![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে খুন হয়ে পড়ে আছে ঘাসে
তাকে নাড়িও না হাওয়া;
আরো নীল তার মুখে
দিও না ঢেলে শরতের দিন;
আরো খুব কলরব করো না
কাক ও পক্ষী সকল;
এখন নীরবতা পালনের সময়।
দূর থেকে শোক উদযাপনের
যে রীতি চালু হয়েছে;
ভয় পেয়ে জড়োসরো হবার
যে চল হয়েছে শুরু
সেই সব নিয়মাবলী
তোমরাও শিখে নাও;
নইলে মানুষের ছুরি,
অহং ও রক্ত নেশা
তোমাকেও চুপচাপ
শুইয়ে দেবে ঘাসের গালিচায়।
১৮.০৮.১৩
২| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৮
বোকামন বলেছেন:
সুন্দর কবিতা !
৩| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৪| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৫
মামুন রশিদ বলেছেন: দারুণ কবিতা ।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।