নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এরোস্পেশিয়ান

এরোস্পেশিয়ান › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহরে আমরাই দিচ্ছি সবচেয়ে সূলভে ঘরে বসে ঔষধ কেনার সুবিধা: Medicine Home Delivery in Dhaka

২৫ শে মে, ২০১৩ দুপুর ১:০৬

আমাদের মাধ্যমে ঢাকা শহরের যেকোনো প্রান্ত থেকে ঘরে বা অফিসে বসে ঔষধের হোম ডেলিভারি পেতে পারেন। অর্ডার দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমরা আপনার বাসা অথবা অফিসে গিয়ে আপনার চাহিদা মত ঔষধ সরবরাহ করি। আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব ডেলিভারি দেয়া। ঔষধের প্যাকেটের গায়ে লেখা সর্বচ্চ খুচরা মূল্যের (এমাআরপি)অতিরিক্ত যাতায়াত ভাড়া বাবদ ৫০ টাকা চার্জ করে থাকি।আমরা ছাড়া আরো কিছু কোম্পানি আছে যারা এইরকমের সুবিধা দিয়ে থাকে, কিন্তু তারা ১০% সার্ভিস চার্জ নিয়ে থাকে।তাই আমরাই সবচেয়ে সুলভে ভালো ওষুধ সরবরাহ করি।



অর্ডার এর মূল্য সর্বনিম্ন ২০০০ টাকা হলে ভালো হয়।ঔষধ হাতে পাওয়ার পরে আমাদেরকে হাতে হাতে নগদ মুল্য পরিশোধ করতে পারবেন।



অর্ডার দিতে যোগাযোগ করতে পারেন ঃ



+৮৮০১৭১৫২১৮৭৮৯ বা +৮৮০১৮১৭১৮২৪০২

ইমেইলঃ [email protected] অথবা [email protected]



আমাদের ফেসবুক পেইজঃ Home Delivery Medicine in Dhaka, Bangladesh

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৩ দুপুর ২:৪৯

বহুরুপি জীবন বলেছেন: ২০০০ টাকার ঔষধ কি মানুষ একবারে কেনে?

ঘরে বসে মানুষ এর ২০০০ টাকার ঔষধ লাগেনা । সিরিয়াস কিসু হলে তখন কেনে , কিন্তু তখন সে হসপিটালে ।আর যখন সে হসপিটালে তখন তার হোম ডেলিভারির দরকার নাই । হসপিটালের নিচে নামলেই ঔষধ পাওয়া যাবে।

ঘরে বসে মানুষ এর ঔষধ লাগে কেমন ? তারাতাড়ি ১ পাতা প্যারাসিটামল। বা ১ পাতা এন্টাএসিড বা ৫ টি ওরস্যালাইন ।

কিছু মনে করবেন না , আমি জাস্ট বোঝার চেস্টা করছি বিজনেস আইডিয়া টা কতটুকু কাজের ????

২| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৫:০০

পাস্ট পারফেক্ট বলেছেন: পাতলা বেলুন কি সাপ্লাই দিতে পারবেন? আমি বুঝি না এই বেলুন কেন শুধু ফার্মাসিতেই পাওয়া যাবে? পান-বিড়ির দোকানে কেন যাবে না?

৩| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৫:০৬

যোগী বলেছেন: গভির রাত ছাড়াতো আপনাদের ঔষধের কারো দরকার হওয়ার কথা না। অন্য সময় মহল্লার ফার্মসিগুলাই খোলা থাকে।

আর একটা কথা আপনাদের এই ঔষধ ডেলিভারী কতটা বৈধ, কারন রেজিঃ ডক্টরের প্রেসকিপশন ছাড়া ঔষধ দেয়ার নিয়ম কি আছে?

৪| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:১৭

এরোস্পেশিয়ান বলেছেন: @ বহুরুপী জীবন- ঢাকা শহরের অনেক পরিবার আছে যাদের নিয়মিত বেশ পরিমানে ঔষধ কিনতে হয়। যেমন হার্টের রুগি, ব্লাড প্রেশারের রুগি, কিডনি রুগি ইত্যাদি। এরকম আনেক পরিবার আছে যারা মাসে ৭ থেকে ৮ হাজার টাকারও ওষুধ কিনে থাকে। অনেক প্রবাসী আছে যাদের বৃদ্ধ মা-বাবা দেশে অন্য কোনও ছেলে মেয়ের কাছে থাকেন। তাদেরও অনেক ওষুধ কিনতে হয়। আজকের এই যান্ত্রিক সভ্যতায় অনেকের জন্যই নানা ব্যাস্ততা ও যাতায়াতের অসুবিধার কারনে এই ঔষধ কেনা অনেক সময় কষ্টসাধ্য হয়ে পরে। আমাদের ফোকাস গ্রুপ হল এমন সব পরিবার যারা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী প্রতিদিন/নিয়মিত একটি নির্দিষ্ট পরিমানে ঔষধ সেবন করেন এবং এদের মাসিক বাজেটে ওষুধের জন্য একটি নির্দিষ্ট বাজেট আছে। চারপাশে খোজ নিলেই এরকম অনেক পরিবার দেখতে পাবেন। যাই হোক আপনি আশাকরি এরকম অবস্হায় না পড়েন।

@পাস্ট পারফেক্ট- ২০০০ টাকায় প্রায় ১ বছরের পাতলা বেলুন হবে। অর্ডার দেন, বাসায় পৌছায় দেই। ;)

@যোগী-- আপনার কথা আংশিক সত্যি। " রেজিঃ ডক্টরের প্রেসকিপশন ছাড়া ঔষধ বিক্রয়ের নিয়ম নেই।" ভাই আমরা ওষুধ বিক্রি করছি না, আমরা একজন রুগির প্রেসক্রিপশন অনুযায়ি একটি বড় দোকান (যাদের ওষুধ বিক্রির লাইসেন্স আছে) থেকে ওষুধ কিনে সেই রুগির বাসায় ডেলিভারি দিচ্ছি। এর বিনিময়ে আমরা দোকান থেকে কিছু কমিশন (৩-৫%) পাচ্ছি এবং রুগির থেকে ৫০ টাকা যাতায়াত ভাড়া নিচ্ছি। আপাতত পেটে-ভাতে চলছি, ব্যবসা বাড়লে লাইসেন্স করে নিবো ইনশা আল্লাহ।বাংলাদেশের বর্তমান পরিস্থিতির একটু সুযোগ নিচ্ছি আরকি! আমরা একটি নতুন কনসেপ্ট নিয়ে কাজ শুরু করেছি; আপনাদের সহযোগিতা পাবো আশা করি।

ধন্যবাদ।

৫| ২৬ শে মে, ২০১৩ রাত ৩:৫৩

মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: ভাই কিছু মনে করবেন না আমি আমার এলাকায় ৮% ডিসকাউন্ট পাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.