![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরাণে বা পরানে, যে কোথাও নাই
তার নাম ‘সোনার ময়না পাখি’।
শুনেছি, সে এক এমনি ব্যাথার দানা,
পাকা ডালিমের বিচীর মতো টলমলে,
টকটকে লাল হয়ে থাকে আড়ালে নিবিড়।
মানুষের আড়াল নাই কোনো:
জলে ভিজে থিকথিকে কাদা হয়
শুকিয়ে হয় চৌচির; কোথাওবা
মরু হয়ে হাওয়ায়, রোদে ও অন্ধকারে উড়ে
ধূলো ওরা ফিরে আসে ধুলোতেই আবার।
কিন্তু সে এক পাখি,
জাালিমেরও বুকের ভেতর বসে থাকে, হয়ে ডালিমের দানা;
দানা- টুকটুকে লাল, টলটলে খুব, চাওয়া মাত্র ছোঁয়া
যেতে পারে যখন তখন। তবু কে আছে এমন,
যে পেয়েছে পাখি- সোনার ময়না?
২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
মরু বালক বলেছেন:
.
.
.
সুন্দর লিখেছেন
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬
অর্কিড বলেছেন: বেশ... সোমা।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
ত্রিভুবন বলেছেন: