নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর একটি বাংলাদেশ চাই ,বাচার মত বাচতে চাই

স্বপ্নগুলো শুধু স্বপ্ন হিসেবে রেখে দিতে চাই না , বাস্তবতার আলোয় স্বপ্নগুলো আরো রঙ্গিন করতে চাই ।

রুদ্র মানব

মানুষের মত মানুষ হতে চাই , বাঁচার মত বাঁচতে চাই ।

রুদ্র মানব › বিস্তারিত পোস্টঃ

মাথার উপর আকাশ ভেঙ্গে পড়া এক রাত

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯





রাত গভীর হচ্ছে , আমার ঘুম ও আস্তে আস্তে গভীরতায় রূপ নিচ্ছে । ঘুমের মধ্যেই প্রলাপ করে যাচ্ছি । কিন্তু তাতে আমার ঘুমের কুনু প্রভাব পড়ছে না তেমন । কিন্তু আজকে ঘুমের মধ্যে কেমন জানি অস্বস্তিভাব লাগছে । মনে হচ্ছে যেন ঘুমের মধ্যে কেউ আমাকে কিছু বলছে , কিন্তু আমার কুনু হুশ নেই । অনেকটা বিশৃঙ্খল স্বপ্নই দেখছি বলা যায় । হঠাৎ মোবাইলে রিং বেজে উঠলো , ঘুম ভেঙ্গে মোবাইলের কল রিসিভ করতে গিয়ে মেজেজ গরম হয়ে গেল । অপরিচিত নাম্বার থেকে এত রাতে কল করলো আবার কে !!!



মেজাজ গরম থাকায় কল রিসিভ করে অনেকটা কর্কশ কন্ঠেই বললাম , হ্যালো !!! কে বলছেন ???



কিন্তু ওপাশ থেকে কোন জবাব পেলাম না । আরো , দুই-তিনবার হ্যালো বলার পর কল কেটে দিলাম ।



ঘুম ভেঙ্গে যাওয়ায় , বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে বসলাম । পুরো ঘরে শশ্মান এর মত নিরবতা । অবশ্য ঘরে মা আর আমি ছাড়া আর কেউ নাই । তাই ঘর নিরব থাকবেই । কিন্তু বাইরেও কারো সারা-শব্দ নেই ।



কিছুক্ষণ আবার চোখে আসায় ঘুমাতে গেলাম , কিন্তু এবার ঘুমে দুই চোখ এক করতেই আবার মোবাইলে রিং বেজে উঠলো । মোবাইল হাতে নিয়ে দেখি আগের অপরিচিত নাম্বার থেকেই আবার কল এসেছে । এবারো কল রিসিভ করে হ্যালো , হ্যালো বলার পরেও কারও জবাব পেলাম না !



কিন্তু আমার কাছ থেকে মনে হচ্ছে যেন ওপাশ থেকে কে মোবাইল কানে নিয়ে বসে আছে । কিন্তু জবাব দিচ্ছে না । হঠাৎ করেই আমার মনে হল চারপাশে খুব পরিচিত কে যেন আমায় দেখছে । শরীরে অদ্ভুত এক ধরণের শিহরণ অনুভব করছি । মাথাও খুব ঘুরাচ্ছে । চারপাশের পরিস্থিতিগুলোও কেমন ঘোলাটে লাগছে ।





" কেমন আছিস রে খোকা ??? "



- কিছুটা চমকে উঠলাম , আরে এত বাবার কন্ঠ । চারপাশে চেয়ে আরও গভীরভাবে অদৃশ্যমান কিছুর অনুভব করলাম । আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম । জ্বি , বাবা আ , ভাল আছি ।



মিথ্যা বলছিস কেন রে খোকা ??? তুই তো বাবার সাথে মিথ্যা বলিস না । আজ কেন বলছিস ???



