![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাইরে আজ কী সুন্দর রোদ! রোদের মায়ায় চরাচরে প্রাণ উছলে উঠছে যনো। এই রোদ আমাকে মনে করিয়ে দিলো তিন বছরেরো বেশী সময় আগে লেখা আরেক রোদের কথা। রোদ নিয়ে যাদের আগ্রহ আছে, যাদের নেই তাদের সকলকেই আমার রোদের আমন্ত্রন।
এখানে লিংক দেয়া রইলো।
রোদ
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৯
আফরোজা সোমা বলেছেন: সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ, নিরন্তর। তবে কি-না সাড়া দিলে যাইতে হব রোদের লিংকে। ওখানেই মণ্ডা-মিঠাই রাখা।
ভালো থাকুন। অনেক শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১০
চিন্তিত নিরন্তর বলেছেন: আমন্ত্রনে সারা দিলাম।