![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়া-প্রেম–ভালোবাসা-ব্যর্থতার অদ্ভুত সব রঙ !
আনন্দরঙ সুখরঙ কস্টরঙ নিঃসঙ্গতারঙ বিষাদরঙ হতাশারঙ...
আর কিছু নির্লজ্জ চেয়ে নেয়া ধূসর, কালো রঙ
সুখরঙ দায় এড়ায় বিষাদরঙের ভীড়ে...
জীবন যাপনে সরব উপস্থিতি
রঙেরা খেলে যায় যাচিত-অযাচিত সবই
প্রবল পরাক্রমে অর্থহীনতারঙ তীব্র বোধ জাগায়
সমস্ত রঙ ছাপিয়ে গৌরবে প্রকট হয় !
কত কত জীবন-রঙ জমা-বন্দি হতে থাকে
সযত্নে কুড়িয়ে কৌটোয়
এক দিন অর্থহীনতারঙ শূন্যতারঙের হাতে রাখবে হাত
বিষাদরঙ জুটে যাবে তাদের সাথে
তিন রঙের বিদ্রোহে বিগ্রহ লেগে যাবে রঙ-উৎসবে
ঘটে যাবে মুক্তি, পাবে ডানার প্রাণ!
উড়িয়ে নিবে জানি ... সেইদিন হবে উড়ে যাবার
আর না ফিরে আসার দিন
ভীষণ অভিমানরঙ কেবল
তোমার বুকের কাছটায় রেখে যাবে
খানিকটা তীব্র হাহাকাররঙ ...
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ অভি
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯
ইখতামিন বলেছেন: কবিতারঙ অনেক ভালো লেগেছে
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪
আফ্রি আয়েশা বলেছেন: পজেটিভ রঙ গুলি ব্যবহার করতে পারিনিরে
ধন্যবাদ তোমাকে
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২
আমিনুর রহমান বলেছেন:
রঙ কবিতা দুর্দান্ত হয়েছে। রঙ কখন রঙিন কখন বা বিবর্ন।
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯
আফ্রি আয়েশা বলেছেন: হু , বেশির ভাগ সময়ে বিবর্ন .. .
ধন্যবাদ আমিনুর ভাই শুভকামনা জানবেন ।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: উড়িয়ে নিবে জানি ... সেইদিন হবে উড়ে যাবার
আর না ফিরে আসার দিন
সুন্দর +
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই । শুভকামনা জানবেন
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০
মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা ।
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ ভাইয়া । শুভকামনা জানবেন
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪৬
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১
নিয়েল হিমু বলেছেন: হাহাকাররঙ ... ভাল লাগল
২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪৮
আফ্রি আয়েশা বলেছেন: হু রে হাহাকাররঙ . . .
ধন্যবাদ জানালাম
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫৯
ডট কম ০০৯ বলেছেন: সেইরাম হইছে এই লিখাটা আফ্রি!!
কেমন আছ তুমি?
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫০
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ
ভালো আছি , আপনি কেমন আছেন ?
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪
আকিব আরিয়ান বলেছেন: উড়িয়ে নিবে জানি ... সেইদিন হবে উড়ে যাবার
আর না ফিরে আসার দিন
ভীষণ অভিমানরঙ কেবল
তোমার বুকের কাছটায় রেখে যাবে
খানিকটা তীব্র হাহাকাররঙ...
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫
আফ্রি আয়েশা বলেছেন: হু , হাহাকাররঙ . . .
ধন্যবাদ
১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: এক দিন অর্থহীনতারঙ শূন্যতারঙের হাতে রাখবে হাত
বিষাদরঙ জুটে যাবে তাদের সাথে
তিন রঙের বিদ্রোহে বিগ্রহ লেগে যাবে রঙ-উৎসবে
ঘটে যাবে মুক্তি, পাবে ডানার প্রাণ!
আচ্ছা তাহলে মৃত্যুর রং কি? আমাদের সব কিছু সেই মৃত্যুতেই বিলীন, তাহলে সব রঙ মিলে যে রঙ সাদা ভাববো? নাকি কালো হবে, কারন কালো মানেই কোনো রঙ না থাকা, মৃত্যু মানেই তো সকল রঙের সমাপ্তি!
মৃত্যু কি তাহলে বহুরূপী? সাদা কালো দুইটাই ঠিক?
শুভকামনা! কবিতায় ভাল লাগা রইলো!
