নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আফিফা আফরিন

আফিফা আফরিন › বিস্তারিত পোস্টঃ

প্রসংগ ‪সাকিব‬ আল হাসান

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৫





আমার অসম্ভব পছন্দের একজন খেলোয়াড় সাকিব আল হাসান। এমনিতে খেলাধুলার তেমন একটা ভক্ত না, কিন্তু সাকিব ব্যাট বা বল ধরলে হা করে তাকিয়ে থাকাটা এক সময় অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিলো। আমার কাছে ও ছিলো আবেগহীন রোবটম্যান। সবচেয়ে ভালো লাগতো ও যখন ভালো খেলেও নির্বিকার থাকতো! সেই ছেলেটার মাঝে আমি সর্বপ্রথম আবেগের বহিঃপ্রকাশ দেখেছি এশিয়া কাপে ফাইনালে একটুর জন্য হেরে যাওয়ার পর !



তারপর শুনতাম, সাকিব অমুক করেছে, তমুক করেছে, খুব অহংকারী হ্যান ত্যান ! আরে বাবা ও একটু অহংকারীই না হয় তাতে তোমাদের এতো লাগে ক্যান? আর কেউ আছে যে একটু বাংলাদেশের নাম তুলে ধরতে পারে? আর যেই ছেলেটা এইরকম রোবটম্যান থেকে আস্তে আস্তে বদলে গেল সেই জন্য সে কি একাই দায়ী? বোর্ড দায়ী না? পলিটিক্যাল প্লাস খেলাধূলা সম্পর্কে অর্ধ শিক্ষিত লোকজন (সকলেই না অবশ্যই) যখন বোর্ডের হর্তাকর্তা হয়ে বসে থাকে আর খেলোয়াড়দের যখন তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা হয় তখন তাদের প্রতি খেলোয়াড়দের সম্মান থাকবে এটা ভাবাটা কি বোকামী না?







আজকে বোর্ড বলছেন অন্যান্য খেলোয়াড়রা সাকিবকে ফলো করে আপনাদের কথা শুনছেনা ! কী আজব কথা ! আপনারা বোর্ডের সদস্যরা কি এটা স্বীকার করে নিজেদের ব্যর্থতাই প্রমান করছেন না? প্লিজ নিজেদের ব্যর্থতা খেলোয়াড়দের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করবেন না। সাকিব গ্রিন রুম থেকে চলে যায়, হোটেলের রুম পরিবর্তন করে এইগুলা সাকিবের দোষ হতে পারে, কিন্তু ব্যর্থতা ম্যানেজমেন্টের। সাকিবকে শাস্তি দিলে ম্যানেজমেন্টকেও দেয়া দরকার (হয়েছে কিনা আমার জানা নেই)। মনে রাখবেন সন্তানের সাফল্য এবং ভুলের ভাগিদার বাবা মাও !



আর সাকিবের অ্যান্টি ফ্যান দের বলছি , ভাইরে সাকিব কয় টাকা কামায়, কোথায় খরচ করে, কিভাবে খরচ করে সেইগুলা আপনাদের এতো লাগে ক্যান? বাঙ্গালির বারা ভাতে ছাই দেয়ার অভ্যাস ত্যাগ করেন। নিজেদের কাজটা ভালোভাবে করেন একদিন আপনিও খরচ করতে পারবেন !

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৩

Ali Khan Russell বলেছেন: দোস্ত একটা কথা বলি অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেনা আর তুমি কিভাবে পছন্দ করতে পারো। আল্লাহ না করুক কাল যদি সাকিব মারা যায় বাংলাদেশের ক্রিকেট কি থেমে থাকবে??

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪০

আফিফা আফরিন বলেছেন: বাংলাদেশের ক্রিকেট কোনো কিছুর জন্যই থেমে থাকবে না!!! আপনি, লোটা, পাপ্পু সবাই মিলেই এগিয়ে নিয়ে যাবেন।

২| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৪০

মদখোর বলেছেন: অহংকার তার ব্যক্তিগত সমস্যা, তার টাকা আছে কি কিনেছে না কিনেছে কিংবা কয়টা বিজ্ঞাপনে সময় দিয়েছে তা খুঁজে কি হবে?সবই তো তার ব্যক্তিগত জিনিস। আমাদের কিংবা জনাব পাপনের দেখা উচিত ছেলেটা কেমন খেলছে,দলে তার থাকা মানে দলে কতটা নির্ভরতা আসা। কিন্তু তা না করে তার ঘরে বসে তার বউ নিয়ে সে কি করছে তার খোঁজ নেয়ার কারণটা কি? আসলে হুজুগে বাঙ্গালী তো তাই একজন কিছু নাম কামিয়েছে টাকা কামিয়েছে তা বাকিদের সহ্য হচ্ছে না। সব ছোটলোকের দল।

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৯

আফিফা আফরিন বলেছেন: একমত !

আসলেই সব ছোটলোকের দল এবং জেলিফিশের মেমরী । এই ক্রিকেট বোর্ডই ইন্ডিয়ার পা চেটে বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলো তা ভুলে গেছে সবাই।

৩| ১৪ ই মে, ২০২৩ বিকাল ৪:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ বাংলায় সাকিবের তুলনা একমাত্র সাকিবই। ভালো লাগলো আপনি ক্রিকেট ভালোবাসেন, আরো ভালোবাসেন বাংলার সাকিব আল হাসানকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.