নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

অগ্নি উপাসক

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৪

ছবিতে দেখেছি, লাল জামা গায়ে দেয়া একটি শিশু পোড়া বাবার গালে

দিচ্ছে আদর, রাত জাগা লাল চোখে রমনী এক বার্ন ইউনিটে বসে

দগ্ধ স্বামীর মুখের দিকে তাকিয়ে রয়েছে অপলক।



আমি পোড়া বুক, আমি রাত জাগা নারী, আমি বাংলার বেহুলা বালা

সিঁথির সিঁদুর রাখবো বলে মৃত্যুকে মিছা বলে ভাসাই লাশের ভাসান,

ইন্দ্রের সভায় ক্লান্তিহীন নেচে নেচে আমি জয় করি দেবতারও মন;

তবু আজ হায় ভগবান! আমার সিঁদুর কেন মুছে যায়! এ কোন

কালসাপ এসেছে সংসারে! এমন আগুন পুরাণে তো দেখি নি আমি,

জানি না, এর দেবতা কোথায় থাকে!



ও মা মনসা তুমি আগুনের দেবতারে চেনাও, দয়িতেরে ফিরে পেতে আজ

হবো অগ্নি উপাসক, আবার ক্লান্তিহীন নেচে নেচে আমি জাগাবো শ্যামা অঙ্গ তার,

আবার তার ঠোঁটে রেখে ঠোঁট পৃথিবীতে জীবনের আনন্দ আমি করবো রচনা।



০২.১২.১৩

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

কাব্যহীন রেওয়াজ বলেছেন: ভালো লাগা রইলো, আপু.....। :)

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, কাব্যহীন রেওয়াজ।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, কাব্যহীন রেওয়াজ।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ও মা মনসা তুমি আগুনের দেবতারে চেনাও, দয়িতেরে ফিরে পেতে আজ
হবো অগ্নি উপাসক, আবার ক্লান্তিহীন নেচে নেচে আমি জাগাবো শ্যামা অঙ্গ তার,
আবার তার ঠোঁটে রেখে ঠোঁট পৃথিবীতে জীবনের আনন্দ আমি করবো রচনা।

সুন্দর কাবতা ।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৬

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, সেলিম আনোয়ার।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন:

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন:

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৬

সোজা কথা বলেছেন: মর্মান্তিক বাস্তবতা।ভালো লাগল।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, সোজা কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.