নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

আড়াল আখ্যান

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:০২

আমাকে কেন তুমি লুকিয়ে রেখেছো

পরিসংখ্যানে?

গল্প কি লুকোনো যায়? রয়ে যায়

আখ্যানে।



না হয় আমি রইলাম বোবা,

নামপরিচয়হীন;

কী করে লুকোবে তুমি— মৃত্যু,

ও রক্তের দিন?



পুড়ে যাওয়া অঙ্গে আমার—

আহত ধর্মালয়,

রক্তমাখা মাটির ফসল,

সব মিশে রয়।



তুমি— আমাকে অস্বীকার করে

পরিসংখ্যানে,

যে সত্য লিখেছো, তাও রবে

অখ্যানে।



০৮.০৬.১৩

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৯

সোহাগ সকাল বলেছেন: না হয় আমি রইলাম বোবা,
নামপরিচয়হীন;
কী করে লুকোবে তুমি— মৃত্যু,
ও রক্তের দিন?

এই লাইন চারটার মানে বুঝলাম না। বাকীটা সুন্দর!

২১ শে জুন, ২০১৩ রাত ৩:৫০

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, সোহাগ।

২| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার।

২১ শে জুন, ২০১৩ রাত ৩:৫১

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, আলাউদ্দিন।

৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৩১

বটের ফল বলেছেন: চমৎকার, সুন্দর এবং কিছুটা দুর্বোদ্ধও বটে।

ভালো থাকবেন।

২১ শে জুন, ২০১৩ রাত ৩:৫১

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, বটের ফল। ভালো থাকবেন।

৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:২৫

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর

২১ শে জুন, ২০১৩ রাত ৩:৫২

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, অদ্বিতীয়া।

৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৪০

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর

২১ শে জুন, ২০১৩ রাত ৩:৫২

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, মায়াবী ছায়া।

৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার।

২১ শে জুন, ২০১৩ রাত ৩:৫৩

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, অভি।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.