নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

!

দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া না!

মুশাসি

আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

মুশাসি › বিস্তারিত পোস্টঃ

শীতার্তদের পাশে ‘সমানুপাতিক’: সহ ব্লগারদের প্রতি এগিয়ে আসার আহ্বান

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৫



এই ব্যানারে ব্যবহার করা সবগুলো ছবি আমাদের গতবার

তানোরে দেওয়া শীতবস্ত্র প্রোগ্রামের।




আপডেট ৪-

মোট ১৭৫০ টি কম্বল এবং প্রায় অর্ধশতাধিক বস্তা পুরোনো ও নতুন শীতের কাপড় বিতরন করতে পারবো আমরা এ বছর। আলহামদুলিল্লাহ।



আমরা বিতরন শুরু করতে যাচ্ছি। নিম্নলিখিত দিন ও স্থানগুলোতে বিতরন হবে:



১৩ ডিসেম্বর আমরা যাবো রাজশাহীর মোহনপুর উপজেলার কেশর হাট পৌরসভার গ্রামগুলোতে। মোট ৪৫০ দরিদ্র পরিবারকে শীতের কম্বল প্রদান করা হবে। এদের মধ্যে ৫০ টি দরিদ্র মুক্তিযোদ্ধা পরিবারও রয়েছে।



১৪ ডিসেম্বর যাবো কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীদের মাঝে। প্রায় ১৫০ জন প্রতিবন্ধীর মাঝে চলবে বিতরন।



১৬ ডিসেম্বর পুঠিয়া উপজেলার জামনগর গ্রামে। ৫০০ টি কম্বল দেওয়া হবে। সেই সাথে দেওয়া হবে শীতের কাপড়।



বাকি কম্বল আরেকটি পৌরসভা ও রাজশাহী শহরের অসহায় মানুষদের মধ্যে বিতরন করা হবে।





আপডেট ৩-

আমরা আমাদের বিতরন শুরু করতে যাচ্ছি আগামী ১৩ ই ডিসেম্বর।



আপডেট ২-

আমাদের সরেজমিনে ঘুরে বিতরনের স্থান হিসেবে কিছু স্থান নির্ধারণ করেছি-

১) পুঠিয়া উপজেলার জামনগর ইউনিয়ন এর গ্রামগুলোতে

২) মোহনপুর উপজেলার কেশর হাট পৌরসভার গ্রামগুলোতে ৩) রাজশাহী শহরের শীতার্ত মানুষের মাঝে

৪) রাজশাহী শহরের প্রতিবন্ধীদের মাঝে

৫) চাঁপাই নবাব গঞ্জের চর এলাকাগুলোতে



আপডেট ১-

আমাদের এই ইভেন্ট শুরু করার পর ১ মাস পূর্ণ হয়েছে। এক মাসে আপনাদের সকলের সহযোগিতায় সংগ্রহ হয়েছে ২,৬৩,৭৬৭ টাকা ও পেপলে এসেছে ৭৭০ ডলার। প্রথম থেকেই সারাদেশে আমরা অনলাইন ও অফলাইন দুই যায়গাতেই সমানভাবে সক্রিয় থাকার চেষ্টা করেছি।



আমরা সব মিলিয়ে এখন পর্যন্ত ৫০ বস্তা পুরনো কাপড় সংগ্রহ করেছি। আশা করছি, এই সংখ্যাটা ৮০-৯০ এর কাছাকাছি চলে যাবে খুব শীঘ্রই।



১৫০০ পরিবারকে কম্বল বিতরনের প্রাথমিক লক্ষ্য আমাদের। আশা করি আমরা সংখ্যাটা আরো বাড়াতে পারবো।







উত্তরবঙ্গের শীত সম্পর্কে সম্ভবত সারা বাংলাদেশের মানুষের ধারনা আছে।যেখানে শীতকালে বৃষ্টির পানির মত কুয়াশা পড়ে। তীব্র শীতে স্থবির হয়ে যায় সব কিছু। শীতকালের প্রস্তুতি হিসেবে এখনই গরম জ্যাকেট, মোটা কম্বল গুলো বের করে রাখা শুরু করেছি আমরা। কিন্তু জানেন কি?? কোনমত একটা চাদর গায়ে দিয়ে শীতটা পার করেন এখানকার অনেক গরীব মানুষ!!! বিশ্বাস করতে পারবেন না, এখানকার অনেক অভাবী মানুষ আছে যাদের একটি গরম কাপড় ও নেই। আপনি যখন গরম কাপড় চড়িয়ে চা কিংবা কফির কাপ হাতে নিয়ে শীত উপভোগ করেন তাঁরা তখন সামান্য আগুনের খোঁজ করে উষ্ণতা পাবার আশায়। আর শহরের চেয়ে গ্রামের অবস্থাটা আরো করুন!



