![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলেজ লাইফের ঘটনা। প্রিয় টিভি চ্যানেল ছিলো স্টারমুভিজ।এইচবিও। জি স্টুডিও। প্রিয় চ্যানেল হওয়া সত্ত্বেও অন্তরঙ্গ দৃশ্য একটু বেশিই দেখাতো বলে চ্যানেলগুলা হাইড কইরা রাখা লাগতো
আব্বা-আম্মা কখনো টিভিরুমে থাকলে চ্যানেল পাল্টাইয়া গভীর মনোযোগে খেলা দেখতাম। তাদের সামনে গলফ খেলাও জগতের সবচেয়ে ইন্টারেস্টিং খেলা হইয়া যাইতো আমার মনোযোগে ব্যাঘাত না ঘটাইয়া আব্বা আম্মা পাশের রুমে গেলেই আবার প্রিয় চ্যানেলগুলা দিয়ে দিতাম! একটা অন্তরঙ্গ দৃশ্যও মিস গেলে আমার আফসোসের সীমা থাকতো না
এমনি একদিন একটা এক্সট্রিম রোমান্টিক মুভি দেখতেছি।মিনিটে মিনিটে অন্তরঙ্গ দৃশ্য।প্রতি দৃশ্যে হাত তালি দিতে মন চায় এমন অবস্থা এতই মনোযোগে দেখতেছিলাম যে চার বছরের কাজিন যে পাশে এসে বসে পড়ছে টেরও পাই নাই।
ওকে যখন আবিস্কার করলাম মুভিতে তখন টান টান উত্তেজনা। ভাবলাম এই পিচ্চি-কি আর বুঝবে। থাকুক। কিন্তু কিছুক্ষন পর হঠাত আমার আব্বাজানকে আবিস্কার করলাম টিভি রুমের দরজায়! বিদ্যুত গতিতে রিমোটে আঙ্গুল চালাইলাম আবার শুরু হইলো গলফ খেলা!
আব্বা পাশে এসে বসলো। এক মিনিটও নয় নাই হঠাত কাজিন চিৎকার করে উঠলো
‘‘ খেলা দেখবো না, আন্টি যে আংকেলটাকে আদর করতেছিলো ঐ চ্যানেল দেও!’’
আমি তড়িঘড়ি করে কা্র্টুন চ্যানেল দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা নিলাম। কিন্তু বদ পোলা তাতেও শান্ত হইলো না। আরো জোড়ে কান্না শুরু করলো
‘‘ এ্যা এ্যা !! এই চ্যানেল দেখবো না, আন্টি আংকেলকে চুমু দিতেছিলো সেই চ্যানেল দেও!’’
ভাইরে, আব্বার সামনে মান ইজ্জত আর কিছুই থাকলো না। কোনোমতে কাজিনসহ রিমোটটা আব্বার হাতে ধরাইয় দিয়া টিভি রুম হইতে মাথা নিচু করিয়া প্রস্থান করিলাম।
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৫
মুশাসি বলেছেন: ধন্যবাদ ক্যাপ্টেন সাহেব
২| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:০০
rakibmbstu বলেছেন:
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৬
মুশাসি বলেছেন:
৩| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৩
rakibmbstu বলেছেন: ছেলে হোক বা মেয়ে হোক বদের হাড্ডি একডাই যথেষ্ট.....
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৭
মুশাসি বলেছেন: বদের হাড্ডিটা এখন ক্লাস টু তে পড়ে, তার বাদরামি চক্রবৃদ্ধির হারে বাড়তেছে রে ভাই
৪| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৩
মাক্স বলেছেন: পিচ্চিপাচ্চি পুলাইনগুলা সব বদের হাড্ডি, সব নষ্টের গোড়া
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৯
মুশাসি বলেছেন: আব্বার কাছে এই ঘটনার আগে ভাবমূর্তি বড় ভালো আছিলো মাক্স ভাই, পিচ্চি পুরাই ইজ্জতের ফালুদা বানাই দিছে
৫| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৬
মিজানুর রহমান মিলন বলেছেন: আব্বা পাশে এসে বসলো। এক মিনিটও নয় নাই হঠাত কাজিন চিৎকার করে উঠলো
‘‘ খেলা দেখবো না, আন্টি যে আংকেলটাকে আদর করতেছিলো ঐ চ্যানেল দেও!’’
সর্বনাশ ! এরকম অবস্থা ! তারপরেও বাপের তো কিছু মনে করার কথা নয় । হাজার হোক পোলার বয়স বাড়তেছে না !
২য় ভাল লাগা ।
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:১০
মুশাসি বলেছেন: পরের ডায়লোগটা দেখেন না, পুরাই খোলাসা কইরা দিসে ঘটনা। এদিকে আমার ফ্যামিলিও একটু রক্ষনশীল কিনা। পুরাই কট!
