![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার কথা বলতে গিয়ে আমরা বিচ্ছেদের কথা বলেছি
প্রেমের কথা ভাবতে-ভাবতে আমরা থেকেছি অপ্রেমে, হেলায়।
ভ্রম হতে পারে আমাদের প্রেম, অযত্নে পড়ে থাকতে পারে চিঠি
তবু, দেবদাস মিছে নয়; মিছে নয় বালিকার ছলোছলো চোখ;
এইটুকু ভেবেই পৃথিবী পায় আশ্বাস, আর মাতা ধরিত্রী ভাবে:
এই যে মাটিতে জন্মায় ঘাস, ঘাসে জন্মায় ফুল,
তার দিকে চেয়ে কোন সে সন্তান রচনা করে অপ্রেম, বিচ্ছেদ!
১০।১০।১৬
১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৯
আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, ভ্রমরের ডানা। আপনার জন্যেও অনেক শুভকামনা।
২| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৯
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫০
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, সুমন কর। ভালো থাকবেন।
৩| ১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৫
ঋতো আহমেদ বলেছেন: ভালো লেগেছে। খুব ভালো লিখছেন। অনুসরণ করছি আপনাকে। আরো ভালো ভালো লিখা পড়তে পারব আশা করছি।
১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫১
আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, ঋতো আহমেদ। ভালো থাকবেন। আপনার জন্য অনেক শুভকামনা।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০১
আহমেদ জী এস বলেছেন: আফরোজা সোমা ,
প্রেম-অপ্রেমের কবিতা ।
দেবদাস মিছে নয়; মিছে নয় বালিকার ছলোছলো চোখ হলেও কবিতায় অপ্রেমের ছায়াটাই বেশী ।
তবে গাঁথুনীটি ঋজু । ভালো লাগলো ।
১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৯
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, আহমেদ জী এস। ভালো থাকবেন। অনেক শুভ কামনা।
৫| ৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৫
খায়রুল আহসান বলেছেন: নেই দিয়ে শুরু, আছে দিয়ে শেষ!
ভ্রম হতে পারে আমাদের প্রেম, অযত্নে পড়ে থাকতে পারে চিঠি
তবু, দেবদাস মিছে নয়; মিছে নয় বালিকার ছলোছলো চোখ; -- এ পংক্তিদুটো মনে গেঁথে র'লো!
কবিতা ভাল লেগেছে, + +
০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৮
আফরোজা সোমা বলেছেন: কবিতাটি যে আপনার ভালো লেগেছে এটি জেনে আমারো ভালো লাগছে খুব। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৩
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি যেন নয়নতারা ফুলের মত, দু'নয়নে সন্ধ্যাতারার মত জ্বলে উঠল। এই শেকড়ের কথা, এই প্রানের কথা যুগ যুগ যাবে, তবুও ফুরিয়ে যাবে না। তেমনি এক মায়াভরা কবিতার অনুভবে একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা জানিয়ে গেলাম। শুভকামনা কবি!