নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

!

দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া না!

মুশাসি

আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

মুশাসি › বিস্তারিত পোস্টঃ

প্রথম টাইটানিক দেখার স্মৃতি, আসুন নস্টালজিক হই

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫



স্টার মুভিজে টাইটানিক মুভি চলছিলো। আহ !! সেই প্রথম টাইটানিক দেখার ঘটনা মনে পইড়া গেলো :)



১৯৯৮ সাল। পুরা ফ্যামিলি মিলে বসছি বিশ্ববিখ্যাত টাইটানিক দেখতে। শুধু আমাদের ফ্যামিলিই না। আশে পাশের বাসার আন্টি আর আঙ্কেলরাও চলে আসছেন একসাথে দেখার দাওয়াত পেয়ে B-)



মুভি শুরু হওয়ার পর আমাদের সেকি উত্তেজনা। তবে কিছুক্ষন পর রোজের সেই বিশেষ পোট্রেট আবিস্কৃত হওয়ায় প্রথম ধাক্কাটা খাইলাম :-* চারদিকে মুরুব্বী :| লজ্জায় মথা ঢুকাইলাম লেপের তলে। কিছুক্ষন পর দেখি সব পিচ্চির মাথাও আমার আশে পাশে !



যাই হোক, প্রাথমিক ধাক্কা সামলে মাথা বাইর করলাম। মুভি চলে। আম্মা চা-নাস্তা-মুড়ি-চানাচুর এনে রীতিমত থিয়েটারের পরিবেশ তৈরী করে ফেলছেন। এর মাঝে 'লেপে ঢুকবো কি ঢুকবো না' এমন দৃশ্য অবশ্য এসেছিলো দু একটা। আমরা এদিক ওদিক দেখে সামলেছি ;)



হঠাত শুরু হলো সেই বিখ্যাত দৃশ্য! অঙ্কনে পারদর্শী নায়ক নায়িকার পোট্রেট আঁকতে বসেছেন :-/আড়চোখে দেখি আন্টিরা মাথা নিচু করে ফেলেছেন। একজন বিছানা থেকে দৌড়ে পাশের রুমে কি যেন আনতে চলে গেছেন :P:P সোফায় বসা আঙ্কেলরা নট নড়ন-চড়ন :| আর আমরা? সব কয়টা লেপের ভিতর।



সিদ্ধান্ত হইলো আঙ্কেলদের পাশের বাসায় পাঠানো হবে। এ বাসায় শুধু আন্টিরা দেখবেন। কোনো বাক্য ব্যয় ছাড়াই মুহুর্তে রুম পুরুষশূন্য হয়ে গেলো। আর আমাদের জোড়পূর্বক পাঠানো হলো পাশের রুমে :(( !! অবশ্য বেশিক্ষনের জন্যে না। ছোট বোন প্রোটেস্ট স্বরুপ কান্না শুরু করায় আমাদের আবার লেপে ঢোকার অনুমতি দেওয়া হইলো ;) তবে ঝুকিপূর্ণ মুহুর্তের আভাস পেলেই আমাদের পাশের রুমে পাঠিয়ে দেয়া হচ্ছিলো:-/



অবশেষে জাহাজ ডুবলো,শেষ হইলো আমার স্বরনীয় টাইটানিক দর্শন। পরে অনেকবার দেখেছি। তবে প্রথম বার দেখে যা বুঝেছিলাম পরের কোনো বারের সাথেই তার মিল পাই না :D স্মৃতি তুমি কেন এত মধুর!!

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

চেয়ারম্যান সাহেব বলেছেন: =p~ =p~ =p~

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪

মুশাসি বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যান সাহেব।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

সুপারনোভা ০০৭ বলেছেন: প্রথম বার আমাকেও আমার মামা ঝুঁকি পূর্ণ সময়ে বার করে দিয়েছিল। তার পর তো কতবার দেখেছি। তার থেকেও আরও কত কিছু... :P :P :P :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

মুশাসি বলেছেন: হা হা হা। তখন কত ছোট ছিলেন? এত কিছু দেখা ভালো না :P

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

লওল০০৭ বলেছেন: ওই মিয়া আসল কথাই ত লিখলানা। শেষ দিকে ওই হৃদয়বিদারক পরিস্তিতে কার কি রকম অবস্থা অইছিল। ঘর জুড়ে ত কান্নার রোল পরে যাওয়ার কথা :(( :(( :((

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

মুশাসি বলেছেন: ছোট কালের ঘটনা ভাই, সব কিছু মনে নাই। তবে হ্যা, মুভি শেষে আন্টিরা এমন ভাব করছিলেন যেন আপন কেউ মরছেন!!

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

মিঠাপুর বলেছেন: সুজারল্যান্ড থেকে মাত্র ভাই ভাবি আসছে। রাতের বেলা, ড্রয়িং রুমে সিডিতে দেখতেছি...

একটা বিশেষ জায়গা, টেনে টেনে বার বার দেখতাছি। কোন দিকে হুশ নাই... এমন সময় ভাবি পিছন থেকে বলল, এক সিন কয়বার দেখা লাগে... :P :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯

মুশাসি বলেছেন: এক সিন কয়বার দেখা লাগে... !!!
হা হা হা ভাই, চরম মজা পাইলাম। ভাবির কাছে ধরা খাইয়া আপনার চেহারা কেমন হইছিলো ভাবার চেষ্টা করতেছি... :P :P

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০২

মিঠাপুর বলেছেন: প্রথমবার কয়েকবার আমি টাইটেনিক দেখি, পুলক অনুভব করা ছাড়া আর কিছু বুঝি নাই......


এর অনেক পর একবার মধুমিতা সিনেমা হলে যখন দেখলাম, শেষ দৃশ্যের দিকে মন'টা খুবই খারাপ হয়ে গেল...
তার উপর আমার পাশে বসা এক আপুকে কাঁদতে দেখে মন'টা এত খারাপ হলো।

আমি কান্না করিনি, তবে ঐদিনই বুঝেছিলাম, একটা সিনেমা কতটা শক্তিশালি হতে পারে.. আমি ঐদিনই বুঝেছিলাম টাইটেনিক আসলে কি ? কেন এত জনপ্রিয় হয়েছিল ?

অনেকবার দেখেছি, এখনো একই রকম লাগে।

অদ্ভুদ !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই, এই অভিজ্ঞতাটাও শেয়ার করার জন্যে। এই ট্রাজেডি দেখে মন খারাপ না হয়ে পারে না। আর আপুরা একটু বেশিই আবেগপ্রবন হয়।

আসলে এইছোট লেখাটা আমার ফেবু স্ট্যাটাসে দিয়েছিলাম। সেখানে অনেকেই নস্টাকজিক হয়ে পড়েছিলেন। নিজেদের অভিজ্ঞতা বলছিলেন। তাই ভাবলাম ব্লগার বনধুদের অভিজ্ঞতাও শোনা যা্ক।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

লওল০০৭ বলেছেন: সময়টা ২০০১ এর দিকে। একদিন রাত আমদের লোকাল ডিশের চ্যানেলে দেখাইছিল। দেখতে পারিনি। পরেরদিন দুপুরে আবার দেখাইছে। মনে আছে ওইদিন দুপুরে খেয়ে দেয়ে আমরা ভাইরা রেডি হয়ে বসেছিলাম দেখার জন্য। সাথে ছিলেন আমাদের মামা যদিও উনি এর আগেও টাইটানিক কয়েকবার দেখেছিলেন। কিন্তু পুড়া কপাল আমাদের ওইদিন আমাদের হুজুর কি কারনে সকালে পড়ানোর জন্য আসতে পারেননি। তাই দুপুরে এসেছিলেন। আর আমাদেরও মাত্র ১০ মিনিট টাইটানিক দেখার সৌভাগ্য হয়। প্রায় ১।৫ ঘণ্টা পর হুজুর চলে যাওয়ার পর আবার টিভি অন করলাম। কেন জানি তখন আর দেখতে ইচ্ছা করছিল না। আর মামাও তখন ঘুম দিচ্ছেন। প্রায় বলতে গেলে শেষের দিকে। আর আমি আর আমার ভাই টিক করলাম আরেকদিন সুযোগ পেলে দেখব এই ভেবে চলে গেলাম পাড়ার মাঠে খেলতে। যদিও টাইটানিক পরে একা একা দেখেছি B-) B-)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৯