- আমি আরো অবাক হয়ে গেলাম । আমার ভেতরের অনূভুতি বাবা বুঝলেন কি করে !!! আমি আসলেই ভাল নেই বেশ কিছুদিন ধরে । লিসার সাথে ব্রেকয়াপ হওয়ার পর থেকে নিজের হুশ জ্ঞান হারিয়ে ফেলেছি কিনা তাও জানি না । তাই বাবাকে বলে উঠলাম , হ্যা বাবা আমি আসলেই ভাল নেই ।



খোকা আমি বেঁচে থাকতে তুই আমার কাছে শপথ করেছিলি , আর জীবনেও কখনও নেশা করবি না । কিন্তু তুই আবার সেই নেশার পথে ফিরে যাচ্ছিস । তুই তোর বাবার কাছে করা শপথ ভুলে গেছিশ নাকি রে খোকা ???



- তখনি মনে পড়লো , বাবার কাছে করা আমার সেই প্রমিসের কথা । প্রমিসের কথা মনে হতেই আমার মনটা আরও খারাপ হয়ে গেল :( । আর কখনও দ্বিতীয়বার নেশা করবো না বাবা , কথা দিলাম তোমায় ।



তুই আমাদের একমাত্র সন্তান ছিলি রে খোকা । বেঁচে থাকা অবস্থায় তোকে নিয়ে আমার সবসময় গর্ব হত । তুই আমাদের একমাত্র সন্তান ছিলি বলে , আমার আর তোর মায়ের কাছে আশা ভরসার একমাত্র পাত্র ছিলি । আর আজ তুই ২ বছরের মাথায়-ই , তর বাবাকে একদম ভুলে গেলি রে খোকা !!! আজ না তর বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী । তুই এভাবে বাবাকেও ভুলে যেতে পারলি ।



- আমার চোখে সত্যিই পানি চলে এসেছে । বাবাই আমার জীবনের সবচেয়ে বড় অংশ হয়ে আছেন এখনও , আর আজ বাবার ২য় মৃত্যু বার্ষিকী কিনা ভুলে গেলাম আমি !!! নিজেকে সত্যিই আজ খুব বড় স্বার্থপর মনে হচ্ছে । আমি এত বড় স্বার্থপর কি করে হলাম ???



খোকা , আমার অ-বর্তমানে তর উচিৎ ছিল তোর মায়ের ভালভাবে

সেবাযত্ন করা । তোর মা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন । তর মায়ের স্মরণশক্তিও আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে । তাই তো আমার ২য় মৃত্যুবার্ষিকীর কথা তোকে বলবে বলেও আর বলতে পারে নি । আজ তুই আমার কাছে একটা শেষ প্রমিস টা করতে পারবি খোকা ???



- মায়ের শ্বাসকষ্ট বেশ কিছুদিন ধরেই , কিন্তু ভালভাবে খোজ নেই নি আমি । আমার কি হল নিজেও বুঝছি না , আমি সবকিছুর এত বাহিরে চলে গেলাম কি করে । বাবার কথা শুনে জবাব দিলাম , হ্যা বল বাবা । ইনশাল্লাহ প্রমিস রাখবো ।



তুই তোর মাকে আর কখনও কষ্ট দিস না , তোর মা আজও তোর জন্যে অপেক্ষা করতে করতে না খেয়ে দরজার পাশে চেয়ারে বসে আছে । আমি গেলাম রে খোকা তুই নিজের মাকে ভাল করে দেখে রাখিস । ভাল থাকিস খোকা । আল্লাহ হাফেজ ।



