নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

যে দিকে তাকাও সায়র

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০২

এই সুবর্ণ দুপুর,

আমের মুকুলে, বকুলের কলি ফুলে

দোলা দিয়ে চলা এই চঞ্চল হাওয়া-

সহসা এমন আসমানী গজব হয়ে

কেনো আজ নেমে আসে দাওয়ায়?



যে করেছে পূত জীবন-যাপন

তাকেই লানৎ ঢেলে- বলো হে বাতেনী চোখ,

কোন সত্যের তুমি করো রচনা?



পূজারির নিবেদিত কলব দমে দমে মাটির দেবীরে ডেকে,

তারই পায়ে- যে খুঁজে পায় এইটুকু প্রাণের রসদ

তাকে, সেই ভক্তের হৃদয়েরে হেতুহীন বাণে

বিদ্ধ করার তবু তুমি রাখো আস্পর্ধা?



সুবর্ণ দুপুরের মায়াকে মাড়িয়ে,

ফালা ফালা করে নিরীহ পূজারীর জগত-সংসার

যে গায়েবী লানৎ আজ নেমে এলো সূত্রহীন-

বলো হে বিশ্বাসী, অবিশ্বাসী ও জগতের আইন

কোন কানুনে লেখা আছে তার সূত্র ও সমাধান?



০৮.০৩.১৩







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.