eastern Time মার্চ ৩১, ২০১৩ বিকেল ৪ টায় ড্যানফোর্থ এলাকায় অনশন মঞ্চে অংশগ্রহণকারীরা অবস্থান গ্রহণ করবে এবং বিকেল ৫ টায় এই প্রতীকী অনশন শেষ হবে
নিয়মাবলীঃ
অনশন চলাকালে পানি খাওয়া যেতে পারে
আপনাদের মধ্যে যে কেউই আমাদের সাথে এই সংহতি প্রকাশ ও প্রতীকী অনশনে অংশগ্রহণ করতে পারেন – যদি করতে চান তাহলে নিম্নে Comment এ আপনার নাম দিন এবং উপরোক্ত সময়সূচী অনুসারে অনশন শুরু ও আগামীকাল আম্মাদের অনশন মঞ্চে চলে আসুন
~ প্রজন্ম কানাডা
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
রুদ্র মানব বলেছেন: আপনাদের এই উদ্যেগের প্রতি শ্রদ্ধা রইলো কান্ডারী ভাই ,
রুমী স্কোয়াডের জয় হোক , জামাত শীবির নিপাত যাক।
জয় বাংলা
২৭| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: ভালো লাগলো এবং প্রিয়তে গেলো। এছাড়া আর কোন উপায় ছিলোনা।
+++++
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:০০
রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ আপনাকে , ভাল থাকবেন এই শুভকামনা রইলো ।
২৮| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৬
এম হুসাইন বলেছেন: অজুত লক্ষ সালাম আর শ্রদ্ধা সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি।
শহীদ রুমি'র জন্মদিনের অগণিত অশ্রুভেজা শুভেচ্ছা ও দোয়া।
আমরা এখনও জেগে আছি লক্ষ কোটি রুমি হয়ে।
পোস্ট অনেক দেরিতে দেখলাম।
+++++++++++
০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৮
রুদ্র মানব বলেছেন: শহীদ রুমীর দেখানো পথেই বেঁচে থাকবে বাংলার সাহসী রুমীরা ,
দেশপ্রেম আর দেশের স্বার্থে উজার হয়ে কাজ করবে তারা ।
আপনাকে অনেক ধন্যবাদ হুসাইন ভাই । ভাল থাকবেন , শুভকামনা রইলো।
২৯| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭
রবিউল ৮১ বলেছেন: ++++++।হাজারো বাঙ্গালীর গর্ব এই শহীদ রুমী।
০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭
রুদ্র মানব বলেছেন: শহীদ রুমির চেতনা আমাদের সবার মধ্যে জেগে থাকুক সবসময় ।
ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: অনন্ত শ্রদ্ধা আজি তারি দেশ প্রেমে
জীবন বাজি রেখে সে যুদ্ধে নামে
আর ঘরে ফেরা হলনা
শহীদ জননী তাকিয়ে যে রয় নিরবে
তার ছেলে আসবে
স্বাধীনতার পর মিলল কি সে শান্ত্রনা ।
তার শহীদ রুমির আত্মায়
আমাদের লাল ছালাম