নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শুধু আমিই হয়ে রবো...

কিছু বলার নেই। আমি যা আমি তা অর্থাৎ যাতা. . .

আফ্রি আয়েশা

অপেক্ষা...

আফ্রি আয়েশা › বিস্তারিত পোস্টঃ

আশ্রয়

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪১



হ্যালুসিনেশনে অন্য কারো রূপ দিলো হয়ত

সব কিছুই কিছু না ভাবনায় সহজ করে নেয়া সান্ত্বনা

একসেপ্ট! একসেপ্ট! একসেপ্ট! শব্দে আকাশটা ভোর

নীল নয় আকাশি শাড়ি আবেগে ভাঁজ খুলেছিলো

মুখবই পড়ে ছিলো কোলে, দু’চোখ ছিলো তার মুখে

কতকাল! কতকাল ! বোধে নেই সময়জ্ঞান

গায়ে দাম লেখা কোন কাগজে সই নেই তার-তোমার

সাক্ষীর অভাব ছিলো না, তবুও তাদের স্বাক্ষর দৈন্যতা

নিয়ম বুঝো প্রথা খুঁজো ...

ছেলেবেলার বর-বউ খেলা ফ্যান্টাসি



প্রেমিকারা অন্তরালে নয়, প্রানবন্ত প্রেমিক মনে

রুদ্র বলে গেছে প্রেমিকা গল্প

তসলিমা জানে কোথায় রক্তক্ষরণ

আজীবন রুদ্র-তসলিমা দহন

তীব্র রৌদ্র রাখে এই সব হাহুতাশ



ঈশ্বরী বলে – সে কাঁদছে ...

শুনো শুনো হৃদয় পেতে

রাখো মায়া প্রেম ভালোবাসা, চেয়ো না

হাত বুলিয়ে দাও মাথায় কপালে

যদি চায় শিহরণ তোলা চুমু, শরীরে শরীর গেঁথে নিবে

নারী-পুরুষ আদিমতার নীলচিত্রের উন্মাদনাও খুঁজবে

সীমা রেখো মনে এইসব স্পর্শ কাব্যিক না

ঠায় দাঁড়িয়ে জল হাতে তৃষ্ণা লুকিয়ে

মস্তিষ্কে রেখো মনে তুমি -আশ্রয়

বেমানান অভিমান ...

নিজেকে সম্প্রদান- আশ্রয় অস্থায়ী, প্রয়োজনের

যাত্রা পথের বিরতি ভালোবাসা ।



ঈশ্বরী বিদায় নিতে জানে-

প্রেমিককে কাঁদাতে হয়, আশ্রয় প্রার্থীকে না।



(উৎসর্গ * সূর্য-কে , যে আসলে দেব-রূপ পেলেও ঈশ্বর নয় )

মন্তব্য ৫৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, সুন্দর !

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০

আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ :)

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩০

মায়াবী ছায়া বলেছেন: সীমা রেখো মনে এইসব স্পর্শ কাব্যিক না
ঠায় দাঁড়িয়ে জল হাতে তৃষ্ণা লুকিয়ে
মস্তিষ্কে রেখো মনে তুমি -আশ্রয়
বেমানান অভিমান ...
নিজেকে সম্প্রদান- আশ্রয় অস্থায়ী, প্রয়োজনের
যাত্রা পথের বিরতি ভালোবাসা ।,,,,,, সুন্দর লিখেছেন আপু।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২

আফ্রি আয়েশা বলেছেন:
ধন্যবাদ :)
শুভকামনা জানিও

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৫

ডট কম ০০৯ বলেছেন: দারুন আফ্রি!!

