![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে পথে নিরন্ন মুখের পাশে হাওয়া হেঁটে যায়
পিছু তাড়া করে ভিখিরির ঘ্যান ঘ্যানে স্বর;
সে পথে— ফুটো পয়সার কবি হেঁটে যাক,
পথের পাশের চা দোকানে আলাপেচ্ছলে
বসে থাকুক খ্যাতিচ্ছু গল্পকার,
তুমুল তর্কে মাতুক তরুণ কলাম-লেখক;
কিন্ত তোমার যেনো সে পথে পড়ে না ছায়া।
তুমি, বড় বিদ্যালয়গামী থলের বাহক,
ঘর হতে কালি করা জুতো পা’য়ে বের হওয়া
চনমনে অফিসযাত্রী, রাষ্ট্রীয় পতাকাশোভিত গাড়িতে
তুমি— দেশীয় হারমাদ;
তোমাদের জন্য অপেক্ষায় আছে
কর্পোরেটের লোভনীয় কেরানী পদ, আছে
দেশ ও বিদেশী বণিকের ঘর হতে আসা ঐশি বাণী।
বিপ্লব বিপ্লব বলে যারা হেঁদিয়ে মরছে শহরের চৌরাস্তায়—
তাদের দিকে তোমরা ভুলেও তাকিও না যেনো;
সময় থাকতেই তোমরা ঠুলি পরা কলুর বলদ হয়ে যাও
যেমনটা হয়ে আছেন— একদা বাম রাজনীতি করা,
সময়ের তালে ভোল পাল্টানো—
সুশীল দৈনিকের প্রভাবশালী সম্পাদক।
২৩.০৩.১৩
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, মাক্স। ভালো থাকবেন।
২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫০
আমি বোকা মানুষ বলেছেন: চমৎকার লিখেছেন।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮
নির্ভীক আহসান বলেছেন: বেশ ভাল লাগল শ্লেষাত্নক কবিতা।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩২
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, নির্ভীক আহসান।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪২
মাক্স বলেছেন: বাহ! বেশ লিখেছেন!