![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের রাস্তায় সুঠাম এক সাদা ঘোড়া চলেছে একা;
তার খুরের শব্দে আমার তন্দ্রা কেটে যায়,
খুরের আহ্বানে ঘর থেকে বেরিয়ে আমি তার পিছু হেঁটে যাই ।
অশ্ব, চলেছো কোথায়? তাকে আমি করি জিজ্ঞেস।
অশ্ব, কথা বলো। বলো, আমায় নিয়ে যাচ্ছো কোথায়?
অশ্ব কথা বলে না। থামায় না তার খুরের সঙ্গীত।
আমি ভূতগ্রস্থ। ঘোড়ার কেশর, লেজের নৃত্যের টান
আর তার খুরের গানে ঘর ছেড়ে তারাদের দিকে যাই।
১৩.০৯.১৪
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৩৬
আফরোজা সোমা বলেছেন: কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে খুব। মতামত জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, দুখাই রাজ। ভালো থাকবেন।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২০
মামুন রশিদ বলেছেন: সুন্দর!
আপনার ব্লগবাড়িতে একজন এলো, আপনার লেখা নিয়ে মতামত ব্যক্ত করলো । কিন্তু আপনি আপ্যায়ন তো দুরের কথা, মন্তব্যের উত্তরে ধন্যবাদটুকুও না দিয়ে পরবর্তী লেখা প্রকাশ করে যাচ্ছেন ।।
কমিউনিটি ব্লগিংয়ে আপনাকে স্বাগতম ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪০
আফরোজা সোমা বলেছেন: জবাব না দেয়াটা আসলেই ভীষণ অশোভন হয়ে গেছে। আমি খুব লজ্জিত, মামুন রশিদ। আশা করি ভবিষ্যতে আর কখনই এমন হবে না।
আর আমি সত্যিই এটি জানতে পেরেও আনন্দিত যে, আপনি আপনার ব্লগবাড়িতে মাঝে মাঝে আসেন এবং আমার প্রায় প্রতিটি নতুন পোস্ট পড়েন। আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৪৪
দুখাই রাজ বলেছেন: অনিশ্চিত নিরুদ্দেশ যাত্রা ! মহাপ্রয়াণ ?
কবিতাটা ভালো লেগেছে । শুভ সকাল ।