![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে এক মাতাল মানুষ
গলি ধরে এলানো সুরে দরাজ গলায়
বিষাদের গান গেয়ে যায়।
মাঝ রাতে ফ্ল্যাটে বসে
আমি তার সুরের সাথে কণ্ঠ মিলাই,
আমি কথা জুড়ে দিলে সে গায় গান
সে গানে টান দিলে আমি দেই তাল।
আমাদের গানগুলো ঘুরে ফ্ল্যাটে ফ্ল্যাটে
আমাদের যাতনারা থাকে ঘরে ঘরে;
আমরা মাতাল মানুষ—
একদা গল্পে ছিলাম কথক পাখি,
আজ তোমাদের বুক থেকে বেরিয়ে এসে
নগরের পথে পথে গল্প রেখে যাই।
১১.০৭.১৩
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কবিতায় প্রথম ভাল লাগা ।