![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা শহরের অনেক পরিবার আছে যাদের নিয়মিত বেশ পরিমানে ঔষধ কিনতে হয়। কিন্তু নানা ব্যাস্ততা ও যাতায়াতের অসুবিধার কারনে তাঁদের পক্ষে এই ঔষধ কেনা অনেক সময় কষ্টসাধ্য হয়ে পরে। আমাদের ফোকাস গ্রুপ হল এমন সব পরিবার যারা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী প্রতিদিন/নিয়মিত একটি নির্দিষ্ট পরিমানে ঔষধ সেবন করেন। তারা সাধারনত মাসে বা সপ্তাহে অনেক টাকার ঔষধ লাজফার্মা টাইপের দোকান থেকে একসাথে কিনে থাকেন। এখন থেকে এই ধরনের পরিবারের সদস্যরা আমাদের মাধ্যমে ঢাকা শহরের যেকোনো প্রান্ত থেকে ঘরে বা অফিসে বসে ঔষধের হোম ডেলিভারি পেতে পারেন। অর্ডার দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমরা আপনার বাসা অথবা অফিসে গিয়ে আপনার চাহিদা মত ঔষধ সরবরাহ করি। আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব ডেলিভারি দেয়া। ঔষধের প্যাকেটের গায়ে লেখা সর্বচ্চ খুচরা মূল্যের (এমাআরপি)অতিরিক্ত যাতায়াত ভাড়া বাবদ ৫০ টাকা চার্জ করে থাকি। পাড়া বা মহল্লার দোকানগুলো প্রায় ৫% কমিশন দিলেও, সেখানে সব রকমের ঔষধ সবসময় পাওয়া যায় না। কিন্তু বড় দোকানগুলোতে আজকাল কমিশন দিতে চায় না। এখন আমরা নতুন শুরু করেছি, আমাদের কোন দোকান নাই; আমরা কয়েকটি বড় দোকানের সাথে কথা বলেছি তারা আমাদেরকে ৫-৮% কমিশনে ঔষধ দিতে রাজি হয়েছে। আমাদের তেমন বড় কোন পুঁজিও নাই যে বাসায় ঔষধ কিনে স্টক করে তারপর সেল করবো। তাই আপাতত আমরা এমআরপি এর নিচে দাম রাখতে পারছি না। আর এক্সপাইরি ডেট অবশ্যই দেখিয়ে নিব। কিছুদিন পরে যাতায়াত ভারাটাও উঠিয়ে দিব ইনশাল্লাহ। অর্ডার এর মূল্য সর্বনিম্ন ২০০০ টাকা হলে ভালো হয়।ঔষধ হাতে পাওয়ার পরে আমাদেরকে হাতে হাতে নগদ মুল্য পরিশোধ করতে পারবেন।
অর্ডার দিতে যোগাযোগ করতে পারেন ঃ
+৮৮০১৭১৫২১৮৭৮৯ বা +৮৮০১৮১৭১৮২৪০২
ইমেইলঃ [email protected] অথবা [email protected]
আমাদের ফেসবুক পেইজঃ Home Delivery Medicine in Dhaka, Bangladesh
আমরা নতুন উদ্যোগ নিয়েছি, কয়েকটা অর্ডার সফলভাবে সম্পন্ন করার পরে আমাদের টার্ম ও কন্ডিশন গুলো রিভিউ করবো ইনশাল্লাহ। আমাদের এই নতুন যাত্রায় আপনাদের মতামত, উপদেশ ও সহযোগিতা চাই। সবাই সুস্থ থাকুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১
এরোস্পেশিয়ান বলেছেন: ঢাকার বাইরে এখনো চেষ্টা করিনি, তবে এক্ষেত্রে যাতায়াত ভাড়ার পরিবর্তে কুরিয়ারের চার্জ প্রযোজ্য। তাতে কি আপনার পোষাবে ভাই? যদি পোষাই তবে আমাদেরকে অর্ডার দিতে পারেন।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০৮
সমকালের গান বলেছেন: ভাল উদ্যেগ। আপনারা নতুন বাজারে ফ্রি এ্যাড দিতে পারেন।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:১১
বোকা_ছেলে বলেছেন: প্রেসক্রিপশন যাচাই করাটা গুরুত্ব পুর্ন। এবং ডাটা মেইনটেইন করা। যাতে ক্রাইম হলে সঠিক তথ্য পাওয়া যায়।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:১৮
এরোস্পেশিয়ান বলেছেন: @ বো-ছেলে- ধন্যবাদ ভাই, আপনার আইডিয়াটা মাথায় রাখবো ইনশাল্লাহ।
@ সমকালের গান- ভাই বিক্রয়ডটকম ও সেলবাজারে এ্যাড দিয়েছিলাম, কিন্তু ওরা রিজেক্ট করলো নীতিমালা বিরোধী বলে; আপনাদের এরকম সমস্যা না থাকলে অবশ্যই দিবো।
৬| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬
shfikul বলেছেন: আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই।
৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৫
এরোস্পেশিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ওষুধ লাগলে আমাদেরকে বলতে পারেন।
৮| ১৮ ই মে, ২০১৩ রাত ৮:২৯
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:০২
তেপান্তর মন বলেছেন: ঢাকার বাইরে কি পাঠানো হয়? আমি খুলনায় থাকি।