ভাল লিখেছ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

আফ্রি আয়েশা বলেছেন:
থেঙ্কু :) আপনি ভালো বললে সাহস বাড়ে

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

সায়েম মুন বলেছেন: চমৎকার লিখেছেন। খুব ভাল লাগলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

আফ্রি আয়েশা বলেছেন:
কবি ভালো বলেছেন এতেই চলবে :)
ধন্যবাদ এবং শুভকামনা জানবেন ।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩

আফ্রি আয়েশা বলেছেন:
ধন্যবাদ ভাইয়া :)
সব সময় পাশে থাকবেন

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

মামুন রশিদ বলেছেন: ঈশ্বরী বিদায় নিতে জানে-
প্রেমিককে কাঁদাতে হয়, আশ্রয় প্রার্থীকে না।


কবিতার মর্মে রুদ্র-তসলিমা উপাখ্যান ছুঁয়ে গেল !

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৮

আফ্রি আয়েশা বলেছেন:
হাহাহাহা. . . আপনি ধরে ফেলেছেন - রুদ্র-তসলিমা উপাখ্যান, বেদনাটুকু কেবল তসলিমার :)
আপনাকে পেয়ে খুশি হলাম ।
ধন্যবাদ । শুভকামনা রইলো :)

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
উৎসর্গসহ সমগ্র কবিতায় ভালো-লাগা :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১১

আফ্রি আয়েশা বলেছেন:
হাহাহাহা . . . উৎসর্গ দেখে ফেলেছেন !

ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন :)

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯

এম এ কাশেম বলেছেন: চমৎকার!
রুদ্রদের ভালবেসে
তসলিমারা কাঁদে আজীবন................

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

আফ্রি আয়েশা বলেছেন:
হা, প্রেমে কান্না কাটির বিষয়টি নিশ্চিত . . .
ধন্যবাদ । শুভকামনা জানবেন :)

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২২

ক্লান্ত তীর্থ বলেছেন: নিজেকে সম্প্রদান- আশ্রয় অস্থায়ী, প্রয়োজনের
যাত্রা পথের বিরতি ভালোবাসা ।



ভালো লেগেছে!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

আফ্রি আয়েশা বলেছেন:
আশ্রয় ব্যপারটা আসলে অস্থায়ী ।
ধন্যবাদ :)

শুভকামনা জানবেন ।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব ভালো লাগলো আপু !
মুগ্ধপাঠ !

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

আফ্রি আয়েশা বলেছেন:
ধন্যবাদ অভি :)
ভালো থেকো সবসময় ।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০২

আফ্রি আয়েশা বলেছেন:
আপনাকে পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া :)
শুভকামনা জানবেন ।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭

একজন ঘূণপোকা বলেছেন:
কবিতা ভালো লাগলো

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

আফ্রি আয়েশা বলেছেন:
ধন্যবাদ পোকা ভাই :)
ভালো থাকবেন ।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

একজন ঘূণপোকা বলেছেন:
কবিতা ভালো লাগলো

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ঈশ্বরী বিদায় নিতে জানে-
প্রেমিককে কাঁদাতে হয়, আশ্রয় প্রার্থীকে না

অসাধারণ লাগল।

শূভকামনা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৬

আফ্রি আয়েশা বলেছেন:
ধন্যবাদ :)
শুভকামনা সব সময় ।

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অতি চমৎকার।
মুগ্ধ করা কবিতা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৮

আফ্রি আয়েশা বলেছেন:
ধন্যবাদ কবি :)
আপনার জন্যে শুভকামনা আজীবন :)

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৩

রাইসুল নয়ন বলেছেন: হাত বুলিয়ে দাও মাথায় কপালে ।।
ঈশ্বরী বিদায় নিতে জানে- প্রেমিককে কাঁদাতে হয়,

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০১

আফ্রি আয়েশা বলেছেন:
অনেক মায়া নিয়ে মাথায় কপালে হাত বুলানোই যায় . . .
হু , প্রেমিককে কাঁদাতে হয় :)

শুভকামনা রইলো :)

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লিখেছো আপু,,,,,,,,,,,,,,ভীষণ ভাল লেগেছে

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৪

আফ্রি আয়েশা বলেছেন:
আপু, তুমি ব্লগে আছো ! তোমাকে পেয়ে খুব খুশি হলাম :)

ধন্যবাদ আপু ।
তোমার জন্যে সব সময় শুভকামনা । ভালো থেকো :)

