![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭১
পিছনে কেউ তার নাম ধরে ডাকছে, পরী থমকে দাঁড়ায়। জাহিদ। পরীর চাচাতো ভাই।
জাহিদ- পরী, কাল রাতের বাসে চট্টগ্রাম চলে যাবো।
পরী- যাবেন, তো আমার কি ! সে বিরক্তি প্রকাশ করে ।
জাহিদ- কাল রাতের আগে জবাব দিস । যদি জবাব না দিস, আমি আর ফিরে আসবো না। জাহিদ ভাঁজ করা একটা কাগজ পরীর দিকে বাড়িয়ে দিয়ে হন হন করে হাঁটতে থাকে। পরী বিরক্তি নিয়ে চিঠি পড়ে-
পরী,
তোকে ভালোবাসি। তুই যদি জবাব না দিস, তাহলে কোন দিন জানতে পারবিনা কি গভীর ভালোবাসা নিয়ে তোকে সাজাতে চাই।
-জাহিদ
পরী খুব বিরক্ত বোধ করে। সামনে তার মেট্রিক পরীক্ষা। সে এখন এসব নিয়ে ভাবতে চায় না। তার উপর দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, পরীক্ষার বিষয়টা অনিশ্চিত হয়ে গেছে। চট্টগ্রামের পাহাড়তলীতে তাদের বাসা। যুদ্ধের কারনে বাবা তাদের সবাইকে গ্রামে নিয়ে এসেছেন। চারদিকে রাজাকার, পাকিস্থানের দোসর, পাঞ্জাবীরা খুন হত্যা লুটপাট শুরু করছে । তাদের বাসা সম্পূর্ণ খালি, তাই জাহিদ ভাইকে বাসা পাহারা দেবার জন্যে পাঠানো হচ্ছে। হটাত বাসার সামনের কামেনী গাছটার জন্যে তার মন কেমন কেমন করতে লাগলো। জাহিদ ভাইকে বলতে হবে, গাছটায় যেন নিয়ম করে পানি দেয়।
১৯৭৫
পরী অসুস্থ। খুব বেশী অসুস্থ । পরী কামেনী গাছটার কাছে বসে আছে ।
জাহিদ – বলিনি? তোর প্রিয় গাছের কিছু হতে দিবো না, দেখেছিস কি সুন্দর হয়েছে গাছটা। সেদিন তোর ওভাবে ছুটে আসা দেখে খুব ভালো লাগছিলো, আমি ভেবেছি তুই চিঠির জবাব দিবি। তুই যদি সেদিন চিঠির জবাব দিতি, তাহলে রাজাকাররা আমাকে নিয়ে যেত না, আমি ফিরে আসতাম। কিন্তু তুই এসে বললি কামেনী গাছের যত্ন নিতে হাহাহাহাহাহা...
পরী দু’হাতে কান চেপে চিৎকার করতে থাকে- আপনি হাসবেন না, হাসবেন না ... আমার কোন দোষ নেই ... ওই রাজাকাররা ... ওদের বিচার হবে... সেদিন আর আপনি আমাকে দোষ দিতে পারবেন না ...
জাহিদ – বিচার ? কে করবে? বঙ্গবন্ধুকেই হত্যা করা হয়েছে সপরিবারে... আর তুই বলছিস রাজাকারদের বিচার হবে...হাহাহাহাহা...
পরী জ্ঞান হারায়। পরীর মা ছুটে আসেন, মেয়ের অবস্থা দেখে পাশের বাসার হোসেনকে ডেকে আনেন। দুজনে মিলে পরীকে ঘরে এনে বিছানায় শুইয়ে দেয়।
হোসেন পরীর মাথার কাছে বিছানায় বসে আছে। পরীর জ্ঞান না ফেরা পর্যন্ত বসে থাকবে। পরীর এই সমস্যার কথা সে জানে, সে পরীকে ভালোবাসে, পরীর সব সমস্যা সহই ভালোবাসে। পরী মিথ্যা অপরাধ বোধে ভোগে, জাহিদের মৃত্যুর জন্যে পরী নিজেকে দায়ী মনে করে। হোসেন পরীর নিস্পাপ মিষ্টি মুখের দিকে তাকিয়ে ভাবে, সে তার সমস্ত ভালোবাসা দিয়ে এই নিস্পাপ চেহারার মেয়েটাকে সুস্থ করে তুলবে ...
২০১৩
বাবা আমার মাকে প্রচণ্ড ভালবাসতেন । তিনি তার ভালোবাসা দিয়ে মাকে সুস্থ করে তুলেছিলেন। ২০০১ সালে মা মারা যান। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তাঁর সেই ভুল অপরাধ বোধ এর যন্ত্রনা রয়ে গেছিলো। তিনি প্রতিনিয়ত প্রত্যাশা করে গেছেন যুদ্ধ অপরাধীদের বিচার হবে । প্রমান হবে তাঁর কোন অপরাধ ছিলো না।
আমি তাঁর সন্তান, আমি আমার মায়ের সেই প্রত্যাশাকে ধারন করে আছি ... প্রমান হোক আমার মা নিরপরাধী ছিলেন ...
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৪১
আফ্রি আয়েশা বলেছেন: জয় বাংলা ।
২| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৪১
বাসুরী বাসীয়ালা বলেছেন: খুব ভালো লিখেছেন , ভালো লাগলো পড়ে,
পরীর মত আমি ও বলতে চাই
যুদ্ধাপরাধীর ফাঁসী চাই।
জয় বাংলা
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৯
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ জয় বাংলা
৩| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৩
উঠতি বুদ্ধিজীবী বলেছেন: অসাধারন, কিন্তু তারপরেও মন খারাপ হয়ে গেল।
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:০০
আফ্রি আয়েশা বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভালো থাকবেন
৪| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল।
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২২
আফ্রি আয়েশা বলেছেন: আপনাকে পেয়ে ভালো লাগলো । ধন্যবাদ । শুভ কামনা ।
৫| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৫
মামুন রশিদ বলেছেন: খুব ভাল লেগেছে ।
১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ শুভ কামনা জানবেন
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনি গল্প লেখায়ও সিদ্ধহস্ত।
দারুন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৯
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ লজ্জা দিচ্ছেন ? চেস্টা করছি . . . শুভকামনা জানবেন
৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪০
অপ্রচলিত বলেছেন: বাহ বাহ দারুণ লিখেছেন তো। বাস্তবের ছায়া ছিল কি? নাকি পুরোটাই আপনার উর্বর মস্তিষ্কের কল্পনা?
২২ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৮
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ
৮| ১০ ই জুন, ২০১৪ দুপুর ২:০৫
শফিউল শামু বলেছেন: প্ল্যাটফর্ম ভালো বাছাই করেছেন।
২২ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৯
আফ্রি আয়েশা বলেছেন:
ধন্যবাদ
শুভ কামনা জানবেন ।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৩৪
একজন আরমান বলেছেন:
চমৎকার প্লট নিঃসন্দেহে।
তিনটি আলাদা সময়ের মেলবন্ধন।
গল্প আর বাস্তবতার মাঝে পার্থক্য করাটা দুরূহ !
আজকের দিনে একটাই দাবী সকল যুদ্ধাপরাধীর ফাঁসি হবে।
জয় বাংলা।