- আচ্ছা বাবা । চেষ্টা করবো ।



হঠাৎ আমি নিজেকে আবিষ্কার করলাম আমার বন্ধু রাহাতের বাসায় । সারারাত নেশা করায় বাসায় যেতে পারি নি । ঘুম থেকে উঠেই রাতের কথা পড়লো । সাথে সাথে আমি মোবাইল চেক করে দেখি মোবাইল বন্ধ । তাহলে রাতে বাবা কে নিয়ে কি স্বপ্ন দেখলাম নাকি । আমি তড়িঘড়ি করে বাসায় চলে গেলাম । বাসায় গিয়ে চাবি দিয়ে দরজা খুলে দেখি , ভেতরে মা সত্যিই দরজার পাশে চেয়ারে ঘুমাচ্ছেন । কিছুক্ষণ মায়ের মুখের দিকে চেয়ে বুঝতে বাকি নেই যে রাতে তিনি কিছু খান নি । তারপর বারান্দায় গিয়ে মনে মনে বাবাকে উদ্দেশ্য করে বললাম " বাবা তোমাকে দেওয়া প্রমিস আমি আমার জীবনের বিনিময়েও রাখবো । তুমি সবসময় আমার পাশে আছো আমি জানি বাবা , তুমি দেখে নিও তোমার খোকা এখনও তোমায় নিঃস্বার্থ ভাবেই ভালবাসে " চোখে তখন যে আবারও পানি চলে আসছে তা আর খেয়াল করি নি ।

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩

বোকামন বলেছেন:







আমার চোখে সত্যিই পানি চলে এসেছে ......
চোখে তখন যে আবারও পানি চলে আসছে তা আর খেয়াল করি নি ....

ভালো থাকেন সম্মানিত ব্লগার ...

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

রুদ্র মানব বলেছেন: আপনাকে ধন্যবাদ ব্লগার বোকামন ব্রো ,

আপনিও ভাল থাকবেন সবসময় । শুভকামনা থাকলো ।

২| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮

জাকারিয়া মুবিন বলেছেন:
আমি এত বড় "স্বার্থবান" কি করে হলাম!!

স্বার্থপর হবে, নাকি ঠিকই আছে। :(

"তর" এর জায়গায় "তোর" হলে মনেহয় সুখপাঠ্য হত আরো।


থিমটা ভাল লেগেছে।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫

রুদ্র মানব বলেছেন: স্বার্থপর ই হবে জাকারিয়া ভাই ,

ভুলটা ধরিয়ে দেওয়ার জন্যে থেংক্স । গল্প লিখি কিন্তু সবগুলাই অপ্রকাশিত থাকে সবসময় , তাই আমার গল্পের অনেক শব্দগুলোই সুখ পাঠ্য হয়ে উঠে না সবসময় ।

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

যোগী বলেছেন:
আরে মিয়া বেশ ভালো লেখেনতো :-B :-B :#)

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬

রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ যোগী ভাই B-)

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২

যোগী বলেছেন: লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ , ভাল থাকবেন , শুভকামনা ।


এই ডাইলোগগুলা আজকাল সব শালা কবি সাহিত্যিকরা ভাঙ্গা রেকর্ডের মত বাজাতে শুরু করেছে।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২

রুদ্র মানব বলেছেন: আমিতো কবিও না সাহিত্যিক ও না । আমি আপনার এক ছোট ভাই :-/ :-/ :-/

আপনি সবসময় ভাল থাকেন , এই শুভকামনাটা এই ছোট ভাইটা করলে তো দোষের কিছু দেখি না যোগী ভাই ।

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

নীল আকাশে স্বপ্নডানা বলেছেন: চমৎকার লাগলো । পোস্টে ভাললাগা +++

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪

রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ B-)

৬| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪০

যোগী বলেছেন:
মাইন্ড করিসনা ভাই আমার, ঐ টা আসলে ছিল আমার গতানুগতিক রিপ্লায়ের বিরুদ্ধে ইমপ্লাসিভ রিএ্যাকশন।
আমরা বাঙ্গালীরা কখনোই সত্যিকারের ফিলিংসটা বাইরে প্রকাশ করতে চায় না, বিভিন্ন কারনে।
আমরা হয়তো সাধারন মানের একটা জিনিশ কে অতি অতি সুপারলেটিভ ডিগ্রি ব্যাবহার করে অত্যধিক প্রশংসা করি বা অতিরিক্ত খারাপ ভাষা ব্যাবহার করে তার বদনাম করি।
আমরা কেন যেন সবসময় রিয়েলিটি থেকে দুরে থাকি। তাই একজনের আর একজনের উপর অবিশ্বাষটা অনেক বেশি আমাদের।

হয়ত আমি ঠিকমত কনফেস করতে পারলাম না।

ইটস ওকে ব্যাপার না, জাস্ট চিলল এন্ড ফরগিভ মি!

