![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে কেন তুমি লুকিয়ে রেখেছো
পরিসংখ্যানে?
গল্প কি লুকোনো যায়? রয়ে যায়
আখ্যানে।
না হয় আমি রইলাম বোবা,
নামপরিচয়হীন;
কী করে লুকোবে তুমি— মৃত্যু,
ও রক্তের দিন?
পুড়ে যাওয়া অঙ্গে আমার—
আহত ধর্মালয়,
রক্তমাখা মাটির ফসল,
সব মিশে রয়।
তুমি— আমাকে অস্বীকার করে
পরিসংখ্যানে,
যে সত্য লিখেছো, তাও রবে
অখ্যানে।
০৮.০৬.১৩
২১ শে জুন, ২০১৩ রাত ৩:৫০
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, সোহাগ।
২| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার।
২১ শে জুন, ২০১৩ রাত ৩:৫১
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, আলাউদ্দিন।
৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৩১
বটের ফল বলেছেন: চমৎকার, সুন্দর এবং কিছুটা দুর্বোদ্ধও বটে।
ভালো থাকবেন।
২১ শে জুন, ২০১৩ রাত ৩:৫১
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, বটের ফল। ভালো থাকবেন।
৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:২৫
অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর
২১ শে জুন, ২০১৩ রাত ৩:৫২
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, অদ্বিতীয়া।
৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৪০
মায়াবী ছায়া বলেছেন: সুন্দর
২১ শে জুন, ২০১৩ রাত ৩:৫২
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, মায়াবী ছায়া।
৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার।
২১ শে জুন, ২০১৩ রাত ৩:৫৩
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, অভি।।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৯
সোহাগ সকাল বলেছেন: না হয় আমি রইলাম বোবা,
নামপরিচয়হীন;
কী করে লুকোবে তুমি— মৃত্যু,
ও রক্তের দিন?
এই লাইন চারটার মানে বুঝলাম না। বাকীটা সুন্দর!