![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার একটু শান্তি চাই ।
অনেক টাকার শান্তি নয়!
চকচকে গাড়ি, দালান কৌঠা কিংবা নারীর সঙ্গ নয় ;
হারিয়ে যাওয়া কিশোর বেলার সাদা কালো শান্তি চাই ।
আমার একটু শান্তি চাই ।
সমুদ্দুরের আদর ভরা জৌৎস্না মাখা শান্তি চাই।
আমি একটু হাসতে চাই !
যে হাসিতে মাথার ভেতর নিউটনের সূত্র নেই;
Energy আর Mass এ ভরা গোলকধাঁধার হিসেব নেই;
লাখে লাখে কোটি করার জীবন খেলার অঙ্ক নেই !
একটি টাকা সযতনে পকেট পুরার শান্তি চাই।
আমার একটু শান্তি চাই ।
©somewhere in net ltd.