নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শুধু আমিই হয়ে রবো...

কিছু বলার নেই। আমি যা আমি তা অর্থাৎ যাতা. . .

আফ্রি আয়েশা

অপেক্ষা...

আফ্রি আয়েশা › বিস্তারিত পোস্টঃ

অর্থ, শরীর এবং মন

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬



আয়নায় হৃদি নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে এই শাড়ীতে কি মানাচ্ছে না ! আজ তাকে পৃথিবীর সব চেয়ে সুন্দর মেয়েটি মনে হতে হবে... নীল শাড়ীটা পরবে? নাহ ! ওটা পরা যাবে না । ওটা তোলা থাক ওটা পরে সে সমুদ্রের তীরে তার হাত ধরে হেঁটে যাবে দূরে... জিয়ন আজ তাকে সকালে দেখা করতে বলেছে খুব নাকি জরুরী কথা আছে। হৃদি জানে কি বলবে, জিয়ন বলবে ‘চলো, হৃদি আমরা বিয়ে করে ফেলি, তুমি আমার সাথে সারাটা জীবন কাটাতে পারবে না? ।‘ আর সে বলবে ‘হাঁ , পারবো ।‘ হৃদি আপন মনে একটু রাঙা হয়ে উঠে ।

ওই যে জিয়ন , যেখানে থাকার কথা সেখানেই অপেক্ষা করছে।

জিয়ন- হৃদি , তুমি আমাকে বিশ্বাস করো?

হৃদি – হাঁ, করি

জিয়ন – আমি খুব বড় একটা সমস্যায় পড়েছি, এই মুহূর্তে আমার বেশ কিছু টাকা লাগবে , তুমি দিতে পারবে না? জানি পারবে । তোমার নামে তোমার বাবা যে টাকাটা ব্যাংকে রেখেছে, সেটা হলেই চলবে । তুমি টাকাটা আমাকে তুলে দাও। আর শুনো, আমি কয়দিন খুব ব্যস্ত থাকবো সমস্যা কেটে গেলেই তোমার সাথে যোগাযোগ করবো। তারপর আমরা বিয়ে করে ফেলবো।

হৃদি জানে জিয়ন মিথ্যা বলছে। জিয়নের চোখ দেখেই সে বুঝতে পারছে, টাকাটাই জিয়নের কাছে মুখ্য । জিয়ন আর কোন দিনও তার সাথে যোগাযোগ করবে না। জিয়ন তাকে ভালবাসেনি কিন্তু সে তো বেসেছে ! তার ভালোবাসা কি করে টাকার কাছে হেরে যাবে! হৃদি টাকাটা দিবে, ঠকে গিয়েও নিজের কাছে জিতে যেতে চায় হৃদি ।



হৃদি আয়নার সামনে এসে দাঁড়ালো, এলো চুল খোঁপা করতে গিয়ে হৃদির হাত থেমে যায়, হাতের নির্লিপ্ততায় চুল গুলি আবার পিঠে ছড়িয়ে পড়ে... ‘ খোলা চুলে আপনাকে ভালো লাগে।’ ইফতি বলেছিলো । রাত ১২টা থেকে সে ছটফট করছে, এখন ২টার উপরে বাজে। আজ বিশেষ একটা দিন । পাশের রুমে ইফতি কম্পিটারের সামনে বসে আছে সম্ভবত ফেসবুকে চ্যাটিং এ ব্যাস্ত, এ সময়ে ওই রুমে হৃদির প্রবেশ ইফতি পছন্দ করে না , প্রথম প্রথম না বুজেই ডুকে যেতো আর ইফতির চেহারায় বিরক্তি প্রকাশ পেতো। আজ সে ইচ্ছে করেই ডুকে, ‘ইফতি, ঘুমাবে না? অনেক রাত হল তো।‘ যথা রীতি বিরক্তি নিয়ে ইফতি তাকালো , তার আগে চ্যাটবক্স মিনি মাইজ করে নিলো। ‘হৃদি, তোমাকে তো আগেই বলেছি ঘুম পেলে ঘুমিয়ে পড়বা , আমার জন্যে অপেক্ষা করবে না। ‘আজকের তারিখটা কি তোমার মনে নেই! আজ আমাদের ম্যারিজডে , ইফতি!’ ইফতির কণ্ঠে বিরক্তি আরও বাড়ে ‘সব সময় অতো দিন তারিখ নিয়ে পড়ে থাকো কেনো? যাও শুয়ে পড়ো আমার দেরি হবে।‘

শরীরের আনাচে কানাচে কারো হাতের আনাগোনায় হৃদির ঘুম ভেঙ্গে যায়। ইফতি আজো নেশা করেছে , রোজই করে। হৃদি বাঁধা দেয় ‘ ইফতি, প্লীজ আজ না ... আমার শরীর ভালো লাগছে না।‘ ইফতি ধমকে উঠে ‘ ন্যাকামি করবা না , তোমাকে বিয়ে করছি কেনো ! তোমার এই শরীরের জন্যেই... ‘



হৃদির প্রচণ্ড গরম লাগছে। তার দু’রুমের এ বাসাটায় খুব গরম । এটাকে বাসা না বলে গুহা বলাই ভালো। গুহাটাকেই হৃদির খুব পছন্দ, একেবারে নিজের । জানালা দিয়েও কোন বাতাস আসে না বড় বড় বিল্ডিং বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে ... একটা ফোন কলের অপেক্ষা করছে সে , প্রতিদিন করে... রাত ১ টার পর কলটা আসে। বহু বহু কাল পর সে আবার ভালবাসতে শুরু করেছে, আবার বিশ্বাস রেখেছে ... হৃদি আয়নার সামনে, একে একে শরীরের সব কাপড় খুলে ছুঁড়ে ফেলে দেয়, আয়নায় তার শরীরের প্রতিবিম্ব। শরীর দেখা যায়, মন কেনো দেখা যায় না !

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

ডট কম ০০৯ বলেছেন: লেখা তো ভাল ই হইছে !! কোন মন্তব্য নাই কেন।

ফিনিশিং টা আমার কাছে দারুন লাগছে।লোল

ভাল আছ আফ্রি?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ :) ভালো আছি । আপনার জন্যে শুভ কামনা :)

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

একজন আরমান বলেছেন:
শরীর দেখা যায়, মন কেনো দেখা যায় না !

কঠিন একটা কথা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

আফ্রি আয়েশা বলেছেন: হুম , মানুষের মন দেখতে খুব ইচ্ছে করে ... শুভকামনা :) ভালো থেকো ।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

একজন আরমান বলেছেন:
মিতা কামডা ঠিক হইলো না। ভাবছিলাম আমার কমেন্ট ১ নাম্বারে থাকবে এখন দেখি আপনারটা। এতো দিন খবর ছিল না আমি যেই কমেন্ট করতে আসলাম অমনি আপনি কমেন্ট করে দিলেন? X( X( X(( /:)

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ ভালো একটা লেখা! ভালো লাগল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ :) শুভকামনা জানবেন

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মন্তব্য না থাকার কারণ বুঝলাম না।


এন্ডিং টা ভালো লেগেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ :) শুভকামনা জানবেন।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

ডট কম ০০৯ বলেছেন: সকল সময় সব জায়গায় ফার্স্ট হইতে নাই একজন আরমান

মাঝে মধ্যে আরমান ভাইকেও চান্স দিতে হইবেক।

কী বলেন। হাহহাহহা

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

একজন আরমান বলেছেন:
এক মিনেটের জন্য !!!

আচ্ছা এইবারের মতো চাঞ্চ দিলাম। আমরা আমরাই তো।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

ডট কম ০০৯ বলেছেন: হ আমরা আমরাই তো।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০

তাসজিদ বলেছেন: ভাল লিখেছেন। কিন্তু এত ছোট কেন? হথাত করেই শেষ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

আফ্রি আয়েশা বলেছেন: ছোট গল্পের নিয়ম রক্ষা করতে গিয়ে হটাত শেষ করলাম । পড়ার জন্যে ধন্যবাদ :) । ভালো থাকবেন ।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ইন্টারেস্টিং গল্প।

অনুসরণে নিলাম আপনাকে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ :) ভালো থাকবেন শুভ কামনা জানবেন

১১| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৫

সাসুম বলেছেন: বলত আমি কে??

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৪

আফ্রি আয়েশা বলেছেন: তুমি আমার ভাই :)

১২| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮

সাসুম বলেছেন: ধরি খাই গেছি :-P :-P :-P :-P :-P :-P

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

আফ্রি আয়েশা বলেছেন: :-/ :-/ :-/ =p~

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

বেকার সব ০০৭ বলেছেন: গল্পটা ছোট হয়ে গেল তার পরে ও ভাল লেগেছে পড়ে।

মেয়েরা নীল শাড়ী পরলে খুব সুন্দর দেখায়

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭

আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ :) ভালো থাকবেন

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৭

অপ্রচলিত বলেছেন: চমৎকার লিখেছেন। গল্প অনেক ভালো লাগল। +++

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

আফ্রি আয়েশা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ :)

১৫| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৭

রাইসুল নয়ন বলেছেন: শরীর দেখা যায়, মন কেনো দেখা যায় না !





উত্তর চাচ্ছি ।।
আপনার লেখা এবং আপনি উত্তর জানেন ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.