![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভার্সিটির লাইফের শুরুতে আমিও র্যাগ খেয়েছিলাম। সেইদিনের ঘটনা এখনো স্পষ্ট মনে আছে আমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য ক্যাফেটেরিয়া ছিলো অঘোষিত নিষিদ্ধ যায়গা। বেশির ভাগ ঘটনা এই ক্যাফেটেরিয়াতেই ঘটতো। তাই পারতপক্ষে আমরা শুরুর কয়েকটা মাস ক্যাফেটেরিয়া এভয়েড করে চলতাম।
একদিন ক্লাশ শেষে হলে ফিরছি।ক্লাসমেট বান্ধবী ডাক দিলো। তিনি হলের খাবার খান না। ক্যাফেটেরিয়ায় লাঞ্চ করেন। কিন্তু আজ সবাই তাকে ফেলে রুমে চলে গেছে একা একা তিনি সেখানে যাওয়ার সাহস করে উঠতে পারছেন না।তাই আমাকে সাথে চান। অনুরোধের ঢেকি গিলে আমি অবলা নারীর আবেদনে সাড়া দিলাম
এবং ভুল করলাম
কোনার একটা টেবিলে বসে দুইজন নিঃশ্বব্দে লাঞ্চ করছি মুরগীর একটা ঠ্যাং এ মাত্র কামড় বসিয়েছি, অমনি ওয়েটার মামা কানের কাছে এসে ফিসফিস করে বললো,
‘খাওয়া শেষে আপনাকে দুই নাম্বার টেবিলের বড় ভাইরা ডাকছে ’
মুরগীর ঠ্যাং তখনও হাতে ধরা, দুই নাম্বার টেবিলের দিকে তাকালাম। পাঁচজন সিনিয়র শীতল চোখে আমার দিকে তাকিয়ে আছে
াক!
খাওয়া শেষ করে বান্ধবীর কাছে দোয়া নিয়ে সিনিয়রদের টেবিলের সামনে গেলাম। আমি জানি বেশিরভাগ র্যাগের ঘটনা ঘটে প্রথম দর্শনে সিনিয়রকে সালাম না দেওয়ায় কারনে। বড় করে সবাইকে সালাম দিলাম গলায় স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বিনয় ভাব এনে বললাম,
‘আমাকে ডেকেছেন ভাই?’
‘এইতো আমাদের নায়ক এসে গেছে, কি নাম তোর?’
আমি নাম বললাম।এরপর তারা একে একে আমার জাতীয় পরিচয়পত্রের প্রতিটা পয়েন্টের পরিচয় নিলো।
এরপর তাদের নিজেদের পরিচয় দিলো।আমি শোনামাত্র সবার নাম ভুলে গেলাম।ভয়ে কাঁপছি সবচেয়ে খারাপ ঘটনাটাই ঘটলো!
একজন প্রশ্ন করলো,
‘এখন বলতো কার নাম কি?’
নাম মনে করার চেষ্টা করছি আর ঘামছি। আপ্রান চেষ্টায় আমি শুধু একজনের নামই বলতে পারলাম
ফলাফল হলো ভয়াবহ।আমাকে ব্যাগ থেকে খাতা বের করতে বলা হলো।তাতে প্রত্যেকের নাম দশবার করে লিখতে বলা হলো।লেখার পর একজনের আবার আমার লেখা পছন্দ হলো না! তার নাম সুন্দর করে আরও দশবার লেখা লাগলো !
অবশেষে তারা টু দ্য পয়েন্টে এলো।
‘এই মেয়ে তোর কি হয়?’
এমনিতেই এক বার শাস্তি খাইছি। আর রিক্স নিলাম না।
বললাম,
‘বোন হয়’
‘নিজের বোন?’
‘চাচাতো বোন হয় ভাই’
‘নিজের চাচাতো বোন?’
‘এলাকার চাচাতো বোন, বোনের মতোই দেখি, তাই তো ভাত খেতে নিয়ে আসছি’
‘আচ্ছা ঠিক আছে। কাল দুপুরে সেলিম হল ২১২ নাম্বার রুমে দেখা করবি, যা এখন।’
মুক্তি পেয়ে হলে ফিরেই বান্ধবীকে ফোন দিলাম। বান্ধবীর জেলা,থানা, গ্রাম, বাবা,মা,দাদা সবার নাম জিজ্ঞেস করলাম। প্রতিটা মুখস্ত করে পরদিন সেলিম হল ২১২ নাম্বার রুমে গিয়েছিলাম। তবে সেই ভাই এসব কিছুই জিজ্ঞেস করেন নি তিনি শুধু বান্ধবীর ব্যাক্তিগত ব্যাপারেই আগ্রহ দেখালেন।
‘প্রেম করে কিনা?’ ‘বয়ফ্রেন্ড আছে কিনা’ ‘ভার্সিটির কোনো ছেলে তার পেছনে লাগছে কিনা’ এইসব।বললাম,
‘মেয়ে জেনুইন সিঙ্গেল ভাইয়া ’
‘তাই নাকি?তুই দেখে দেখে রাখবি কেউ যেনো পেছনে না ঘোরে’
‘অবশ্যই ভাইয়া ’
‘কাউকে দেখলেই আমাকে বলবি, আমি নিজের হাতে তার ঠ্যাং ভাঙ্গবো’
‘অফকোর্স ভাইয়া ’
এরপর ভাই হলের ক্যান্টিনে নিয়ে গেলো।ভার্সিটি লাইফে বড় ভাইদের কাছে বিনা পয়সায় খাওয়া হাজারটা স্লাইসের প্রথমটা সেদিন খেলাম
এই ভাইয়ের সাথে দুইদিন কথা বলে বুঝে গেলাম মুখে যত বড়াই-ই করুক না কোনো, কোনো মেয়েকে গিয়ে প্রপোজ করার সাহস তার নাই। আমি এই সুযোগটাই নিলাম
‘ভাই মেয়েকে ইঙ্গিত দেয়া আছে, শুধু নিজ থেকে গিয়ে একবার বলে দিতে পারলেই কাজ হয়ে যাবে ’
বড় ভাই মেয়ের পেছনে ঘোরে
মেয়ের পেছনে ঘোরা ছেলেদের শায়েস্তা করে
শুধু মেয়েকে প্রপোজ করার সাহসটাই সঞ্চয় করতে পারে না
তবে মাঝখান দিয়ে চাপা মেরে মেয়ের পটে যাওয়ার বিভিন্ন নিউজ বানিয়েই চলেছি আর বিনাপয়সায় স্লাইসের পর স্লাইস খেয়েই চলেছি
সুখেই ছিলাম সবাই। মাঝখানে বান্ধবী একটা ঝামেলা বাধিয়ে ফেললো সে অন্য এক ভার্সিটির ছেলের সাথে রিলেশনশীপে জড়িয়ে গেলো। এই খবর গোটা ভার্সিটিতে ছড়িয়েও পড়লো। এই নিউজের আঁচও আমি বড় ভাইকে দেই নি।বড় ভাইয়ের সামনে মুখ দেখানোর অবস্থায় থাকলাম না।বিনা পয়সায় স্লাইস বন্ধ হওয়ার শোকে আমি কাতর
টানা দশদিন পালিয়ে বেড়ালাম বড় ভাই থেকে তার ফোনও ধরার সাহস করলাম না! কিন্তু একদিন ধরা পড়েই গেলাম। সেই ক্যাফেটেরিয়াতেই
‘ভাই আমি লজ্জিত, এই মেয়ে যে এমন একটা কান্ড ঘটায় ফেলবে ভাবতেও পারি নাই’
‘আরে বেটা লজ্জার কি আছে। যা গেছে তা গেছে। তুই বোস’
‘জি ভাই, তাছাড়া মেয়েটা আপনার জন্য পার্ফেক্ট ছিলো না ’
ভাই আমাকে অবাক করে দিয়ে বললো-
‘তোদের ডিপার্টমেন্টে নতুন সিরিজ আসছে না?লম্বা করে ফর্সা একটা মেয়ে আছে। এই মেয়েটাকে মনে ধরছে এর ব্যাপারে সব ইনফরমেশন চাই।নে স্লাইস খা!’
আমি হতবাক প্রেমিকা হারানোর বিন্দুমাত্র শোক বড় ভাইয়ের মাঝে নাই।
আবার তিনি তার পুরোনো সার্কেলে ফিরে গেছেন।
তিনি এই নতুন মেয়েটার পেছনেও ঘুরবেন
মেয়ের পেছনে ঘোরা প্রতিটা ছেলেকে শায়েস্তাও করবেন
কিন্তু সেই মেয়েকে প্রপোজ করার সাহস সঞ্চয় করে উঠতে পারবেন না
কিছু কিছু মানুষের ভালোবাসার প্রকৃয়া বড়ই অদ্ভুত।
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯
মুশাসি বলেছেন: ভবিষ্যত কাজে লাগাবে ভেবে হালকার উপ্রে ঝাপসা দিয়ে ছাইড়া দিসিলো।
ধন্যবাদ মুন ভাই। ভালো থাকবেন সবসময়
২| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৭
অচিন.... বলেছেন: hehehe
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫২
মুশাসি বলেছেন: ধন্যবাদ অচিন ভাই
৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩
মুশাসি বলেছেন: ধইন্যা ইরফান ভাই
৪| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হে হে হে!!!
মজা যেমন পাইছি দুঃখও হইলো! ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা ছিল কিন্তু এক্সামের পরে দেশেই আর থাকা হইলো না ব্রো!
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৭
মুশাসি বলেছেন: অনেক কিছু মিস করছেন। আবার অনেক অভিজ্ঞতা হইছে যা আমরা মিস করছি, সেসব শেয়ার করেন ভাই, আমরাও মিস করি!
অনেক ধন্যবাদ আপনাকে
৫| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধুর! তাইলে তো কিছুই হয় নাই। আমার এক ফ্রেন্ড অনেকটা এই সিচুয়েশনে পড়েছিল। মিথ্যে বলা যে একটি আর্ট হতে পারে তাকে দেখে জেনেছিলাম। আমরা ছিলাম তিনজন। এর মাঝে আমি বহিরাগত। আমাদেরকে ডাকল, গিয়েই সে দেখি সালাম দিয়ে বসে পড়ল। সিনিয়ররা তো কিছু অবাক। কিছু জিজ্ঞেস করার আগেই সে তাদেরকে জিজ্ঞেস করল, তাদের নাম ধাম। তার নিজের পরিচয় জানতে চাইলে সে বলল, সে অমুক। তাঁরা বাবা পুলিশের এসপি, বড় ভাই আর্মিতে আছে ক্যাপ্টেন। তার মা পররাষ্টমন্ত্রনালয়ের উপ সচিব। ভাই রে জীবনে এমন ফাপড় আমরা খুব কমই দেখেছি। সেই সিনিয়র তো বটেই, আমরাই কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। হাহা!! ঐ বেটারা র্যাগ দিয়ে গিয়ে নিজেরাই কিছুটা র্যাগ খাইল।
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১২
মুশাসি বলেছেন: হা হা হা, মজার ঘটনাতো ভাই। আমিও চাপা মারছিলাম কিন্তু এই লেভেলের মারার সাহস হয় নাই। আর আমাকে এই সিনিয়ররা পরিচয়পত্রের সব পয়েন্ট জিজ্ঞেস করেছিলো বোধহয় এই কারনেই। বাপ চাচা কেউ পুলিশ বা আর্মিতে আছে নাকি তা নিশ্চিত হওয়ার জন্য। আর এই ভাইটা পলিটিকাল ফিগার ছিলো। উনি প্রথম র্যাগ দিয়ে ফেলেছিলো বলে এরপর আর কেউ র্যাগ দেয়ার সাহস পায় নাই
৬| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০১
*কুনোব্যাঙ* বলেছেন: এটাই ভালো টেনশন বিহীন ওয়ান সাইডেড লাভ। আপ্নের সিনিয়র ভাইকে স্যালুট
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৪
মুশাসি বলেছেন: ভাইয়া, এরকম ওয়ান সাইডেড লাভ কয়টা করেছেন জানতে মঞ্চায়
৭| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০১
আমিভূত বলেছেন: এই অদ্ভুত ভালোবাসা কি শুধু এই ভার্সিটিতেই নাকি সবজায়গাতেই বুঝি নাহ
তারা নতুন মেয়েদের পেছনেও ঘুরবেন
মেয়ের পেছনে ঘোরা প্রতিটা ছেলেকে শায়েস্তাও করবেন
কিন্তু সেই মেয়েকে প্রপোজ করার সাহস সঞ্চয় করে উঠতে পারবেন না
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৭
মুশাসি বলেছেন: মনে হয় পাড়া মহল্লাতেও হয়। কিছু কিছু ছেলে আছে ভালোবাসার নামে পেইন দিয়ে মজা যায়।
মেয়ের পেছনে ঘোরে
মেয়ের পেছনে ঘোরা ছেলেদের শায়েস্তা করে
শুধু মেয়েকে প্রপোজ করার সাহসটাই সঞ্চয় করতে পারে না
৮| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৪
প্রিতম মুজতাহিদ বলেছেন: আমি খুব হতভাগা । র্যাগ খাওয়া হইল না লাইফে । পোস্ট পড়ে মজা পাইছি । প্লাস ।
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৯
মুশাসি বলেছেন: হায় হায় কয়কি ! র্যাগ খাওয়ার এত শখ? দেখা কইরেন, শখ মিটায় দিমুনে
৯| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৪
প্রিতম মুজতাহিদ বলেছেন: আমি খুব হতভাগা । র্যাগ খাওয়া হইল না লাইফে । পোস্ট পড়ে মজা পাইছি । প্লাস ।
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২২
মুশাসি বলেছেন: প্লাসের জন্য ধইন্যা ভাই
১০| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৭
আশিকুর রহমান অমিত বলেছেন: আপনি তো মনে হয় রায়গ দেননি কাউকে জীবনে??? আর কোনদিন তো কিছু খাওয়ালেন না সিরাজ ভাই
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৫
মুশাসি বলেছেন: আশিকুর রহমান অমিত তাহলে র্যাগ খেতে চায়, ওকে ডান। র্যাগের পর কিছু খাওয়াই দিমুনে। আর ১৫ তারিখের দাওয়াত কিন্তু আমি ম্যানেজ করছি। মাথায় রাখিস।
১১| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৩
লিঙ্কনহুসাইন বলেছেন: ব্যাপক বিনোদন পাইলাম
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৬
মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ লিঙ্কনহুসাইন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
১২| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৬
পলক শাহরিয়ার বলেছেন: মজা পেলাম ভাই।
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩১
মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ঈদের দাওয়ার দেন।
১৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬
শাহরিয়ার লিমু বলেছেন: পুরাই হাহাপগে অবস্থা।
আপনি তো ভাই পুরাই War profiteer, মনযুদ্ধের সুযোগ নিয়ে টু পাইস ইঙ্কামের ধান্ধায়...
আর ঐ ভাই আসলে ফ্লার্ট করছিলো না, তিনি শুধুই খিয়াল রাখছিলেন বোনেদের প্রতি। তিনি সাইলেন্ট গার্ডিয়ান, ওয়াচফুল প্রটেক্টর।
তিনি দ্যা ডার্ক নাইট
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮
মুশাসি বলেছেন: ভাইরে তুই পারোসও, দুনিয়ার সব কিছুই একটা মানুষ ক্যাম্নে মুভির দিকে নিয়া যাইতে পারে? তাজ্জব হইয়া যাই আমি।
১৪| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬
*কুনোব্যাঙ* বলেছেন: কাউন্ট করতে হলে সাইন্টিফিক ক্যালকুলেটল লাগবে যেটা এখন আমার কাছে নাই
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫০
মুশাসি বলেছেন: ব্লগার্স কর্নারের নেক্সড আড্ডায় নিয়া আসমুনে সাইন্টিফিক ক্যালকুলেটর
১৫| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০০
আম্মানসুরা বলেছেন: ঘটনা খুব মজার। কাল্পনিক ভালবাসার ঘটনাটা আরও বেশী মজার। নির্মল বিনোদন উপভোগ করলাম।
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৯
মুশাসি বলেছেন: ধন্যবাদ আম্মানসুরা, কাল্পনিক ভালোবাসা ভাইয়ের ঘটনাটা আসলেই মজার
১৬| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৩
ইউসুফ আলী রিংকূ বলেছেন: মুশাসির ফ্রি স্লাইস খাওয়ার আইডিয়াটা দারুন
পোস্ট পড়ে বিনোদিত হইলাম
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৮
মুশাসি বলেছেন: ধন্যবাদ রিংকু ভাই, ঈদের দাওয়াত দিবেন না?
১৭| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৫
মুশাসি বলেছেন: ধন্যবাদ, আপনার প্রোপিকটা সুন্দর
১৮| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৬
মুশাসি বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই
১৯| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৭
মামুন রশিদ বলেছেন: হাহাহা, ভালো লাগলো ।
র্যাগের জন্য কুখ্যাত জাবি তে পড়লেও আমাদের সময় র্যাগ কালচার ছিল না । তবে একই রকম একটা ঘটনা বলছি । ক্ষমতাসীন ছাত্র সংগঠনের জেনারেল সেক্রেটারী, লম্বা উচু সহজ সরল একটা ভাইয়া । তার বন্ধুরা এক আপুকে দেখিয়ে বলত, ঐ মেয়েটাও তোর মত লম্বা । তোর সাথে খুব জমবে, যা প্রপোজ কর । কিন্তু ভাইয়া কিছুতেই সাহস করে উঠতে পারে না । একদিন সবাই জুরাজুরি করে মেয়েটার কাছে তাকে পাঠিয়ে দেয় । তো ভাইয়া গিয়ে আপুকে ধরলেন,
ভাইয়া- ইয়ে, সবাই বলে তুমিও লম্বা আমিও লম্বা..
আপু- তো, কি হয়েছে!
ভাইয়া- না, সবাই বলে আর কি!
আপু- সবাই বললো তো কি হল!
ভাইয়া- না, কিছু হয় নি, ইয়ে মানে, ইয়ে..
(ভাইয়াটা তোতলাতে থাকে)
-------
না, ভাইয়াটার সাথে আপুটার এফেয়ার হয় নি
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৮
মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ ঘটনাটি শেয়ারের জন্য। পলিটিকাল ভাইয়েরা প্রেমের ক্ষেত্রে গাধা টাইপ হয়। গোবেচারা পোলাপাইনই দেখা যায় বাজি মাত করে দেয়! তবে ভাইয়ার সাথে ওই আপুর কিছু হইলে ঘটনা পুরাই উপন্যাস টাইপের হতো।
ভালো থাকবেন সবসময়।
২০| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৫
শান্তির দেবদূত বলেছেন: হা হা হা মজা পেলাম।
এমন "ভালো শুধু বেসে গেলাম, ভালবাসা পেলাম না" - টাইপ পাবলিক মনে হয় সব ইউনিতেই একটা দুইটা থাকে।
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৯
মুশাসি বলেছেন: আমারও তাই ধারনা। এমন ক্যারেক্টার ছাড়া মনে হয় ইউনি পূর্ণতা পায় না।
"ভালো শুধু বেসে গেলাম, ভালবাসা পেলাম না" , ভালো বলেছেন
২১| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৯
ইউসুফ আলী রিংকূ বলেছেন: ঈদ যদি রাজশাহীতে করেন তবে শুধু দাওয়াত নিলে হবে না কথা দিতে হবে দেখা করবেন এবং বাসায় আসবেন
আমার মোবা নাম্বার ফেবুতে ইনবক্স করলাম
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪০
মুশাসি বলেছেন: আমি এবার রাজশাহী গিয়ে তোমাকে ফোন দিবো, রেডি থেকো
২২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৪
চুক্কা বাঙ্গী বলেছেন: মজা লাগলো পড়ে। প্লাস।
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩
মুশাসি বলেছেন: প্লাসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই
২৩| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গল্পের নায়কচরিত্রটা খুব ভালো লাগলো। মামুন ভাইয়ের চরিত্রটাও।
প্রেমের ক্ষেত্রে আমিও ঐরকম গাধা টাইপের কিনা
মেয়েদের মুখের দিকেও তাকাতে পারি না অবস্থা আর কী
প্রোপিকটা ভালো লেগেছে জেনে একনলেজ করতে এলাম। ধন্যবাদ।
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৩
মুশাসি বলেছেন: আবার আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সোনাবীজ। মামুন ভাইয়ের গল্পটা মজার, কাল্পনিক ভালোবাসা ভাইয়ের গল্পটাও মজার
২৪| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০৩
মাক্স বলেছেন:
মামুন ভাইয়ের কাহিনীটাও মজার!