মুশাসি বলেছেন: আপনাকে তাহলে তেমন কোনো বিব্রতকর অভিজ্ঞতার সম্মুক্ষী্ন হতে হয় নি। আপনি ভাগ্যবান। এই মুভি নিয়ে ৯০% বাংলাদেশীর বিব্রতকর অভিজ্ঞতা আছে। যদি ২০০০ এর আগে দেখে থাকে। আমি দেখেছিলাম '৯৮ তে। আমরা তখনও তেমন আধুনিক হই নি।

অনেক ধন্যবাদ ভাই অভিজ্ঞতা শেয়ারের জন্য। ভালো থাকবেন সবসময়।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

ভুল্কিস বলেছেন: কান গরম করা মুপি !!! :P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

মুশাসি বলেছেন: তাও ভালো যে শুধু কান :P

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৯

একজনা বলেছেন:
;) ;) :P :P
অনেকবার দেখেছি। তবে প্রথমবারের দেখা স্মৃতি এখনো অম্লান।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

মুশাসি বলেছেন: একটু শেয়ার করবেন না আমাদের সাথে? শোনার জন্যেই পোষ্ট দেয়া :)

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০

বাদল দিনের গান বলেছেন: এই ছবি নিয়া বিশেষ সৃতি আমারও আছে! কিন্তু বলা যাইবোনা! অধিক লজ্জার সৃতি! B-) B-) B-)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

মুশাসি বলেছেন: আরে ভাই বলেন, আমরা আমরাই তো :)

ভালো থাকবেন।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

সুপারনোভা ০০৭ বলেছেন: তখন তৃতীয় শ্রেণী তে পরতাম। বুজতাম যে এখানে খারাপ কিছু আছে। কি যে আছে তাই দেখতে দিত না। X( X( X( X(

০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:২৪

মুশাসি বলেছেন: হাহাহাহা, কে দেখতে দিতো না ভাই? পরে কি একা একা দেখেছিলেন? এখনকার যুগের পোলাপাইনের কাছে এইটা কিছুই না।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: আমাদের মেট্রিক প্রি টেস্ট না টেস্ট পরীক্ষা চলতাসিল। পরেরদিন উচ্চতর গণিত। এক বন্ধু কইল, ল যাই, কি আসে জীবনে !! ফেল করলে পরীক্ষা বার বার দিতে পারবি, মাগার টাইটানিক ডুইব্যা গেলে কইলাম, আর পাবি না !!

ওই বিশেষ সীনের স্মৃতি মনে নাই, কিন্তু মনে আছে হল থেকে বেরুবার পর একটা মেয়ের কান্নার স্মৃতি !! কি ভয়াবহ শক্তিশালী সিনেমা !! সিনেমার শক্তি সেদিন বুঝেছি।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

মুশাসি বলেছেন: বাপ্রে !! এইটা কি শুনাইলেন ধলা ভাই !! পরীক্ষার মাঝে সিনেমা হলে গিয়া এইটা দেখছেন !! আপনিই আসল সিনেমাখোর

১২| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:২৯

আদম_ বলেছেন: কাহিনি কোনদিক দিয়া কি হইছে জানিনা, বইসাছিলাম ওইটার জন্য। তবে পোষাইছিলোনা

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩

মুশাসি বলেছেন: হাহাহা, সেইকালে অবশ্য পোষানোরই কথা, ডিমান্ড কম ছিলো তো :P

১৩| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৫

মুশাসি বলেছেন: :) :)

১৪| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১১

রাহুল বলেছেন: আমার এক বন্দ্বুর কাছে থেকে শুনছি- বাপ ছেলে একসাথে দেখছিলো যা হবার তাই হলো সব সহ্য হলো কিন্তু শেষ দ্শ্য যখন লিপ কিছ তখণ বাপ চেচাইয়া বলছে" আগে জান বাচা পরে ছেপ( থুতু) খা" ....। টাইটানিক নামটা শুনলেই এই জোকসটা মনে পড়ে যা্য়।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৬

মুশাসি বলেছেন: লুল রে লুল। হা হা হা। আমি এই জোক্স আগে শুনি নাই, ব্যাপক মজা পাইলাম ভাই =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.