নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এভুশহীদ

অবাক পৃথিবী !

এভুশহীদ › বিস্তারিত পোস্টঃ

জঙ্গী বনাম বউ !

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৪

জঙ্গী বিষয়টাকে কিভাবে কাজে লাগানো যায় চিন্তা করছি!
ভাবতেছি বউকে বলবো
"ভালবাসা বাড়ায় দেও নইলে জঙ্গী হয়ে যামু!"

জানি,
বউ বিশ্বাস করবেনা !
উল্টা প্রশ্ন করবে -
"তুমি একটা মুরগি জবাই করছো কখনো? না তোমার বন্ধুরা করছে?"

মান সম্মানের প্রশ্ন, আমি কি উত্তর দিবো! :(

একবার এয়ারগান দিয়ে একটা হলুদ পাখি মারছিলাম। দৌড়ায় গিয়ে দেখি লাল রক্তে হলুদ পাখি আর হলুদ পাখি নাই, লাল পাখি হয়ে গেছে!
কষ্ট পাইছিলাম। এর পর আর জীবনে এয়ারগান ধরিনাই।
এয়ারগান দেখলেই একটা লাল পাখি চোখে ভাসে। :|

আচ্ছা জঙ্গীরাতো কোন না কোন Gun ব্যবহার করে, ওদের কি কোন হলুদ পাখির কথা চোখে ভাসে না?
জঙ্গী বন্ধু থাকলে জিজ্ঞেস করতাম!


আপাতত আমার কোন জঙ্গী বন্ধু নাই, ইউনিভার্সিটিরও কেউ নাই।
আফসোস! আমি বউয়ের মুরগী চ্যালেঞ্জ এ ধরা খেয়ে যাচ্ছি।

সুযোগ থাকতো, নর্থ, সাউথ, ইস্ট, মাম্মি, ড্যাডি যে কোন একটা ইউনিভার্সিটিতে একটা কোর্স নিতাম। নিশ্চয় একটা জঙ্গী ফ্রেন্ড, ছোট ভাই, বড় ভাই মিলে যেত!

ইউ কে, ইউ এ ই কোথাও একটা জঙ্গী ট্রেনিং সেন্টার পেলাম না।
সব মালয়েশিয়া সিঙ্গাপুর ...... ।
এখানেও প্রোবাবিলিটি অফ গেটিং এ জঙ্গী দোস্ত অলমোস্ট জিরো পারচেন্ট।

ফ্রেন্ড হেল্প মি !
একটা জঙ্গী বন্ধু দরকার।
ফেসবুকের বন্ধু হলেও চলতো।

বউকে দেখিয়ে বলতাম
"দেখো জঙ্গী বন্ধু নিয়ে আসছি মুরগী-টুরগী না ডাইরেক্ট মানুষ জবাই দিছে,
কমে কম বিশখান, বিশখানই বিদিশি মাল!
কুলুজ ফ্রেন্ড আমারেও যাইতে কয় লগে। শহীদি মৃত্যু - নিশ্চিত বেহেস্ত!"

"ভালু(?)বাসা বাড়ায় দিবা কিনা কউ? মু হা হা হা হা!" :-B

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৯

অরুনি মায়া অনু বলেছেন: এদেখি পুরা লাইলি মজনু কাহিনী | তা ভাই জংগি হবার দরকার কি, মজনু হয়েই তো বেশ আছেন |

১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২২

এভুশহীদ বলেছেন: এ কথা লাইলিকে বুঝাবে কে ? :)

২| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৩

SwornoLota বলেছেন: হার্টফেল করবে।

১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৬

এভুশহীদ বলেছেন: মনে হয় না! তবে জঙ্গী বন্ধু করলে করতে পারে! :) ।। ধন্যবাদ ।

৩| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৯

ঢাকাবাসী বলেছেন: সুন্দর লেখা।

১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৭

এভুশহীদ বলেছেন: ধন্যবাদ । উৎসাহ পেলাম !

৪| ১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

সিগনেচার নসিব বলেছেন: হাজার হলেও বউ বলে কথা

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৭

এভুশহীদ বলেছেন: মু হা হা হা হা!" :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.