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৪
মুশাসি বলেছেন: আসলেই, ধন্যবাদ মাক্স ভাই
২৫| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৫
আশিকুর রহমান অমিত বলেছেন: ওকে আই অ্যাম ওয়েটিং আফটার সাড়ে তিন বছর পর !
আর দাওয়াত ১৬ তারিখ এ, ১৫ তে তো না? বাই দ্য ওয়ে আপনি চেয়ে দাওয়াত নিয়েছেন আর আমি বাই ডিফল্ট দাওয়াত পাইছি
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৮
মুশাসি বলেছেন: দাওয়াত মেইনলি ১৫ তারিখ ছিলো, সবাই রাজশাহী পৌছাইতে পারি কিনা সেইদিন-তার উপর ডিপেন্ড করে ১৬ তারিখ ট্রান্সফার করতে অনুরোধ করা হইছিলো।
২৬| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৪
নীল-দর্পণ বলেছেন: ভেবেছিলাম না জানি কি ডলাটাইনা খান....
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩১
মুশাসি বলেছেন: অল্পের উপর দিয়ে বাঁইচা গেছি
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
২৭| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৯
সোহাগ সকাল বলেছেন: সিরাম মজা পাইলাম সিরাজ ভাই! আমি তো ভাবছিলাম, ডাক দিয়া কইবো ঠ্যাংটা দিয়া যা। মানে মুরগীর ঠ্যাংটা।
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩১
মুশাসি বলেছেন: ঐসব র্যাগ খাওয়া না, র্যাগ দেওয়ার গল্প লিখলে পাইতা ভ্রাতা
২৮| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৯
পেন্সিল চোর বলেছেন: কিছু কিছু মানুষের ভালোবাসার প্রকৃয়া বড়ই অদ্ভুত
১০ম ভালো লাগা পেন্সিল চোরের
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৭
মুশাসি বলেছেন: ধন্যবাদ পেন্সিল ভাইয়া
ভালো থাকবেন
২৯| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪১
ভিয়েনাস বলেছেন: ভেবেছিলাম কতই না করুন কাহিনী হবে.......
আপনার সিনিয়র ভাইয়ের বছরের পর বছর এভাবেই চলবে......
মামুন ভাইয়ের গল্পটাও ইন্টারেস্টিং।
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৮
মুশাসি বলেছেন: সবাই দেখি আমার শার্ট প্যান্ট খুললেই খশি হইতো !!
৩০| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কাহিনী বেশী নিদারুণ হয় নাই। এত দূর্বল র্যাগ।না র্যাগ ওয়ালারা জিবনে ভাল র্যাগ খাই নাই।তারপরও আল ইজ ওয়েল। পোস্ট ভাল লেগেছে।+
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৯
মুশাসি বলেছেন: সেলিম আনোয়ার ভাই, প্লাসের জন্য ধন্যবাদ, র্যাগ এর অভিজ্ঞতা থাকা উচিত!
৩১| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩১
আরুশা বলেছেন: মজা লাগলো অনেক ++++++্
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪০
মুশাসি বলেছেন: আরুশাকে ধন্যবাদ
ভালো থাকুন সবসময়
৩২| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২১
সানড্যান্স বলেছেন: আমি একটা কাজ প্রায় করতে দিতাম, ম্যাচের কাঠি দিয়ে রুমের ক্ষেত্রফল মাপতে!!!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫১
মুশাসি বলেছেন: আপনি তো তাহলে আতংক ছিলেন ক্যাম্পাসে ছোট ভাইদের জন্য!
৩৩| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৭
বাংলার হাসান বলেছেন: স্লাইস তো ভালই খাইছেন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫২
মুশাসি বলেছেন: আবার জিগস
৩৪| ১৩ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৭
শান্ত সমুদ্র বলেছেন: মেয়েমানুষ অনেক কাজের (খারাপ ভাবে নিবেন না)। তাই rag অল্পের উপর দিয়া গেছে ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৪
মুশাসি বলেছেন: খারাপ ভাবে নেই নাই ভাই, হয়তো ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৫
ইমরাজ কবির মুন বলেছেন:
||
র্যাগ তো বলতে গেলে অল্পের উপর দিয়েই গেসে।
পোস্ট পড়ে মজা পাইসি