![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ভেজা জুনে, বৃষ্টির পর
আনত হয়ে আছে ঘাস,
ভিজে জবজবে হয়ে আছে
উঠোনের তারে শুকোতে দেয়া শাড়ি।
শাড়ির ভেতর যে থাকে
বাড়ির ভেতর, জানালায়
সে কেমন আনত হয়ে আছে;
হয়ে আছে অধোবদন।
ভেজা জুন, একাকিনীর বাড়ির দ্বারে
বেশিক্ষণ ঝরো না আর;
শাড়ি ভিজে কাঁপছে
এইবার তুমি তাকে রোদ্রে শুকাও।
২১.০৬.১৩
২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, মাহবু১৫৪। ভালো থাকবেন।
২| ২১ শে জুন, ২০১৩ ভোর ৪:২২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সে কেমন আনত হয়ে আছে;
হয়ে আছে অধোবদন।[/sb
আনত আর অধোবদন সমার্থক। এ ক্ষেত্রে (কবিতার মান রক্ষায়) অধোবদনের বিকল্প কোনো শব্দ (দৃশ্যকল্প) হলে বাল হবে।
২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
আফরোজা সোমা বলেছেন: জুলিয়ান সিদ্দিকী, অনেক ধন্যবাদ আপনাকে। শব্দ দু'টো নিয়ে আপনি যে ভেবেছেন এবং আমায় লিখেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ।
শব্দ দুটো যে সমার্থক সেটি আমি জানি। এর পরেও আনত শব্দটিকে মনে হয় যেনো নিউট্রাল - সুখ বা দৃঃখ- যে কোনো অনুভূতিতেই আনত হতে পারে কেউ। কিন্তু অধোবদন শব্দটিকে ব্যাবহারিক দিক থেকে আমার কাছে লাগে বেদনার সাথে সম্পৃক্ত যেনো বেশি, যদিও আনত আর অধোবদনের আভিধানিক অর্থ এক। এরপরেও আমি এই শব্দের বিকল্প ভেবে দেখব।
আপনাকে আরো একবার অসেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৩| ২১ শে জুন, ২০১৩ ভোর ৪:২৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আনত আর অধোবদন সমার্থক। এ ক্ষেত্রে (কবিতার মান রক্ষায়) অধোবদনের বিকল্প কোনো শব্দ (দৃশ্যকল্প) হলে ভাল হবে।
৪| ২১ শে জুন, ২০১৩ সকাল ১০:০৪
বটের ফল বলেছেন: একগুচ্ছ প্লাস।
+++++++++
২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
আফরোজা সোমা বলেছেন: আপনার জন্য একগুচ্ছ ধন্যবাদ, বটের ফল। ভালো থাকবেন।
৫| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস।
৬| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, আলঅউদ্দিন আহমেদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৩ ভোর ৪:১৮
মাহবু১৫৪ বলেছেন: ভেজা জুন, একাকীনির বাড়ির দ্বারে
বেশিক্ষণ ঝরো না আর;
শাড়ি ভিজে কাঁপছে
এইবার তুমি তাকে রোদ্রে শুকাও।
১ম ভাল লাগা
+++++