গতবছর আমরা ২ হাজারের উপরে শীতার্ত মানুষকে সহায়তা করেছিলাম।




আবারো মাঠে নামতে যাচ্ছে শীতার্তদের পাশে দাড়ানোর জন্য, উদ্দেশ্য এক হাজার কম্বল বিতরন। সেই সাথে তিন হাজার জনকে পুরোনো কাপড়। তাই আপনাদের সাহায্য একান্ত প্রয়োজন।



এগিয়ে আসতে পারেন আর্থিক সাহায্য দিয়ে কিংবা আপনারা অনেকে হয়তো কিছু কাপড় জমিয়ে রেখেছেন বা গ্রুপ করে এই কাজগুলো করে থাকেন।তারা আমাদের মাধ্যমে কাপড় বিতরন করতে চাইলে যোগাযোগ করুন।



আমরা আগামী ১৬ ডিসেম্বর থেকে রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলগুলোতে এগুলো বিতরন করবো।




গতবার আমরা রাজশাহীর তানোরের দরিদ্র মানুষের মাঝে কাপড় বিতরন করেছিলাম।



আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানাঃ



বিকাশ নাম্বারঃ

১) ০১৬৭২৪১১৪৮৭ ( পারসোনাল নাম্বার)

২) ০১৭৫৫১০৭৯৮৭ ( পারসোনাল নাম্বার)



প্রবাসী ভাই বোনদের জন্যে আমাদের পেপাল অ্যাকাউন্টঃ

[email protected]

যারা পাঠাবেন প্লীজ তাঁরা অবশ্যই সাবজেক্টে এইটা লিখবেন " Somanupatic Fund"।



ব্যাঙ্ক অ্যাকাউন্টঃ

Account name: HASAN MD. ASHIQUR RAHMAN

ACCOUNT NUMBER:4202427791300

SWIFT CODE: ABBLBDDH

AB BANK, RAJSHAHI BRANCH , BANGLADESH



আমাদের ফেসবুক ইভেন্ট লিংক- ক্লিক করুন

যারা পুরোনো কাপড় পাঠাতে চান তাঁরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।



বিশেষ অনুরোধঃ


১)বিকাশ করার পর অবশ্যই ঐ নাম্বারে ফোন দিয়ে কনফার্ম হয়ে নিবেন। প্রতিদিন আমাদের কাছে আশা টাকার পরিমান ও উৎস জানতে ক্লিক করতে পারেন গুগল ডকের এই লিঙ্কেঃ http://goo.gl/7OTB8M



২) অনুগ্রহ পূর্বক আপনার বন্ধু কিংবা আত্নীয় স্বজন কে জানাবেন আমাদের ইভেন্টের কথা। চেষ্টা করবেন যেন আপনার কাছের কেউ একটু হলেও কন্ট্রিবিউট করে।



আমাদের ইভেন্টে এখন পর্যন্ত ক্যাশ এসেছে ১,৮৮,০৪৭ টাকা ও পেপলে রয়েছে ৭৪২ ডলার। আমাদের লক্ষ্য প্রায় ১৫০০ শীতার্তকে কম্বল দেওয়া।






আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। “একটি শীতবস্ত্র হোক, একজন অসহায় শীতার্ত মানুষের অস্ত্র”





যে কোন জায়গা থেকে অর্থ সহায়তা ও শীতবস্ত্র দিতে যোগাযোগ করুনঃ




ঢাকা- মাসুদ রানা- 01618274058

চট্টগ্রাম- রায়হান নওশাত- 01674451455

রাজশাহী- মবিন- 01680527214

খুলনা- অনিক- 01965409747

সিলেট- মারুফ আহমেদ - 01838098392



ঢাকা ভার্সিটি, AIUB, তে আমাদের একটা টিম কাজ করছে।



...দেশের অন্য যে কোন ভার্সিটিতে ক্যাম্পেইন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস সরবরাহ করবো।



আমরা কারা??




সমানুপাতিক A Voluntary Group of RUETians - আমাদের পূর্বে করা ইভেন্টগুলো দেখতে পারেন অফিসিয়াল পেজের এবাউট এ গিয়ে।



গতবছরের বিতরনের কিছু ছবি-

























বিভিন্ন মিডিয়াও এগিয়ে এসেছে আমাদের কার্যক্রমেঃ



বাংলা নিউজ



কালের কন্ঠ



ডেইলি বাংলানিউজ২৪



ইউরো বিডি নিউজ



যে কোন প্রয়োজনে যোগাযোগঃ



ব্লগার মুশাসি- মোঃ শাহজাহান সিরাজ(ইটিই ০৮, রুয়েট) - 01741076781



ব্লগার ব্লেজিং ফয়সাল- এন ফয়সাল আহমেদ (মেকানিক্যাল ০৯, রুয়েট) -01672411487



ব্লগার আশিকুর রহমান অমিত (মেকানিক্যাল ০৯, রুয়েট) -01715841459




সহ ব্লগারদের এগিয়ে আসার উদাত্ত আহ্ববান জানাচ্ছি। আসুন এই ১৬ ই ডিসেম্বর, বিজয় দিবসে আমরা কিছু অসহায় শীতার্ত মানুষের হয়ে শীতকে জয় করি।