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১

বৃতি বলেছেন: আনন্দপাঠ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৬

আফ্রি আয়েশা বলেছেন:
আপনার আনন্দপাঠে আনন্দিত হলাম ।
ধন্যবাদ :)
শুভকামনা জানবেন ।

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

ঈশ্বরী বিদায় নিতে জানে-
প্রেমিককে কাঁদাতে হয়, আশ্রয়প্রার্থীকে না।


একটা চমৎকার দার্শনিক তত্ত্ব।



‘প্রেমিককে কাঁদাতে হয়!’ আমি কি এজন্যই এখনও কাঁদছি, আ-প্রেম? ;)


কবিতা চমৎকার লাগলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২১

আফ্রি আয়েশা বলেছেন:
দাদা , আপনি প্রেমিক বলেই কাঁদছেন, আর কেউ কাঁদানোর সুযোগ পাচ্ছে । প্রেমে কাঁদতে হয় , প্রেমিক হোক আর প্রেমিকা । :)

দাদা অশেষ ধন্যবাদ আপনাকে পেলাম ।
সব সময় ভালো থাকবেন ।

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫

একলা ফড়িং বলেছেন: অনেক সুন্দর!

প্রেমিককে কাঁদাতে হয়, আশ্রয় প্রার্থীকে না!


এই কথাটা অনেক চমৎকার লেগেছে!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

আফ্রি আয়েশা বলেছেন:
ধন্যবাদ :)
শুভকামনা জানবেন ।

২১| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৯:৫২

এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।

ভালোলাগা।

০২ রা মার্চ, ২০১৪ ভোর ৪:৩৬

আফ্রি আয়েশা বলেছেন:
ধন্যবাদ :)
শুভকামনা ।

২২| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:৩৯

ব্যতিক্রমী বলেছেন: আমি কিন্তু লেখি না।

০২ রা মার্চ, ২০১৪ ভোর ৪:৪১

আফ্রি আয়েশা বলেছেন:
হু , লিখেন না তবে টাইপ করেন :)
"পরিভ্রমণ " ভ্রমণ করে আসলাম মাত্র :)

২৩| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৮

অদৃশ্য বলেছেন:






বেশ লাগলো লিখাটা... সামনে আপনার আরও লিখা পড়বার ইচ্ছা রেখে গেলাম...


শুভকামনা...

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ২:৪৯

আফ্রি আয়েশা বলেছেন:
অবশ্যই পড়বেন আশা রাখছি :)
শুভকামনা আপনার জন্যেও ।

২৪| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৮:০৮

আদম_ বলেছেন: এই গুলা কি? বাংলা সাহিত্যের নতুন কোন শাখা?

১০ ই মার্চ, ২০১৪ ভোর ৫:১১

আফ্রি আয়েশা বলেছেন:
কিছু না :)

২৫| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩০

সাদাকালো টেলিভিশন বলেছেন: এক কথায় (য়) দারুন

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৮

আফ্রি আয়েশা বলেছেন:
ধন্যবাদ টিভি :)

২৬| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৩

আদম_ বলেছেন: এই গুলা কি? বাংলা সাহিত্যের নতুন কোন শাখা?
জবাব দেন না কেন? কিছু অসংগত শদ্ব পাশাপাশি বসালেই কি কবিতা হয়? এগুলা কি লেকছেন? মানে কি এগুলার?

১০ ই মার্চ, ২০১৪ ভোর ৫:১০

আফ্রি আয়েশা বলেছেন:

আমার কবিতার কোন মানে নেই :)

২৭| ০৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর।

১০ ই মার্চ, ২০১৪ ভোর ৫:১০

আফ্রি আয়েশা বলেছেন:
ধন্যবাদ :)

২৮| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৯

সানড্যান্স বলেছেন: চটি নাকি?

১৩ ই মার্চ, ২০১৪ রাত ৩:২২

আফ্রি আয়েশা বলেছেন:
হু , চটি বলা যায় :)
বুঝতে পারার জন্যে ধন্যবাদ বাংলার নেরুদা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.