![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*রাসুলুল্লাহ(সাঃ) বলেনঃইসলাম হল অনাবৃত;আর এর পোশাক হল লজ্জা,এর অলঙ্কার হল মর্যাদা,এর ব্যক্তিত্ব হল ন্যায়নিষ্ট কাজ(আমলে সালেহ) এবং এর খুটি হল ধার্মিকতা এবং সবকিছুরই একটি ভিত্তি আছে-ইসলামের ভিত্তি হল আমাদের আহলে বায়েতকে ভালবাসা(আল-কাফী-২/৪৬/২;আল-মাহাসিন-১/৪৪৫/১০৩১;কানজুল উম্মাল-১৩/৬৪৫/৩৭৬৩১)।
**কিয়ামতের দিন প্রথমেই যা জিজ্ঞেস করা হবে
রাসুলুল্লাহ(সাঃ) বলেনঃকিয়ামতের দিন কোন দাস এক পা নড়াতে পারবে না যতক্ষন পর্যন্ত তাকে ৪টি বিষয়ে প্রশ্ন করা হবে-১/তার জীবন সম্পর্কে-কিভাবে সে তা কাটিয়েছে,২/ তাঁর দেহ সম্পর্কে-কিভাবে সে তা কাজে লাগিয়েছে,৩/তার সম্পদ সম্পর্কে-কিভাবে সে তা খরচ করেছে ও কিভাবে তা অর্জন করেছে এবং ৪/ আমাদের আহলে বায়েতের প্রতি ভালবাসা সম্পর্কে(আল-মু’জাম আল-কাবীর-১১/৮৪/১১১৭৭;আল-মু’জাম আলা-আওসাত-৯/১৫৫/৯৪০৬)।
©somewhere in net ltd.