৬| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৭
আমি ইহতিব বলেছেন: ফেবুতে পড়লাম। দলবল (অফিস কলিগ) নিয়ে হাসলাম।
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:১১
মুশাসি বলেছেন: সামুই ভালা, ফেবুতে স্ট্যাটাসখোররা খালি সবকিছু খাইয়া দেয়!
অনেক ধন্যবাদ ইহতিব। ভালো থাকবেন। সাথেই থাকবেন।
৭| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৯
কাউসার রুশো বলেছেন:
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৩
মুশাসি বলেছেন: কাওরান বাজারী টাটকা ধইন্যা রুশো ভাই
৮| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৮
আশিকুর রহমান অমিত বলেছেন: আপনে এত খ্রাপ পোলা, ভাল মনে করতাম আপ্নারে
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৬
মুশাসি বলেছেন: ভুল ভাঙ্গছে তাইলে? ইটস বেটার লেট দ্যান নেভার
৯| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৯
মদন বলেছেন:
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৮
মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই
১০| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৬
আমিনুর রহমান বলেছেন:
বদ পোলা কন হানের
এ্যা এ্যা !! এই চ্যানেল দেখবো না, আন্টি আংকেলকে চুমু দিতেছিলো সেই চ্যানেল দেও!’’
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১
মুশাসি বলেছেন: এখনকার পোলাপাইন মাত্রই এমন ধরিবাজ হয়, ভাতিজারে সাবধানে রাইখেন, এই গুলার সাথে মিশতে দিয়েন না
১১| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৭
নিরপেক্ষ মানুষ বলেছেন: :v :v হাসতেই আছি।পিচ্চিগুলা বড়ই ডেন্জারাস
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
মুশাসি বলেছেন: পুরাই ছোট মরিচের ঝাল বেশি দশা
১২| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫২
আহমেদ নিশো বলেছেন:
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
মুশাসি বলেছেন: ধন্যবাদ নিশো
১৩| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৭
ব্যান্ড পার্টি বলেছেন: আমি ভাই চরম ধরা খাইছি HBO তে গেম অফ থ্রোনস দেখতে গিয়া । ভাইয়া পাশে বসে ল্যাপ্পি টিপতাছে , আমি দেখতাছি । হঠাত্ কইতাছে , ভাই তার বুইনরে বিয়া করছে , আমি ঘাবড়ায়া চ্যানেল সাথে সাথে পাল্টাইয়া দিলাম । কিছুক্ষণ পর আবার HBO তে দিলাম , আবার সেইম কথা অন্য আরেকজনরে বলতেছে .... শেষে লজ্জায় টিভি অফ কইরা ভদ্র ছেলের মত পড়তে বইছি
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
মুশাসি বলেছেন: ভালোই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছিলেন ভাই, আমার একবার এমন হইছিলো, রিমোট বিশ্বাসঘাতকতা করতেছিলো
১৪| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
তামিম ইবনে আমান বলেছেন: কেমন আছেন ভাই?
১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৯
মুশাসি বলেছেন: ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ফেবুতে আসেন না কেন?
১৫| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
ভূতাত্মা বলেছেন:
১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৪
মুশাসি বলেছেন: ধন্যবাদ ভূতাত্মা ভাই, ভয় দেখাতে আসবেন মাঝে মাঝে
১৬| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
সেলিম আনোয়ার বলেছেন: পোলাপান মানুষদের নিয়ে ১৮+ মুভি দেখার বিড়ম্বণা বুঝলেন। তাদের জন্য উপযোগী হলো কাটুন।অথচ তারা দেখবে চুম্বন। ইচরে পাকা ঝামেলা ।হাসতে ই আছি।
১৬ ই জুন, ২০১৩ রাত ১:২৮
মুশাসি বলেছেন: পোলাপাইনের মতিগতি বোঝা বড় দায়
ধন্যবাদ সেলিম ভাই
১৭| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
সোহাগ সকাল বলেছেন: হেহে! আমি তো ভাবছিলাম যখন আপনার আব্বা রুমে ঢুকলো তখন রিমোট কাজ করবে না। মানে ব্যাটারির চার্জ শেষ!