সামহ্যোয়ার ইন ব্লগের ব্লগারদের উদ্দ্যোগে আরো কয়েকটি শীতবস্ত্র কালেকশনের ইভেন্ট চলছে। ব্লগ লিংকগুলো এখানে দেওয়া হলো। যদি কোনো ইভেন্ট বাদ পরে যায়, তবে কমেন্টে লিংক দেওয়ার অনুরোধ থাকলো।



সামহোয়্যারইন... ব্লগ এর ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রম'১৩



একদল উদ্দীপ্ত তরুণ ও সম্ভাবনা - শীতবস্ত্র বিতরণ ২০১৩-১৪



আসুন, সম্মিলিতভাবে শীতার্তদের পাশে দাঁড়াই :: শীতবস্ত্র বিতরণ কার্যক্রম



সামহোয়্যারইন ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম'২০১৩



সামহোয়্যারইন ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম'২০১৩







মন্তব্য ১২৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (১২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৪৬

অপরাজিত একজন বলেছেন: ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ এগিয়ে আসবো । আল্লাহ সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করুন আমীন ।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:০২

মুশাসি বলেছেন: আমীন। অনেক ধন্যবাদ ভাইয়া। সবাই মিলে আমরা শীতকে জয় করবো ইনশাআল্লাহ।

২| ২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন:




সহ ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি।

২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৫

মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। সহ ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৩

আশিকুর রহমান অমিত বলেছেন: দৃষ্টি আকর্ষন করছি সহ ব্লগারদের। আসুন সবাই মিলে দাঁড়ায় শীতার্তদের পাশে।

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

মুশাসি বলেছেন: ধন্যবাদ অমিত। আশা করি কাজটা সবাই মিলে খুব ভালোভাবেই শেষ করতে পারবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

গেরিলা রুমি বলেছেন: সমানুপাতিকের সাথে আছি, থাকবো :) :)

প্রাউড টু বি অ্যা রুয়েটিয়ান :) :)

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

মুশাসি বলেছেন: ধন্যবাদ রুমি। কিপ ওয়ার্কিং।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ভাই অবশ্যই,যেভাবেই হোক..আপনাদের সাথে থাকার চেষ্টা করবো।

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

মুশাসি বলেছেন: নাজমুল ভাই, আশা করি শীঘ্রই যোগাযোগ হবে।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

স্বপনচারিণী বলেছেন: আর্থিক সাহায্য হয়তো করতে পারবোনা। তবে পোশাক দিয়ে সাহায্য করার জন্য যোগাযোগ করবো।

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২০

মুশাসি বলেছেন: যে কোন জায়গা থেকে অর্থ সহায়তা ও শীতবস্ত্র দিতে যোগাযোগ করুনঃ

ঢাকা- মাসুদ রানা- 01618274058
চট্টগ্রাম- রায়হান নওশাত- 01674451455
রাজশাহী- মবিন- 01680527214
খুলনা- অনিক- 01965409747
সিলেট- মারুফ আহমেদ - 01838098392

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২১

মুশাসি বলেছেন: পাশে এসে দাড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

বেকার সব ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ এগিয়ে আসবো । আল্লাহ সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করুন আমীন ।

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। আশা করি খুব শীঘ্রই যোগাযোগ হবে।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ভাই,আমি সিভিল'১০,রুয়েট ....আপনি আমাকে তুই করে বলতে পারেন।

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

মুশাসি বলেছেন: শিওর শিওর। মন লাগায় কাজ করে যা। লক্ষ্য পূরন হতে এখনো বেশ খানিকটা পথ বাকি।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

মোঃ ইসহাক খান বলেছেন: মহতী উদ্যোগ সফল হোক।

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬

মুশাসি বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ ইসহাক ভাই। ভালো থাকুন নিরন্তর।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ভাই,অবশ্যই। আছি এবং থাকবো ইনশাল্লাহ।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩১

মুশাসি বলেছেন: ধন্যবাদ নাজমুল

১১| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:



পোস্টটি ইস্টিকি করার অনুরোধ করছি ব্লগ কর্তৃপক্ষের প্রতি।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৩

মুশাসি বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই, আশা করি সামু মডারেটরগন দৃষ্টি দেবেন।

১২| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উদ্যোগ সফল হোক।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৫

মুশাসি বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

আমিনুর রহমান বলেছেন:




অসাধারণ উদ্যোগ।

পোষ্ট স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৫

মুশাসি বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ভাই, আশা করি সামু মডারেটরগন দৃষ্টি দেবেন।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮

গেরিলা রুমি বলেছেন: পোস্ট স্টিকি করা হোক।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৬

মুশাসি বলেছেন: আশা করি সামু মডারেটরগন দৃষ্টি দেবেন।

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উদ্যোগ। শুভকামনা থাকলো ।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৬

