![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মত মানুষ হতে চাই , বাঁচার মত বাঁচতে চাই ।
আফ্রিকা মহাদেশের তাঞ্জানিয়ার Serengeti ন্যাশনাল পার্ক বন্যপ্রানীদের মুক্তভাবে বিচরণের একটি ক্ষেত্র । সারা বিশ্বে এই পার্কের বেশ সুনাম রয়েছে । তাঞ্জানিয়ার Serengeti ন্যাশনাল পার্কটি ১৯৫২ সালে প্রতিষ্টিত হয় । এই পার্কে পৃথিবী বিখ্যাত জিরাফ , সিংহ , চিতা , জেব্রা , হাতি ও নানান পাখি বিপুল সংখ্যায় অবাধভাবে বিচরণ করে । সাথে অন্যান্য প্রাণীগুলো তো আছেই । সাথে তো এই পার্কের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আছেই ।
Serengeti ন্যাশনাল পার্কটি ৫৭০০ স্কয়ার মাইল নিয়ে জুড়ে আছে । পুরো পার্কটির অপরূপ দৃশ্য গাড়ি দিয়ে ঘুরে উপভোগ করা যায় ।
পার্কটি তিনটি ক্ষেত্রে ভাগ করা হয়েছে । সবচেয়ে বিখ্যাত হল পার্কটির দক্ষিণের সমতল ভূমি নিয়ে ঘটিত "মাসাই"। এখানেই বন্যপ্রাণীদের বিচরণ সবচেয়ে বেশি । পার্কটির পশ্চিমাংশ Grumeti নামক নদী দ্বারা ঘেরা এবং এইদিকে বন-জঙ্গল এর পরিমাণ খুব বেশি । পার্কটির উত্তর দিক ''Lobo area'' নামে পরিচিত , যা কেনিয়ার মাসাই মারার সাথে সংযুক্ত হয়ে শেষ হয়েছে ।
এবার দেখে নেই Serengeti ন্যাশনাল পার্কের প্রাণী ও প্রাকৃতিক বৈচিত্রের আরো কিছু ছবিঃ
পোস্ট শেষ ।
ছবি ও তথ্য তাঞ্জানিয়ার ন্যাশনাল পার্ক এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহিত ।
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬
রুদ্র মানব বলেছেন: শুভ সকাল আমিনুর ভাই
,
আজকে সকালে ব্লগে আইসা আমার পোস্ট যেহেতু সবার প্রথমে দেখছেন , তাইলে সারাদিন ও ইনশাল্লাহ ব্লগে ভাল টাইম পাস হবে । শুভকামনা।
আপনার দেওয়া ফটোটাও কিন্তু নাইস হৈছে ।
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০২
জুন বলেছেন: আপনার পোষ্ট ভালোলাগলো।
যাবার কথা ছিল তান্জানিয়া, জান্জিবার আর কেনিয়া এক সাথে। কিন্ত ভিসা আসতে এত দেরী লাগলো তার উপর কেনিয়ার অন এরাইভাল ভিসা। এসব ঝামেলা করতে করতে ছুটি ফুরিয়ে আসায় আর যাওয়া হয়নি
সেরেংঘেটি পার্ক দেখার আমাদের খুবই ইচ্ছা।
দেখি কি হয় ভবিষ্যতে।
+
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬
রুদ্র মানব বলেছেন: আফ্রিকার ভিসা পাইতে হইলে কিসের নাকি আলাদা অনুমোদন লাগে শুনলাম । এই জন্যে নাকি একটু সময় লাগে ।
আমারও যাবার ইচ্ছা আছে , ইনশাল্লাহ দেখা যাক যেতে পারি কিনা । তাঞ্জানিয়াতে তো সেরেংঘেটি পার্ক ছাড়াও আরও নামকরা ৩ টা পার্ক আছে । সবগুলা একসাথে দেখে আসতে পারলে সবচেয়ে ভাল হয়।
ভাল থাকবেন , ধন্যবাদ
৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: Sundor !
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২
রুদ্র মানব বলেছেন: ধইন্যা দানা ভাই
৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৫
শোভন শামস বলেছেন: ভাল লাগলো।
কেনিয়াতে দুবার খুব কম সময় ছিলাম, তাই সাফারিতে যেতে পারিনি
ধন্যবাদ
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬
রুদ্র মানব বলেছেন: নেক্সটাইম গেলে সাফারী পার্ক দেখার সুযোগ মিস কইরেন না । অনেকে সারাজীবন স্বপ্নই দেখে শুধু , কিন্তু দেখার সৌভাগ্য হয় না
ভাল থাকবেন , শুভকামনা রইলো ।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮
আমিনুর রহমান বলেছেন: ইনশাআল্লাহ্।
আজকাল ব্লগের যা অবস্থা ভালো সময় কাটানো দুস্কর হয়ে গেছে
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২
রুদ্র মানব বলেছেন: তা অবশ্য ঠিক । ব্লগে আজকাল প্যাচাল ই বেশি থাকে । আশা করি এই প্যাচালগুলো কমে আসবে । ব্লগের সুস্থ পরিবেশ আবার ফিরে আসবে ।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭
জাকারিয়া মুবিন বলেছেন:
প্যাচালের মাঝে একটা ভাল পোস্ট।
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
রুদ্র মানব বলেছেন: সামুতে প্যাচালবাজরা যতদিন থাকবে , প্যাচাল ততদিন থাকবেই । আমাদেরই উচিৎ এসব প্যাচাল ব্লগ থেকে দূর করা । ধন্যবাদ , মুবিন ভাই ।
৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: একটা ডকুমেন্টরি দেখেছিলাম, আসলেই অপূর্ব!! Serengeti ন্যাশনাল পার্ক নামটি পরিচিত হওয়াতেই ঢুকে পড়লাম!
ষষ্ঠ ভাল লাগা ভাই
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
রুদ্র মানব বলেছেন: এই সেরেংঘেটি ন্যাশনাল পার্ক নিয়ে ডিসকভারি , ন্যাশনাল জিওগ্রাফি প্রায়ই তাদের বিভিন্ন ডকুমেন্টারী প্রোগ্রাম দেখায় । তাই এটা অনেকেরই পরিচিত।
ধন্যবাদ দিকভ্রান্ত ভাই
৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৯
স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল লাগলো......++++++
ধন্যবাদ ... ভাল থাকবেন...
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
।
আপনিও ভাল থাকবেন সেই শুভকামনা ।
৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুন পোস্ট ++++
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২২
রুদ্র মানব বলেছেন: ধইন্যা কান্ডারী ভাই
১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩
আশিক মাসুম বলেছেন: ওয়াও !! পোস্ট এ +++++
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬
রুদ্র মানব বলেছেন: ধইন্যা ভ্রাতা
এই দৃশ্য দেখিলে মুঞ্চায় যে তাঞ্জানিয়া যাইতে
১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১
বোকামন বলেছেন: গুড পোস্ট +++
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬
রুদ্র মানব বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভ্রাতা
১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১
তানজিমস্ বলেছেন: দারুন পোস্ট ... পোষ্টে ভাল লাগা...
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭
রুদ্র মানব বলেছেন: থেঙ্কস ব্রো
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০
*কুনোব্যাঙ* বলেছেন: ++++++++
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১
রুদ্র মানব বলেছেন: ধইন্যা কুনোব্যাঙ ভাই
১৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫
মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: জন্তু জানোয়ার দেখতে খুব ভালো লাগে।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪
রুদ্র মানব বলেছেন: তাইলে বিশ্বের বিভিন্ন সাফারী পার্কগুলা সম্ভব হইলে দেইখা আসেন । সরাসরি দেখতে পারবেন জীব-জন্তুর সাথে প্রকৃতির একটা সম্পর্ক
১৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪
বোকামানুষ বলেছেন: অনেক সুন্দর
যেতে মন চায়
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২২
রুদ্র মানব বলেছেন: আমারও যাইতে মুঞ্চাইতেছে ,
হয়তো স্বপ্ন সত্যি হলে , তাঞ্জানিয়া সেরেংঘাটি ন্যাশনাল পার্ক ঘুরে আসতেও পারি
শুভকামনা ভাল থাকবেন ।
১৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৬
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ছবি এবং লেখা দুটোতেই প্লাস+++
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩০
রুদ্র মানব বলেছেন: এ লট অফ ধইন্যা গণ্ডমূর্খ ব্রো
১৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১১
দিগন্ত নীল বলেছেন: পুস্টে প্লাস ।
অনেকদিন পর লগইন করছি ।সামুর যা অবস্থা ।পুরাই খোয়ার হইয়া গিয়াছে ।বাই দ্য ওয়ে ছুব ছকাল ।
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৩
রুদ্র মানব বলেছেন: হুম অনেক দিন পরে সামুতে
ব্লগে ক্যাচাল থাকবেই , সো ক্যাচাল রে এভয়েড করাই বেটার ।
ছুব চকাল টু ইউ টূ
১৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫
শ্রাবণ জল বলেছেন: সুন্দর ছবি।
ভাল লাগল।
১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
রুদ্র মানব বলেছেন: ছবি থেকে এগুলোর বাস্তব দৃশ্য আরো বেশি উপভোগ্য
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৭
আমিনুর রহমান বলেছেন: সকালের প্রথম দেখা পোষ্ট।

১ম ভালো লাগা রইল ।
আমিও একটা দিলাম।