![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদের দিন মেয়ে আমার সবাইকে ও মনা ও মনা বলে ডাকতেছে।
সবাই মনা ডাক শুনে নড়ে চরে বসতেছে, কেউ কেউ আয়নায়, মোবাইলে নিজেকে দেখতেছে সত্যি সত্যি তাকে মনার মত লাগতেছে কিনা।
ব্যাপারটা আমি মোটামুটি এঞ্জয় করতেছি।
মেয়ের মাকে জিজ্ঞেস করলাম মনা শব্দের কাহিনী কি?
সে উত্তর দেয়-
“কার কাছ থেকে শুনছে তো জানিনা”।
“কি বলো ঘটনা তো খারাপ ওর সামনে বাংলা খবর টবর দেখিওনা তখন সবাইরে জঙ্গি জঙ্গি করবে”।
কয়েকদিন ধরে জঙ্গি জঙ্গি খেলায় ঈদের আনন্দটা একপ্রকার টেনশন মিস্রিত হয়ে গেছে।
খালি চোখের সামনে চাপাতি দেখি – নিরীহ কিছু মানুষের লাশ দেখি, জঙ্গি শব্দটা মন থেকে মুছতে পারতেছিনা!
আপাতত মনা শব্দটা জঙ্গিকে কিছুটা ভুলিয়ে দিয়েছে!
আজ ঈদ।
আমার মেয়ের পক্ষ থেকে
সব মনা কে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক!
আমার পক্ষ থেকেও।
পুনশ্চ : আমার মেয়ে হয়তো বুঝতে পারছে জঙ্গি, মিডিয়া,বাবুল,তনু ...মিলে আমরা দেশের মানুষ মোটামুটি মনা হয়েই আছি !!
©somewhere in net ltd.