মুশাসি বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ ভাইয়া।

১৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪০

এ.আর দিপু হাসান বলেছেন: অনেক ভাল একটা উদ্যোগ । এর জন্য ধন্যবাদ ।

২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

মুশাসি বলেছেন: ধন্যবাদ দিপু ভাই। আশা করি পাশেই থাকবেন

১৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

ড. জেকিল বলেছেন: স্টিকি করলে সবার দৃষ্টি আকর্ষনের সুবিধা হতো।

আপনারদের উদ্যোগ সফল হোক। করুনায় নয়, ভালোবাসায় বাচুক মানুষ। সবাই আমরা কষ্টগুলোকে ভাগাভাগি করতে শিখি।

ভালো থাকবেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০

মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ ড. জেকিল। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। পোষ্টটি স্টিকি হয়েছে। সামু কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।

আমরা শীতার্তদের কষ্টগুলোকে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে সফল হবো ইনশাল্লাহ।

১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

জানা বলেছেন:

উদ্যোগটির জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অতীতেও ব্লগাররা অত্যন্ত আন্তরিকতার সাথে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। উত্তর বঙ্গসহ নানান জায়গায় শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা চেষ্টায় মানবিকতায় সত্যিকারের ভালবাসা এবং দায়িত্ববোধের উদাহরণ রেখেছে এই সামহোয়্যার ইন ব্লগসহ বিভিন্ন প্ল্যাটফর্মের ব্লগাররা। যার যার সাধ্যমত আমাদের সবারই এগিয়ে আসা উচিত। সে ক্ষেত্রে কেবল অর্থই নয়, ব্যবহার করা হয়ে ওঠেনা বা আর দরকার নেই অথচ যত্ন করে রাখা আছে এমন গরম কাপড়, শাল, কম্বল, জ্যাকেট ইত্যাদি কিংবা শিশুদের সে কাপড়গুলো ছোট হয়ে গেছে বা তেমন ব্যবহার করার সুযোগ হয়নি সেসবও পরিষ্কার করে, গুছিয়ে দরিদ্র-অসহায় শীতার্ত মানুষের জন্য দেয়া যেতে পারে। এখানে কেউ কেউ আছেন যারা বিভিন্ন গার্মেন্টস/বাইং হাউসের সাথে জড়িত বা পরিচিত তাঁরাও বিষয়টি বিবেচনা করে দেখতে পারেন। সবার প্রচেষ্টা অব্যাহত থাকুক, সফল হোক।


@ মুশাসি,

এখানে ইতিমধ্যে এই সংক্রান্ত আরও কিছু পোস্ট আমাদের নজরে এসেছে। আশা করি আপনিও লক্ষ্য করেছেন। এই পোস্টে অন্যন্য সংশ্লিষ্ট পোস্টগুলির লিঙ্ক সংযুক্ত করার অনুরোধ করছি। যাতে সবাই এই মঙ্গল জনক উদ্যোগগুলো একসাথে দেখতে পান এবং অংশ নিতে পারেন।
ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০

মুশাসি বলেছেন: প্রথমেই সামু কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পোষ্টটি স্টিকি করে সকল ব্লগারদের নজরে আনার জন্য।

আপু, আমি যত দ্রুত সম্ভব এই প্ল্যাটফর্মে শীতবস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে আসাসবগুলো পোষ্ট এর লিংক সংযুক্ত করছি।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

মুশাসি বলেছেন: আপু, আমাদের এই প্ল্যাটফর্ম থেকে অতীতে অনেক ভালো ভালো প্রচেষ্টা সাফল্যের মুখ দেখেছে। যেসব ব্লগার তাদের অক্লান্ত পরিশ্রমে এই কাজগুলোকে সফল করেছেন, অসহায়ের পাশে গিয়ে দাড়িয়েছেন, তাদের মুখে হাসি ফুটিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা। তারাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের হাতে আর দশ দিন আছে। আমরা গত এক মাসের অনলাইন এবং অফলাইনের কার্যক্রমে আমাদের লক্ষ্যের কাছাকাছি পৌছে গিয়েছি। আশা করি বিজয় দিবসে আমরা কিছু অসহায় শীতার্তদের হয়ে শীতকে জয় করে দেখাবো। সবার পরামর্শ ও শুভকামনা প্রত্যাশা করছি।

১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

আমিনুর রহমান বলেছেন:




সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ পোষ্ট স্টিকি করে সকল ব্লগারদের নজরে আনার জন্য।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১

মুশাসি বলেছেন: আপনাকেও পাশে থাকার জন্য এবং স্টিকি করার দাবী জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আমিনুর ভাই

২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক শুভকামনা রইলো !

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২

মুশাসি বলেছেন: ধন্যবাদ অভি ভাই। জানি পাশেই পাবো আপনাকে।

২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১

পরিবেশ বন্ধু বলেছেন: সময় উপযোগী ভাল পদক্ষেপ
মানুষ মানুষের জন্য
সেবার ব্রত লয়ে যারা করে কাজ
জীবন হোক তাদের ধন্য

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

মুশাসি বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ। আশা করি পাশেই পাবো।

২২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ধন্যবাদ ব্লগার মুশাসি আপনাদের এই মহৎ উদ্যোগের জন্য।


সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ পোষ্ট স্টিকি করে সকল ব্লগারদের নজরে আনার জন্য।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

মুশাসি বলেছেন: ধন্যবাদ পলাশ ভাই। দোয়া করবেন যেনো আমরা সফল হই।
অভিজ্ঞতার সবটুকু কাজে লাগিয়ে যেনো তাদের কাছে সাহায্য পৌছে দিতে পারি, যারা আসলেই নিদারুন কষ্টে শীত পার করছে।

২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯

অ রণ্য বলেছেন: চট্টগ্রামের একদল উদ্দীপ্ত তরুণ দুস্থ ও অসহায় মানুষের সহায়তা ও তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ শুরু করেছে, এবং ২০১২ সালে কার্যক্রম শুরু করার পর ইতিমধ্যেই তারা বেশ কিছু জনসেবামূলক কার্যক্রমের আয়োজন করেছে, যার মধ্যে গণসচেতনামূলক র‌্যালী, শীত বস্ত্র বিতরণ, সবার জন্য ঈদে নতুন জামা ইত্যাদি উল্লেখযোগ্য,যা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। এরা আরও অনেক কিছু নিয়েই ভাবছে, কিন্তু শেষ অব্দি যা হয়, যথাযথ প্রেরণা ও সহযোগিতার অভাবে একসময় সব হারিয়ে যায়। এছাড়াও রয়েছে আভ্যন্তরীণ কোন্দল, যা এইসব কার্যক্রমকে নানাভাবে ব্যাহত করে। বর্তমানে দেশের চরম অস্থিতিশীল পরিবেশ ও রাজনৈতিক ডামাডোলের কারণে এবার যেন দুস্থ ও অসহায় মানুষের কথা চাপা পড়ে গেছে, নতুবা প্রতিবছর এ সময় সারাদেশে শীতবস্ত্র বিতরণের দারুণ আয়োজন জোরোসোরেই শুরু হয়ে যায়।

দেশের এই দারুণ পরিস্থিতিতেও তরুণের এই দলটি ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে, এবং পরবর্তী কার্যক্রম সুষ্ঠভাবে পচিারলনার জন্য ফান্ড ক্রাইসিসে ভুগছে। এখন আমরা চাইলেই পারি এদের তথা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে, কেন না খুব বেশি অর্থ এদের প্রয়োজন নেই।

তাই সবাইকে অনুরোধ করছি, এদের উদ্বুদ্ধ করতে এবং সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে। আর কেউ যদি এদের জন্য একটি স্পন্সর জোগাড় করে দিতে পারেন, তবে হয়ত আরও সুষ্ঠ ও সুন্দরভাবে এরা তাদের এইসব কার্যক্রম সমাধা করতে পারত। এ আমার চিরকালীন বিশ্বাস, শেষ অব্দি কেবল তরুণরাই পারে সমাজ তথা পৃথিবীর সার্বিক রূপ বদলে দিতে।

যোগাযোগঃ
Imam Hossain - 01816 910747
Imtiaj Uddin Jehad - 01838 252612
Sabbir Ahmed - 01676 074359
Adnan Mahmud - 01830 138181


Shining Youth Club Chittagong (SYCC)
Webpage: https://www.facebook.com/syccbd?ref=br_tf

Center for Leadership Assistance and Promotion (CLAP)
Webpage: https://www.facebook.com/clapbd

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

মুশাসি বলেছেন: ভাইয়া, শুভকামনা রইলো। আমাদের সবার লক্ষ্য এক। আপনাদের ইভেন্টের লিংক সহ বিস্তারিত লিখে সামুতে একটা ব্লগ দেন। তারপর সেই লিংকটা আমাকে দিলে আমি ইভেন্ট লিস্টে এড করে দিলে খুব ভালো হবে।

২৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

মেহেদী হাসান মানিক বলেছেন: ধন্যবাদ এই মহতী উদ্যোগের আপনাদের পাশে থাকার ইচ্ছা রাখি

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ মানিক ভাই, জানি পাশেই পাবো আপনাকে।

২৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১

শামিম৯৩০০৭ বলেছেন: টিক বলেছেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

মুশাসি বলেছেন: ধন্যবাদ

২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন:


পোষ্ট স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ!!

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

মুশাসি বলেছেন: সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ!! আশা করি আপনাকে পাশেই পাবো।

২৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

এম মশিউর বলেছেন: এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই।

সমানুপাতিক- এর কার্যক্রম সফল হোক।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

মুশাসি বলেছেন: মশিউর ভাই ধন্যবাদ।

ভালো থাকবেন নিরন্তর।

২৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

মশিকুর বলেছেন:
উদ্যোগ সফল হোক।।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

মুশাসি বলেছেন: ধন্যবাদ মশিকুর। পাশে চাই আপনাকে

২৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯

খাটাস বলেছেন: আছি এবং থাকবো ইনশাল্লাহ। পোষ্ট স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ!!

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৩০| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

উড়ুউড়ু বলেছেন: স্টিকি করার জন্য সামুকে ধন্যবাদ....

'সমানুপাতিক' এর জন্য শুভকামনা.......

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

মুশাসি বলেছেন: ভলান্টিয়াররা সবাই কাজ করতে ভালোবাসে। তাদের মধ্যে দেশকে কিছু দেওয়ার প্রতিজ্ঞাটা টের পাওয়া যায়। এগিয়ে যাওয়ার জন্য আর বেশি কিছু লাগে না।

আপনাকে ধন্যবাদ

৩১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

একজন আরমান বলেছেন:
মানবতার জয় হোক।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২১

মুশাসি বলেছেন: ধন্যবাদ আরমান ভাই। আমি আপনাদের ইভেন্টটির লিংকও এড করে দিয়েছি। আপনাদের বিতরণ আমার জেলায়। আমি সাধ্যমতো চেষ্টা করবো সাথে থাকার।

৩২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই ভালো একটা উদ্যোগ। আশা করি সকলেই তার নিজ নিজ সামর্থ অনুযায়ী অংশ নিবে। বিগত সময়ে যারা যারা এই সকল মানবিক কাজে এগিয়ে এসেছিলেন আশা করি তারাও এবার এগিয়ে আসবেন।

এর আগে যেমন দেখেছিলাম শিপু ভাই এই নিয়ে কাজ করেছেন এবার আপনি আরো জোরেসোরে কাজ করছে দেখে ভালো লাগছে।

আজকে একটা মন খারাপ করার দৃশ্য দেখলাম, একজন বৃদ্ধ মানুষ ছিড়া জামাকাপড় নিয়ে ফুটপাতে ঘুমাবার আয়োজন করছে। আমি বিশ্বাস করি আপনার আমার আমাদের সক লের চেষ্টায় একদিন এই দৃশ্য মুছে যাবে। অনেক শুভ কামনা রইল।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা ভাই। পোষ্টটা যে স্টিকি হয়েছে তা আপনিই প্রথম আমার নজরে এনেছেন। অবশ্যই পূর্বতনদের অভিজ্ঞতা আমাদের পাথেয়। আমাদের সকলের কাজের উদ্দেশ্যই এক।

বাংলাদেশ থেকে একদিন আমরা এই হৃদয় বিদারক দৃশ্যগুলো মুছে ফেলতে পারবো এই প্রচেষ্টাতেই আমরা কাজগুলো করে যাচ্ছি। পাশেই থাকবেন। দোয়া করবেন। ভালো থাকুন নিরন্তর।

৩৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫২

নাহিদ রুদ্রনীল বলেছেন: অত্যন্ত ভালো একটি উদ্যোগ। আপনাদের সাথে আছি।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ রুদ্রনীল ভাই। আশা করি পাশেই পাবো।

৩৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৭

সেফানুয়েল বলেছেন: অনেক খুশি হলাম সামু ব্লগ থেকে এধরনে একটি উদ্যোগ নেওয়া হয়েছে বলে। আমার একটা অনুরোধ যে বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড় এও যেন কিছু কম্বল যায়। কারণ আমি এই এলাকায় প্রায় ২বছর ধরে কাজ করছি। এই জেলা হিমালয় পাহাড়ের পাদদেশে হওয়ায় এখানকার লোকজন শীতে অনেক সাফার করে। হাড়কাপানো শীত পড়ে। এখানকার লোকজন অনেক গরীব। এবং প্রতিটি গ্রামেই সর্বনীম্নে ৩-৪ জন প্রতিবন্ধী ব্যাক্তি আছে। প্রতিবছর শীতে কম্বল আসে সরকারী/বেসরকারী ভাবে তা এখানকার চাহিদার চেয়ে খবই কম। তাই আপনাদের কাছে অনুরোধ রাখি যদি সম্ভব হয় তাহলে যেন পঞ্চগড় জেলাতেও কিছু কম্বল বিতরণ করা হয়।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

মুশাসি বলেছেন: আপনার পরামর্শ নিয়ে আমরা আলোচনা করবো। দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন নামে একটা ভাই ব্রাদার ভলান্টারি গ্রুপ পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রামে যাবে। তাই আমরা এদিকটা কাভার দেওয়ার চেষ্টা করছিলাম। যদি আমরাও ওই এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নেই তবে আপনার সাথে যোগাযোগ করবো। যোগাযোগের ঠিকানা দিলে খুব ভালো হয়।

৩৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৪

ইমরাজ কবির মুন বলেছেন:
অনেক শুভ কামনা থাকলো ||

০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

মুশাসি বলেছেন: ধন্যবাদ মুন ভাইয়া

৩৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

মাহিরাহি বলেছেন: সাথে আছি

০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

মুশাসি বলেছেন: জানি পাশেই পাবো আপনাকে। যোগাযোগের অপেক্ষায় রইলাম ভাই

৩৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

মদন বলেছেন: ++++++++++++++++++++

০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

মুশাসি বলেছেন: ধন্যবাদ মদন ভাই। আপনাদের এলাকার দিকেও যাবো।

৩৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

আমিনুর রহমান বলেছেন:




আমি কিছু লিঙ্ক দিয়ে গেলামঃ
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আমি এখনই এড করে দিচ্ছি সবগুলো।