১৬ ই জুন, ২০১৩ রাত ১:৩৮
মুশাসি বলেছেন: হা হা, রিমোটের নেমক হারামীর ঘটনাও আছে লাইফে, আরেকদিন শেয়ার করুমনে
১৮| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
হান্টার১ বলেছেন:
১৬ ই জুন, ২০১৩ ভোর ৪:০৯
মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই
১৯| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
আহলান বলেছেন: দু:খের বিষয় হলো যখন লুকায়া চুরায়া ১৮+ ম্যুভি দেখা লাগতো, তখন ছিলো মেগা চ্যনেল, রেনটিভি, টিবি ৬। কিন্তু এখন লুকায়া দেখার দরকার হয় না, অথচ সেই চ্যনেলগুলো আর নাই। বিশেষত মেগা চ্যানেলটা ছিলো সে-ই রকম। ২৪ ঘন্টাই ১৮+ এডভেঞ্চার, কমেডি ..... আফসোস
১৬ ই জুন, ২০১৩ ভোর ৪:১৬
মুশাসি বলেছেন: এইগুলা খুব খারাপ প্রভাব ফেলতেছিলো আমাদের সমাজে, ভালোই হইছে বন্ধ করছে, এইসব ঠতি বয়সে একটু আক্টু ইন্টারেস্ট থাকে। তবে তা পরিমিত পর্যায়ে।
২০| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:১৭
আদার ব্যাপারি বলেছেন: ‘‘ খেলা দেখবো না, আন্টি যে আংকেলটাকে আদর করতেছিলো ঐ চ্যানেল দেও!’’
১৬ ই জুন, ২০১৩ ভোর ৫:০০
মুশাসি বলেছেন: কার্টুন দেখেন বেপারি সাব !!
২১| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৩৩
তাসজিদ বলেছেন: পিচ্ছিও দেখি লুল ।
কই যাইতাম মুই।
১৮ ই জুন, ২০১৩ রাত ৩:৩৯
মুশাসি বলেছেন: পিচ্চি আসলেই লুল রে ভাই, এগুলা ডিজিটাল পিচ্চি
ধন্যবাদ আপনাকে
২২| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৪৩
ইউসুফ আলী রিংকূ বলেছেন: ১১ তম ভালোলাগা
‘‘ এ্যা এ্যা !! এই চ্যানেল দেখবো না, আন্টি আংকেলকে চুমু দিতেছিলো সেই চ্যানেল দেও!’’
কি সাংঘাতিক পরিস্থিতি রে বাবা
১৮ ই জুন, ২০১৩ রাত ৩:৪৭
মুশাসি বলেছেন: ধন্যবাদ রিংকু ভাই, খবর কি? লং তাইম নো সি !!
২৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
উফ আজকালকার পোলা পাইন গুলা এত বদ হইছে
২৮ শে জুন, ২০১৩ রাত ৩:২৮
মুশাসি বলেছেন: ডিজিটাল পোলাপাইন রে ভাই
এইগুলা বদের হাড্ডি হয়
২৪| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:৫২
বটবৃক্ষ~ বলেছেন: সোহাগ সকাল বলেছেন: হেহে! আমি তো ভাবছিলাম যখন আপনার আব্বা রুমে ঢুকলো তখন রিমোট কাজ করবে না। মানে ব্যাটারির চার্জ শেষ!
২৮ শে জুন, ২০১৩ রাত ৩:২৮
মুশাসি বলেছেন: ধন্যবাদ বটবৃক্ষ ভাই
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৪
মুশাসি বলেছেন: আগে জানতাম না আপনি আপু! স্যরি
২৫| ১৫ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৮
দুঃখ বিলাসি বলেছেন:
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৪
মুশাসি বলেছেন: ধইন্যা ভাই
২৬| ১৫ ই জুন, ২০১৩ ভোর ৪:৪২
গান পাগল মন বলেছেন:
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৫
মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই
২৭| ১৫ ই জুন, ২০১৩ ভোর ৫:৩৪
দি সুফি বলেছেন: পিটানী খাইছিলেন, সেইটুকুন পোষ্টে লেখেন নাই কেন?
লুল ভাতিজা
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৫
মুশাসি বলেছেন: কিছু কথা থাকনা গুপন
২৮| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৪৫
আমি তুমি আমরা বলেছেন: এক্কেরে ডাইরেক্ট কট
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫০
মুশাসি বলেছেন: জি ভাউ, আম্পায়ার ডিসিশান দেওয়ার টাইমও পায় নাই
২৯| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৭
মামুন রশিদ বলেছেন: হাহাহা, রাম ধরা
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫২
মুশাসি বলেছেন: পুরাই
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই
৩০| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৪৬
ভূতাত্মা বলেছেন: আমি ভাই নই, আপু.... খিকজ!!!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৩
মুশাসি বলেছেন: এপোলজি! জানতাম না আপু! ভুল হবে না আর
৩১| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
ঘুড্ডির পাইলট বলেছেন: ছুটু পুলাপাইন এর সামনে কিছু দেখা রিস্কি ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৪
মুশাসি বলেছেন: তখন কি আর এত জ্ঞান ছিলো ভাই?
৩২| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩৫
পলক শাহরিয়ার বলেছেন: পিচ্চি তো বহুত বদ...
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৫
মুশাসি বলেছেন: হুম ভাই, এখন বড় হইছে যদিও। বাদড়ামি কমছে একটু
৩৩| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৪
ইরাজ আহমেদ বলেছেন: পুলকিত হলাম
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৫
মুশাসি বলেছেন: ধন্যবাদ ইরাজ ভাই
৩৪| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৭
মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫২
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন: