![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল ঢেউ
রাতের বেলা যখন আাঁধারে সব ঢেকে আছে, সমুদ্রের নীল পানি জোনাকী পোকার মত জ্বলজ্বল করে জ্বলছে। দৃশ্যটা খুব সুন্দর। এই অদ্ভুত সাগরের পানি দেখা যাবে মালদ্বীপে গেলে। দেশটির একটি অঞ্চলের নাম গাফু ঢালু আতল। এখানে ভাদু নামে ছোট ছোট অনেক দ্বীপ আছে। এসব দ্বীপের তীরে রাতের বেলা সমুদ্ররে পানি নীলচে রঙে জ্বলজ্বল করে। রুপকথার মতো মজার এই দৃশ্যের কারন ডিনোফ্ল্যাগেলাটেস নামের এক ধরনের ফাইটোপ্লাংটন বা আনুবীক্ষনিক জীব। এই ক্ষুদ্রজীব অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নীলচে রঙ ধারণ করে। যে রাতে আকাশে চাঁদ থাকেনা , চারিদিক অন্ধকার, সেই রাতে এই নীল রঙের ঢেই আরও ভালভাবে উপভোগ করা যায়। মালদ্বীপ ছাড়াও ক্যালিফোর্নিয়ার নিউক্যাডিয়া, পুয়ের্তোরিকোর মসকুইটো বে'তে নীল ঢেউয়ের দেখা মেলে। আনুবীক্ষনিক জীবের এই দৃষ্টিনন্দন রঙ পরিবর্তনের কারন আত্মরক্ষা। সমুদ্রের জেলিফিশ, স্কুইড, স্ক্রিল ইত্যাদি প্রাণী থেকে নিজেদের রক্ষার জন্য ফাইটোপ্লাঙটনগুলো নিজেদের রঙ বদলায় আর আমাদের আনন্দ দেয়।
©somewhere in net ltd.