৩৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

বেকার সব ০০৭ বলেছেন: পোষ্ট স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ

০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

মুশাসি বলেছেন: ধন্যবাদ বেকার সব। আশা করি আপনাকে পাশেই পাবো

৪০| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক অনেক শুভকামনা........ :)

০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

মুশাসি বলেছেন: ইরফান ভাইয়া, ধন্যবাদ। কিছু কাপড় পাঠিয়ে দাও।

৪১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

তাসজিদ বলেছেন: এগিয়ে যান

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯

মুশাসি বলেছেন: দোয়া করবেন ভাইয়া

৪২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

শহিদশানু বলেছেন: এই মহতী উদ্যোগের জন্য শুভ কামনা রইল। আমার'সহ ব্লগারদের এগিয়ে আসার অনুরোধ করছি ।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

মুশাসি বলেছেন: শহিদ শানু ভাইয়া ধন্যবাদ। পাশেই পাবো আশা করি।

ভালো থাকুন নিরন্তর

৪৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

কে ওখানে বলেছেন: Click This Link

এই ইভেন্ট টা এড বাদ পরেছে

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

মুশাসি বলেছেন: ভাইয়া, ব্লগে একটা পোষ্ট দিয়ে দেবেন? জানাপু এই প্ল্যাটফর্মে আসা ব্লগগুলো এক করতে বললো।

৪৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

এ.আর.রাজ বলেছেন: ফিলিং প্রাউড 'মুশাসি' ভাই।। আশা রাখি আমরা এ মহৎ উদ্দেশ্য নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবো.....

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

মুশাসি বলেছেন: ধন্যবাদ রাজ ভাই। আশা করি আমরা কাজটি প্রতিবারের মতো সুষ্ঠুভাবে সমাপ্ত করতে পারবো।

৪৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

পাঠক১৯৭১ বলেছেন: মনে হয় ভালো কাজ, তবে সন্দেহ আছে!


আজীবন এ সমস্যা থেকে যাচ্ছে; গ্লোবেল ওয়ার্মিং এ সমস্যার সমাধান করবে; আপনারা ভালো লিকেরা তখন মুক্তি পাবেন!!!

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২

মুশাসি বলেছেন: আমার মনে হয় সন্দেহের অবকাশ যাতে না থাকে সেজন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট যোগ করা হয়েছে। এবং এটা একটা সরকারী ভার্সিটির কর্তৃপক্ষের দ্বারা অনুমোদিত সংগঠনের ইভেন্ট। যেটা প্রতিবছর হয়ে আসছে। এরপরও আপনি চাইলেই ভলান্টিয়ার হিসেবে আমাদের সাথে থাকতে পারেন। পুরো বিতরনের সময়টা কাটিয়ে যান রাজশাহীতে।

৪৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

এহসান সাবির বলেছেন: মহতী উদ্যোগ সফল হোক।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫২

মুশাসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। আশা করি পাশেই পাবো।

৪৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৯

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: দুর্বার বাংলা প্রজেক্টের সাথে যুক্ত ছিলাম। :(

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৩

মুশাসি বলেছেন: স্যাড ইমো কেনো? ০৮ এর প্রজেক্টগুলো এবার সম্ভব ছিলো না। কারন পরীক্ষা থিসিস নিয়ে ব্যস্ততা।

৪৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

সিটিজি৪বিডি বলেছেন: সিটিজি৪বিডি
ব্লগার পরিসংখ্যান•পোস্ট করেছেন: ৩৬৫টি
•মন্তব্য করেছেন: ১১৫৪৭টি
•মন্তব্য পেয়েছেন: ৫৭৭৭টি
•ব্লগ লিখেছেন: ৫ বছর ৫ মাস
•ব্লগটি মোট ২৯৭২১৩ বার দেখা হয়েছে



আমার কোন পোষ্ট অনেকদিন ধরে প্রথম পাতায় আসছে না। মেইল করেও কোন উত্তর পাইনি। আশাকরি কতৃপক্ষ একটু দেখবেন।

৪৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০২

শিপু ভাই বলেছেন:
চমৎকার ব্রাদার!!! অনেক অনেক শুভকামনা!!!


স্টিকি করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ!!!


জয় হোক মানবতার!!!
জয় হোক তারুণ্যের!!!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭

মুশাসি বলেছেন: সমানুপাতিক এবছর কাজ শুরুর পরই শুভকামনা জানিয়েছিলেন। অনেক ধন্যবাদ শিপু ভাই।

আমরা কাজটা অনেক দূর এগিয়ে নিয়েছি সেদিনের পর থেকে। লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌছে গেছি।

যেহেতু ভার্সিটি বেইজড সংগঠন এবং গোটা দেশের মানুষের অংশগ্রহনে কাজ করছি বিগত কয়েক বছর ধরে, আশা করি সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এবারের পুরো প্রোগ্রামটাকে সফল করতে পারবো। সাজেশন ও দোয়া চাই।



