![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূলে চড়ানো বিপ্লবী,
কূলে কূলে বাঁধ দিয়ে আটকে রাখা নদী—
কে কবে বেঁচে ছিলো রাজার ইচ্ছাধীন?
নদী কি উছলে ওঠে নি বারবার
বারেবারে রাজা কি হয় নি ক্ষান্ত প্রজার বিদ্রোহে?
তবুও কে আজ ক্রুর হেসে
উঁচিয়ে রেখেছো দারুণ খড়গ এমন—
তুমি কি ভুলেছো নাকি রূপকথা সব?
যে বনে বাঘ-সিংহ আছে
আছে জাদুর অমোঘ মায়া
সে বনেই গাজী-কালু থাকে
থাকে ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী পাখি।
রাজা ও রাখালের লড়াইয়ে
কোনোদিন জেতে নি সাঁজোয়া বহর;
পৃথিবীতে কোনোদিন শেষ দানে হারে না
জনতার নাম নিয়ে জুয়ার আসরে ধরা তাস।
অতএব, হে তুমি—
কেন আজ অহেতুক সারে সারে
সাজিয়ে রেখেছো হাতি ও তীরন্দাজ?
১০.০৩.১৩
২| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার।
৩| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০
জানতে চায় বলেছেন:
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ রাত ২:১৫
নিরব বাংলাদেশী বলেছেন: Click This Link