![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলুথালু চুলে তুমি আর দাঁড়িও না নজরে আমার;
যে গিয়েছে ‘বসুধরা বোনটি’ তোমার,
যে গিয়েছে তরুণীর প্রেম— ছিপছিপে শ্যামলা যুবক,
যে গিয়েছে মা, তোমাকে অনাথা করে,
তোমাকে বিধবা করে— যে গিয়েছে স্বামী,
সকলে তারা আজ এই আলুথালু চুলের মধ্যে
অতৃপ্ত আত্মা হয়ে আমার দিকে চায়।
তুমি— হে অনাথা, বিধবা বোন,
বুক খালি হওয়া মা, দয়া করো,
তোমাকে বইতে পারছি না আর।
আমার দিনের খাওয়ায়, রাতের ঘুমে,
সঙ্গম সময়ের কোমল মধুরতায়
তোমরা সব হুড়মুড় করে ঢুকে পড়ছো।
এই যে তুমি, মরা পায়ে কী সুন্দর রুপার পায়েল,
পোড়া নাকে কালচে বর্ণের মনোহর নাকফুল,
তোমরা সরে যাও আমার সামনে থেকে;
আর আমি সইতে পারছি না
অনাথার এলোচুলে তোমাদের ত্রস্ত ছোটাছুটি,
আর আমি বইতে পারছি না
তোমাদের বুকের মধ্যে বাতাস না পাওয়ার ভার।
আমার নিঃস্বাস ভারি হয়ে আসছে,
বুকের ছাতি ফেটে যাচ্ছে,
হৃদপিণ্ডের রক্ত উঠে আসছে দু’চোখে আমার;
আমি ছাইয়ের মধ্যে হয়ে যাচ্ছি পোড়া নাকফুল,
ইট-সুড়কির কবরে আমি হয়ে যাচ্ছি রুপালি পায়েল,
আমাকে বাঁচাও।
২৫.০৪.১৩
©somewhere in net ltd.