![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন যেন ভালোবাসা ভালোবাসা বোধ হচ্ছে
কেমন যেনো বোধ হচ্ছে শূণ্যতা;
মুখের ভেতর কেমন যেনো তেতো তেতো লাগছে,
এ-কি প্রেম!
এই সুন্দর রোদ্দুরে, ফুরফুরে হাওয়ায়
সুইমিংপুলের চারিদিকে ছড়ানো প্রাণের মাঝে এসে
প্রেম প্রেম ওম ভেবে এ কেমন শূন্যতার ধাত!
শোনো, সামান্য বিরতি নিয়ে জল থেকে উঠে
মেয়নিজ দিয়ে ফ্র্যাঞ্চফ্রাই আর একটা বিয়ার নিয়ে
রোদ্দুরে খানিক বসো, খাও, জিরাও,
সঙ্গে একটা সিগারেট ধরিয়ে দাও আরামসে টান;
তারপর দেখো— রোদেলা আকাশের নিচ
গাছের সবুজ কী সুন্দর!
যুবকের সুঠাম শরীর কী সুন্দর!
তরুনীর গোলাপ তণু,
ছিনালের মুখে স্নিগ্ধ আভা,
পকেটমারের মুখ— কী সুন্দর!
তোমার মুখের তেতো স্বাদ— কী সুন্দর!
ভালোবাসা ভালোবাসা বোধ কী সুন্দর!
অদ্ভুত অলঙ্ঘনিয় শূণ্যতা—প্রেম— সেও, আহা! সুন্দর!
০৯.০৬.১৩
১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:০১
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, খুলনার শের।
২| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৩
আবদুল্লাহ-আল-মাসুম বলেছেন: nice 1. New tune in poetry. touching. Congratulation.
১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:০২
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, আব্দৃল্লাহ-আল-মাসুম।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৩
খুলনার শের বলেছেন: লেখাটি ভাল লাগলো। সুন্দর! বাকী কথাগুলো কবিতা তেই আছে.।