নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

কবিতা অথবা ডাহুকের গান

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:২৯

আমার বাবা একটি ঘুঘু, রোজ সে কাঁদে একা,

আমার মা সমুদ্রে হারিয়ে যাওয়া এক তরী, যে

কায়মনোবাক্যে করে তীরে ভিড়ার প্রার্থনা;

আমার বুকের মধ্যে বেঁধেছে বাসা একটি ডাহুক

তাই, লোকালয় হতে দূরে আমার বাস; তবু

আমাদের বাড়ির উঠোনে একটি মেহিদী গাছ

তার ধূলো ঢাকা মলিন পাতায় জমিয়ে রাখে

কৃষ্ণচূড়ার মত মায়াবী রঙীন দিন; তাই আমি

কবিতা লেখি, কিন্তু কবিতা না হয়ে তা

ঘুঘুর কান্না হয়ে যায়, হয়ে যায় সাগরে হারানো

আকুল তরী, এবং লোকালয় হতে দূরে থাকা

ডাহুকের গান। ফলে, মানুষেরা বুঝতে পারে না

যে, এই ধূলিমলিন কালচে সবুজ পাতার নিচে

ব্যাকুল এক বসন্ত আছে কৃষ্ণচূড়ার সাথে

চোখাচোখির অপেক্ষায়।



১৪.০২.১৪

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৫

নীল ফিউজিটিভ বলেছেন: :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৯

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, নীল ফিজিটিভ।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কবিতা লেখি, কিন্তু কবিতা না হয়ে তা
ঘুঘুর কান্না হয়ে যায়,


অনেক ভালোলাগা...! ++

ভালো থাকুন ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, স্বপ্নচারী গ্রানমা।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২

মামুন রশিদ বলেছেন: ডাহুকের গান বিষণ্নতা জাগায় । সুন্দর কবিতা ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, মামুন রশীদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.