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪
আফ্রি আয়েশা বলেছেন: খুব জটিল প্রশ্ন সামনে নিয়ে এসেছেন
আমার মনে হয়, মৃত্যু বহুরূপী। কারো বেলায় সাদা, কারো বেলায় কালো হতে পারে . . . আবার আসলে মৃত্যুর রূপ যেহেতু কেউ-ই দেখেনি , ফলে যে যেমন টা ইচ্ছে ভেবে নিতে পারে . . .
অসংখ্য ধন্যবাদ শুভকামনা জানবেন ।
১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭
ৎঁৎঁৎঁ বলেছেন: কারো বেলায় সাদা, কারো বেলায় কালো হতে পারে - ঠিক বলেছেন,- সব মরণ নয় সমান!
১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৭
শুঁটকি মাছ বলেছেন: উড়িয়ে নিবে জানি ... সেইদিন হবে উড়ে যাবার
আর না ফিরে আসার দিন
ভীষণ অভিমানরঙ কেবল
তোমার বুকের কাছটায় রেখে যাবে
খানিকটা তীব্র হাহাকাররঙ ...
সুন্দর
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ শুভকামনা জানবেন ।
১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
একজন আরমান বলেছেন:
সুন্দর।
শুভকামনা রইলো।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ । ভালো থেকো ।
১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪
রাইসুল নয়ন বলেছেন:
রঙের কি রঙ?
এতো রঙ দেখলাম এটাই জানা হলনা।।
কবিতায় ভালোলাগা রইলো।।
০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
আফ্রি আয়েশা বলেছেন: রঙ নিজে রঙ শূন্য , তার নিজের কোন রঙ নেই । তাকে যখন যে রঙ দেয়া হবে তখন সে , সেই রঙ ।
ধন্যবাদ রইলো এবং শুভ কামনা
১৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৫০
বেঈমান আমি. বলেছেন: নাইস
১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ
শুভকামনা
১৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮
শিপু ভাই বলেছেন:
ভালো লাগলো
১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯
আফ্রি আয়েশা বলেছেন: যাক অবশেষে আপনার ভালো লাগছে
ধন্যবাদ
১৮| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩
ইখতামিন বলেছেন:
ওয়েলকাম ব্যাক
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
আফ্রি আয়েশা বলেছেন: খুশি ?
১৯| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪
ইখতামিন বলেছেন: খুশি...
২০| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর, বর্ণালী !
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৩
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যাবাদ
২১| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পরিচিত হতে আসলাম,
কবিতা ভালো লেগেছে..।
ভালো থাকুন ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৪
আফ্রি আয়েশা বলেছেন: পরিচিত হলাম
ধন্যবাদ এবং শুভকামনা ।
২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৬
ডট কম ০০৯ বলেছেন: উড়িয়ে নিবে জানি ... সেইদিন হবে উড়ে যাবার
আর না ফিরে আসার দিন
সেইরাম লাইন। দারুন আবেগী।
কি আফ্রি দিন দিন লেখার উন্নতি হচ্ছে তোমার।
আরো লিখো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৬
আফ্রি আয়েশা বলেছেন: আপনার দেয়া উৎসাহ সাহস যোগায় . . . সাথে থাকবেন
২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬
অপ্রচলিত বলেছেন: ভীষণ অভিমানরঙ কেবল
তোমার বুকের কাছটায় রেখে যাবে
খানিকটা তীব্র হাহাকাররঙ ...
নিদারুন চমৎকার রঙিন কবিতায় ভালো লাগা। বেশ প্রাঞ্জল লেখনী।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪৮
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন ।
২৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০২
রাসেলহাসান বলেছেন: অনেক ভালো লাগা রইলো।।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪৮
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ
শুভ কামনা জানবেন
২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১
অরুদ্ধ সকাল বলেছেন:
রঙ -রং খেলা। কবিতায় শব্দ নিয়ে মেলা।
পাঠক হিসাবে শুধু ভালো লাগা জানানো ছাড়া আর কিছুই নাই।
অতএব
ভালো লাগিল
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৩০
আফ্রি আয়েশা বলেছেন:
ধন্যবাদ
শুভকামনা জানবেন
২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০
মায়াবী ছায়া বলেছেন: ভাল লেগেছে আপু।।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৩১
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ রে
এই তুমি আছো কই ?
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: রঙে রঙে বিবর্ণতার কাব্য ভালো লাগলো আপু !