নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ , মানুষ

জীবনের সব কিছু আললাহর সন্তুষ্টির জন্য

আল মাহদী ফোর্স

কোরান ও নবী পরিবারের আঃ অনুসারী।

আল মাহদী ফোর্স › বিস্তারিত পোস্টঃ

** আহলে বায়েতের(আঃ) প্রতি ভালবাসার সামগ্রিক ফলাফল

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪



রাসুলুল্লাহ(সাঃ) বলেনঃ আল্লাহ যাকে আমার আহলে বায়েতের প্রতি ভালবাসা দান করেন,নিঃসন্দেহে সে পৃথিবী ও পরকালের কল্যানসমুহ লাভ করে এবং কারো এ সন্দেহ থাকা উচিত না যে সে জান্নাতে যাবে না;কেননা আমার আহলে বায়েতকে ভালবাসার ২০টি ফলাফল আছে-এর মধ্যে ১০টি এ পৃথিবীতে এবং ১০টি পরকালে।

দুনিয়ার ফলাফল গুলো হলঃআত্নসঙযম,ভাল কাজের(আমল) প্রতি আকাংখা,ধর্মে আন্তরিকতা,ইবাদাতের প্রতি আগ্রহ,ইন্তেকালের আগে তোবা(অনুতাপ),তাহাজ্জুদ নামাজে আনন্দ পাওয়া,জনগনের সম্পদের প্রতি নির্লোভ হওয়া, মহাক্ষমতাবান ও মহিমান্বিত আল্লাহর আদেশ ও নিষেধসমুহকে মেনে চলা,৯মটি হল-পৃথিবীর প্রতি অবজ্ঞা এবং ১০মটি হল-দানশীলতা।

আর পরকালের ফলাফলগুলো হলঃ ‘আমলনামা(হিসাবের বই) তাঁর সামনে খোলা হবে না,তাঁর জন্য কোন দাড়িপাল্লা স্থাপন করা হবে না,তার আমলনামা ডান হাতে দেয়া হবে,’আগুন থেকে মুক্তি’ এ কথাটি লিখে অনুমতি পত্র দেয়া হবে,তার চেহারাকে উজ্বল (খুশী) করা হবে,তাকে জান্নাতের পোশাক পড়ান হবে,তার পরিবারের ১০০ জনের জন্য তাঁর সুপারিশ গ্রহন করা হবে,মহাক্ষমতাবান ও মহিমান্বিত আল্লাহ তাঁর দিকে রহমতের( দয়া ও মমতার) সাথে তাকাবেন,জান্নাতের মুকুটসমুহ তাঁর মাথায় পরানো হবে এবং ১০মটি এরপর সে জান্নাতে প্রবেশ করবে কোন হিসাব ছাড়াই।অতএব,আমার আহলে বায়েতের প্রতি ভালবাসা পোষনকারীদের (মুহিব্বিন) জন্য সুসঙ্গবাদ।(আল-খিসাল-৫১৫/১;রাওদাতুল ওয়া’ইয়িজিন-২৯৮)।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.