০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:০১

রুদ্র মানব বলেছেন: মাইন্ড করি নাই যোগী ভাই ,

তয় গতানুগতিক রিপ্লাই উইথ ড্র করে ফেললাম । বিভিন্ন ভাবেই এখন রিপ্লাই দেবার ট্রাই করবো ।

আর , আমরা বাঙ্গালীরা কখনোই সত্যিকারের ফিলিংসটা বাইরে প্রকাশ করতে চায় না, বিভিন্ন কারনে। কথাটাও ঠিক ।

৭| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

এম হুসাইন বলেছেন: ++++++


অসাধারণ।





( "কুনু" শব্দটা মনে হয় "কোন" হবে)

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯

রুদ্র মানব বলেছেন: গল্প লিখার অভ্যাস নাই , তাই শব্দ প্রকাশের ক্ষেত্রে কিছু ভুল হয় সবসময় । আমি এডিট করে ঠিক করে দিয়েছি ।

মতামতের জন্যে থেঙ্কস হুসাইন ভাই B-)

৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৪৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: প্রেক্ষাপট টা কি সত্যি ??

ভালো হইছে ।
যোগীর কমেন্ট টা পড়ে আর কিছু বলতে চাচ্ছি না ।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:০৭

রুদ্র মানব বলেছেন: না পুরোটাই কাল্পনিক । গল্প আকারে লিখার চেষ্টা করছিলাম আর কি !!!


মন্তব্যের জন্যে ধন্যবাদ মন্ত্রী ভাই ।

৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:১৮

প্রতিভাবান বালক বলেছেন: ভালো লাগলো

০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:১০

রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ ব্রো , কষ্ট করে মতামত দিয়ে যাবার জন্যে :)

১০| ০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৯

মাগুর বলেছেন: কিছু কিছু গল্প কাল্পনিক হলেও তা বাস্তব চিত্রকে নির্মম ভাবে ফুটিয়ে তোলে। আর আপনি সেটা পেরেছেন। শুভ কামনা রইলো।

+++++

০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৭

রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ মাগুর ভাই ,

আপনার মন্তব্যে খুব ভাল লাগলো । ভাল থাকুন , শুভকামনা ।

১১| ০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৯

আশিক মাসুম বলেছেন: সত্যি চোখে জল চলে এসেছে, আসলেই তো খুব স্বার্থপর হয়ে গেছি।



আপনার লিখা টা পরে খুব বড় কিছু হয়ে গেল ভাই। মনে হচ্ছে হাড়িয়ে যেতে থাকা নিজের সত্ত্বাকে ফিরে পেলাম।খুব ভাল থাকবেন।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২২

রুদ্র মানব বলেছেন: আপনার লিখা টা পরে খুব বড় কিছু হয়ে গেল ভাই। মনে হচ্ছে হাড়িয়ে যেতে থাকা নিজের সত্ত্বাকে ফিরে পেলাম।খুব ভাল থাকবেন।

আপনার মন্তব্য পেয়ে , খুব ভাল লাগলো আশিক ভাই ।

১২| ০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৯

আশিক মাসুম বলেছেন: প্রিয়তে রাখলাম এবং +++ দিয়ে গেলাম।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২

রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই । পোস্টে আপনার +++ পেয়ে আনন্দিত :) :) :)

১৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: +++++++++++

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ । পোস্টটা সবার ভাল লাগলেই আমি আনন্দিত B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.