৫০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

আশিকুর রহমান অমিত বলেছেন: সামুর ব্লগাররা সব সময় ভাল কাজের পাশে থেকেছেন। নিজ উদ্যোগে ভাল কাজ গুলো করেছে্ন। এইবারো শীতেও বিভিন্ন জায়গায় ব্লগাররা এক হয়ে কাজ করছে। আশা করা সকলের প্রচেষ্টার যায় সারা দেশের বেশ কিছু শীতার্ত মানুষ শীত কাটাবে আরামে। সবগুলো ইভেন্ট সফল হোক এই কামনায় করি।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

মুশাসি বলেছেন: সহমত অমিত।

সব ভালো কাজের উদ্দেশ্য একটাই- সারা দেশের বেশ কিছু শীতার্ত মানুষ শীত কাটাবে আরামে।

সবগুলো ইভেন্ট সফল হোক এই কামনা করি।

৫১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অসাধারন উদ্যোগ। অবশ্যই এগিয়ে আসব

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

মুশাসি বলেছেন: ধন্যবাদ শুভ্র। জানি পাশেই পাবো আপনাকে।

ভালো থাকবেন সবসময়।

৫২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০২

সাইনাস বলেছেন: এই মহত্‍ উদ্যোগের জন্য রুয়েটিয়ানদের সাধুবাদ। পাশে থাকার চষ্টা করবো ইনশাআল্লাহ. .

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

মুশাসি বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া। খুব তাড়াতাড়িই যোগাযোগ হবে আশা করি।

৫৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: মানুষের চাইতে নহে কেহ মহিয়ান
সেবার ব্রত লয়ে যারা
দেয় নজরানা হয়ে আর্তহারা
তারাই খাটি মানুষ , গৌরব তাদের জনকল্যান ।।
ধন্যবাদ
লেখক এবং সংশ্লিষ্ট সবাই কে ।।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

মুশাসি বলেছেন: আপনাকে আবারও ধন্যবাদ ভাইয়া।

৫৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০০

ময়না বঙ্গাল বলেছেন: আপনাদের সেবার মানসিকতার উত্তোরত্তর সাফল্য কামনা করি । এমন কর্মকান্ডে জড়াতে চাই। আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমার বাড়ী বিনোদ পুর। ফোনে যোগাযোগ করে প্রত্যক্ষভাবে সময় চাই। সাড়া দিবেন প্লিজ।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০

মুশাসি বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই। অবশ্যই জড়াতে পারেন। উপরে যেওগাযোগের জন্য দেওয়া নাম্বারগুলোর যেকোনো একটাতে ফোন করতে পারেন। খুব ভালো লাগলো আপনার উৎসাহ দেখে।

৫৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

অদৃশ্য বলেছেন:






দারুন কাজ... শতভাগ সফল হোন...



শুভকামনা...

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

মুশাসি বলেছেন: শুভকামনার জন্য অনেক ধন্যবাদ ভাই।

ভালো থাকুন সবসময় :)

৫৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

শামিম৯৩০০৭ বলেছেন: MonE hoy barir kace kew nei!

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

মুশাসি বলেছেন: বোধগম্য হলো না।

ভালো থাকবেন।

৫৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

আমি ইহতিব বলেছেন: দারুণ উদ্যোগ অবশ্যই। শুভকামনা পুরো টিমের প্রতি।

চেষ্টা করবো পাশে থাকার।

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

মুশাসি বলেছেন: ধন্যবাদ ইহতিব আপু। আমরা ১৩ ই ডিসেম্বর বিতরন শুরু করতে যাচ্ছি। দোয়া করবেন।

৫৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২

fagolbaba বলেছেন: bhalo uddog
plz Click This Link

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই

৫৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভালো উদ্যোগ.....
চেষ্টা করবো....

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

মুশাসি বলেছেন: মইনুল ভাই আশা করি পাশেই পাবো। ১৩ তারিখ থেকে আমাদের বিতরণ।

৬০| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

নাসরীন খান বলেছেন: গত বছর অামি পূরানো কাপড সংগ্রহ করে দিয়েছিলাম।অাজমান অান্দালিব ভায়ের মাধ্যমে ।সংগ্রহ করে কার সাথে যোগাযোগ করব ।সুবিধার জন্য লিখে দিচ্ছি অামি সাভারে বি পি -টি সি তে থাকি।

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

মুশাসি বলেছেন: যে কোন জায়গা থেকে অর্থ সহায়তা ও শীতবস্ত্র দিতে যোগাযোগ করুনঃ

ঢাকা- মাসুদ রানা- 01618274058
চট্টগ্রাম- রায়হান নওশাত- 01674451455
রাজশাহী- মবিন- 01680527214
খুলনা- অনিক- 01965409747
সিলেট- মারুফ আহমেদ - 01838098392

৬১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

ভুং ভাং বলেছেন: সবগুলো ইভেন্ট সফল হোক এই কামনা করি।

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

মুশাসি বলেছেন: সকল ইভেন্টের উদ্দেশ্যই এক। উদ্দেশ্য সফল হোক।

৬২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

মো: আবু জাফর বলেছেন: জামনগরে আপনাদের পাশে থাকবো হয়তো ...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.