![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহস্র ময়ূরের গান এনেছি সঙ্গে করে
আছে এক বিকেলের কনে দেখা রোদের আভা,
তুমি, দূরতম কোণে থাকা বেদনা আমার, এসো;
করো ত্রান আমার সকল তুমি নিয়ে।
এই সুখশয্যা বড় মলিন মনে হয়
মনে হয়, ওই দূরে সাগরের উপরে উড়তে থাকা
একটা হলুদ প্রজাপতির পাখায় সুখ যেভাবে ওড়ে;
যেভাবে ফুটপাথে শোয়া ভিখিরি দম্পতির মুখে
মাঝরাতে জলধারার মতন কলকলিয়ে উঠে হাসি
সেইভাবে আজ আমাকে মুক্ত করো।
২৯.০৯.১৬
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
আফরোজা সোমা বলেছেন: হ্যাঁ, গোধূলিটা কেমন যেনো অদ্ভুত, ঘোর লাগানো! মন্তব্যের জন্য ধন্যবাদ, দিগন্ত। ভালো থাকবেন। শুভ কামনা।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতা! সব থেকে শিরোনামটাকে আকর্ষনীয় বলে মনে হয়েছে! তবে কবিতার মধ্যে 'ভিখিরি' শব্দটা এডিট করে "ভিখারী' দিলে ভাল হয়! কেননা তাহলে উচ্চারনগত সমস্যাটা আর থাকে না!
কবিতায় ভাল লাগা! শুভ কামনা রইলো!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
আফরোজা সোমা বলেছেন: কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে, সাহসী সন্তান। ভিখিরি শব্দটা নিয়ে নিশ্চয়ই ভেবে দেখা যেতে পারে। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। অনেক শুভ কামনা।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১১
সুমন কর বলেছেন: ভালো লাগল।
০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩১
আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, সুমন কর।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
রক্তিম দিগন্ত বলেছেন:
+
সন্ধ্যার প্রতি আহবান!!! বাহ চমৎকার ভাবে আমন্ত্রণ করা হচ্ছে সন্ধ্যাকে।
আমার অবশ্য পুরোপুরি সন্ধ্যা হওয়ার আগের রূপটা বেশি ভাল লাগে।