নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এভুশহীদ

অবাক পৃথিবী !

এভুশহীদ › বিস্তারিত পোস্টঃ

লাল ক্যানভাস

২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৪

ছোট্ট ছেলে মেয়ে,
যা কিছু চাও আঁকতে পারো লাল রঙটা দিয়ে।

রক্ত পাবে হাতের কাছে, লাল লাল রঙ আশে পাশে,
আকাশ মাটি যা কিছু পাও, সব কিছুকে লাল করে দাও।
কলম বানাও তোমার আঙ্গুল, আঁকতে পারো লাল লাল ফুল,
অন্য রঙে জোস কি আসে বলো?
রক্ত বলে ভয় পেয়োনা রঙ ভাবলেই হলো,
তার চেয়ে ঐ সূর্য টাকেও লাল করে দিই চলো।

মেঘগুলোকে লাল করে দাও, লাল করে দাও নদী,
নোনতা সাগর মিষ্ঠি হবে, লাল করে দাও যদি।
লাল করে দাও পাহাড়টাকে, লাল করে দাও গাছ,
লাল করে দাও সবুজ টিয়ে, চকচকে সব মাছ।

লাল রক্ত জিনিস খাঁটি, অন্য রঙে অনেক ভেজাল-
এগুলোকে ছাড়ো!
দেখিয়ে দেবে রক্ত খাঁটির, লালটা দিয়ে সবটি হবে,
তোমরা সবই পারো।

লাল ছবিতে যখন যাবে দেশটি তোমার ভরে, অনেক গর্ব করে-
সভ্যরা সব চুক্তি করে, অনেক যুক্তি তর্ক করে,
সার্টিফিকেট দেবে তোমায় এবার হলে সভ্য,
- সভ্য হচ্ছ বলেই তোমার রক্ত সহজলভ্য!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৬

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে………/

২| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৭

এভুশহীদ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.