![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাট্য পরিচালক রোল বিলি করে দেন-
“এই চরিত্রটা আপনি করবেন, এইটা তুমি করবে, আর এই চরিত্র করবি তুই ... “
এই ভাবে একটি নাটকের চরিত্ররা ভর করে নাট্যদলের অভিনেতা অভিনেত্রীদের উপর ... ।
“আর এই যে তুমি , তুমি করবে ‘ইরিকা’ ।“
সে মাথা হেলিয়ে মেনে নেয় । ৩/৪ ঘণ্টার রিহার্শেলে “ইরিকা” হয়ে যায় । সে সব কিছুই মেনে নেয় । কখনই বলে না এই রোল আমি করবো না । পরিচালক যে রোল বলে , সে তাই করে খুশি মনে ... কখনো হয়ে যায় “আসমা” , কখনো “ইরিকা” , কখনো বা অন্য কেউ ... দ্বিধাহীন ।
পরিচালক নির্দেশ দেয় , “ইরিকা শুরু করো... “
ইরিকা কখনো আক্ষেপ করে, কখনো বিদ্রোহের সুর তোলে, কখনো বা তুমুল ব্যাঙ্গে হেসে উঠে ... ।
চাইলেই সে সহজে বলে দিতে পারে “ আমি হবো না ইরিকা ।“ ব্যাস মিটে যাবে । হয়ে যাবে অন্য চরিত্রে অন্য কেউ ।
পৃথিবী নামক রঙ্গমঞ্চে চুপচাপ সে নির্দিষ্ট নাটকে নির্দিষ্ট রোল প্লে করে চলে প্রতিদিন ...
এইবার সে রঙ্গমঞ্চে ঘুরে দাঁড়াতে চায়, খুব জোর গলায় বলে দিতে চায় - “ I quit.”
২০ শে জুন, ২০১৩ রাত ১:০৫
আফ্রি আয়েশা বলেছেন: কেউ কেউ কিন্তু বলে দিতে পারে, কঠিন হলেও
২| ২১ শে জুন, ২০১৩ রাত ২:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম। পৃথিবীটা একটা বড় নাট্যশালা! এখানে সকল চরিত্রে জন্য তার উপযুক্ত কেবলই একজনই থাকে। আর সেই একজন পালাতে পারে না।
২১ শে জুন, ২০১৩ রাত ১১:১৪
আফ্রি আয়েশা বলেছেন: অনেককে কিন্তু পালাতে দেখেছি, এখনও দেখি
৩| ২১ শে জুন, ২০১৩ ভোর ৪:১২
একজন আরমান বলেছেন:
চাইলেই বলতে পারি না i quit !
২১ শে জুন, ২০১৩ রাত ১১:১৬
আফ্রি আয়েশা বলেছেন: আরমান , বলাটা কঠিন তা ঠিক, তবে কেউ কেউ পারে
৪| ২২ শে জুন, ২০১৩ রাত ১০:১৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ডেইলি ইচ্ছা করে কইতে............... "I quiT"
একদিন মনে হয় সত্যিই বলা লাগবে।
২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
আফ্রি আয়েশা বলেছেন: না । বলবেন না , জীবন "I quiT" বলার জন্যে নয় ... ভালো থাকুন ভীষণ ভালো . . .
৫| ২৩ শে জুন, ২০১৩ রাত ২:৪৩
একজন আরমান বলেছেন:
আমি চেয়েছি বহুবার, কিন্তু পারি নি। হয়তো ভীতু নয়তো জেদি ! তাই !!
২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
আফ্রি আয়েশা বলেছেন: জেদি থাকো -আজীবন . . . শুভকামনা রইলো
৬| ২৮ শে জুন, ২০১৩ রাত ৮:০৯
কালোপরী বলেছেন: Wish could say it
২৮ শে জুন, ২০১৩ রাত ৮:২৮
আফ্রি আয়েশা বলেছেন:
৭| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:২০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জীবন বার বার quit বলায় দাড় করায়।।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
আফ্রি আয়েশা বলেছেন: হুম , সেটাই যন্ত্রনার
৮| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৫
রাইসুল সাগর বলেছেন: আমিও কুইট।
২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:২৯
আফ্রি আয়েশা বলেছেন:
না, আপনি কুইট হবেন না . . .
সুস্থ থাকুন, ভালো থাকুন শুভকামনা
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৩ রাত ১২:৩২
খেয়া ঘাট বলেছেন: কিন্তু এটা যে বলতে পারা অনেক কঠিন।