নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার অবিরত চেষ্টায়....

ব্রক্ষ্মলোকের ডাক

হািসব ফাহেমদী

Viewer of the moment.....

হািসব ফাহেমদী › বিস্তারিত পোস্টঃ

মেলবোর্ন ইন্টারন্যাশনাল রিসার্চ স্কলারশিপ

০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১১

মেলবোর্ন ইন্টারন্যাশনাল রিসার্চ স্কলারশিপ

গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার্স করার চিন্তা করছেন এমন শিক্ষার্থীদের জন্য একটি ভালো সুযোগ আছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সির্টিতে। বিশ্ববিখ্যাত এই ভার্সিটি মাস্টার্স শিক্ষাক্রমে গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে স্কলারশিপ অফার করছে। মেলবোর্ন ইন্টারন্যাশনাল রিসার্চ স্কলারশিপ বা এম.আই.আর.এস. নামের এই কার্যক্রমে অংশগ্রহন করতে পারবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও।

সুবিধাদি: দুইবছর বছরের মাস্টার্স শেষ করার পর যারা ডক্টরেট করতে চাইবেন তাদের জন্য বৃত্তির সময়সীমা ছয় মাস বৃদ্ধি করার সুযোগ থাকছে এই কার্যক্রমে। ফুলটাইম শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের লিভিং এ্যলাউন্স প্রতি শিক্ষাবছরে ২৫ হাজার ৮৪৯ ডলার এবং পার্টটাইম শিক্ষাথীদের জন্য ১২ হাজার ৯২৪ ডলার। থিসিস এ্যালাউন্সে পরিমানও কম নয়। মাস্টার্সের একজন শিক্ষার্থী থিসিসের জন্য ৪২০ ডলার এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮৪০ ডলার। মেলবোর্ন শহরটি ভিক্টোরিয়া স্টেটে অবস্থিত। ভিক্টেিরয়া স্টেটের বাইরে থেকে যারা পড়াশুনা করবেন তাদের জন্য দুই হাজার ডলার থাকছে যাতায়াত খরচের জন্য। মোট স্কলারশিপ ১৫০টি।

যোগ্যতা: অস্ট্রেলিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট এমন শিক্ষার্থী ছাড়া বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। চার বছরের অনার্স কোর্সে প্রথম বিভাগ থাকতে হবে। গবেষণার মাধ্যমে মাস্টার্স অথবা পিএইচ ডি ডিগ্রী নেয়ার জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটিতে আবেদন করতে হবে।
মেলবোর্ন ইউনিভার্সিটি যেসব কোর্স অফার করে সেগুলোর মধ্য থেকে কোননো একটিতে আবেদন করা যাবে।

সময়সীমা: আবেদপত্র গহণ করা হবে দুই রাউন্ডে। প্রথম রাউন্ডের সময়সীমা ৩১ অক্টোবর আর দ্বিতীয় রাউন্ডের সময়সীমা ৩১ মে।

আবেদন পত্র: আবেদন পত্র পাওয়া যাবে ও ভার্তির অন্যান্য তথ্য পাওয়া যাবে Click This Link:P2_ID:361 এই ওয়েবসাইটে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৬

ঢাকাবাসী বলেছেন: ভাল খবর।

২| ০২ রা জুন, ২০১৫ সকাল ১০:৫২

অব জার ভার বলেছেন: বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি গুলো কিন্তু এই সুবিধা বঞ্চিত

৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

আহমেদ জিসান বলেছেন: স্কলারশীপের আবেদনে বিষয়ভিত্তিক রিসার্চ পেপার থাকার সুবিধা কতটুকু জানালে উপকৃত হব। ধন্যবাদ।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

রাসতান বলেছেন: Many thanks to writer. Hope this Vocabulary collection will help you.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.