নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

৫টি কবিতা; আপনি না পড়লে পইড়েন না ;)

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৫

দানা

যে পাখি মানে না পোষ, তারে তবু দানা কেন দাও?
কেন তারে ডাকো: আয় আয়?


আহ্লাদ

তোরঙ্গে চিঠি ছিল, ছিল এক নথ
নথে তার পরশ ছিল, ছিল আহ্লাদ।


জাদুর পাখি

নিজের চোখে না রেখে চোখ কোন সে হন্তারক
ফুঁৎকারে জাদুর পাখির মতন নিজেকে শূন্যে মিলায়!


ডানা

যার কেউ নাই তার নামে একটি পাখি—
ডানা ভাঙা—মায়াগান গায়; একটি ডানা তার
উড়ার ভঙ্গিমায় কেমন নাড়ায়।


জিরাত

পুরান গামছা রইলো ঘরে, রইলো তার ঘ্রাণ;
এই নিয়েই সে সংসার করে, গৃহে চরণ-বন্দী যার


১৩.১০.১৬






মন্তব্য ৩৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৩

আবিদা সিদ্দিকী বলেছেন: পড়লাম। ভালো লাগলো। না পড়লে মিস হতো!

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩১

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, আবিদা সিদ্দিকী। জানি না সত্যি না পড়লে আপনার মিস হতো কি-না, জানি না সত্যিই ভালো লাগলো কি-না কিন্তু এই যে আপনি পড়লেন, লিখে জানালেন এই জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন।

২| ১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর । তবে অন্যান্যদের পোস্টও পড়বেন আপি।

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০২

আফরোজা সোমা বলেছেন: জী আপু, নিশ্চয়ই পড়বো। তবে, অনেক সময় দিয়ে অনেকের পোস্ট পড়া হয়ে উঠে না আরকি। ভালো থাকবেন। অনেক শুভকামনা।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫১

সাহসী সন্তান বলেছেন: আপু, আমি কিন্তু পড়ে ফেলছি! তবে সত্যি বলতে প্রথমটার মত আর গুলো ততটা ভাল লাগে নাই! প্রথম কবিতাটার মাত্র দুই লাইনের ডেফিনিশন খুঁজতে গেলে হয়তো পুরো একটা মহাভারত রচনা করা যাবে!

শুভ কামনা!

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৪

আফরোজা সোমা বলেছেন: সাহসী সন্তান, কবিতাগুলো পড়ার জন্য অনেক ধন্যবাদ আর আপনার মতামত, ভালোলাগা, মন্দলাগাটাকে আমার সাথে ভাগ করে নেয়ার জন্য অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন।অনেক শুভকামনা রইলো।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫২

বিজন রয় বলেছেন: অাচ্ছা, পড়লাম!!

দানা

যে পাখি মানে না পোষ, তারে তবু দানা কেন দাও?
কেন তারে ডাকো: আয় আয়?


এইটাই ভাল লাগল।
+++++++++++++++

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৬

আফরোজা সোমা বলেছেন: বিজন রয়, অনেএএএএক ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

সুমন কর বলেছেন: ভালো লাগলো।

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৭

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, সুমন কর। ভালো থাকবেন।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: প্রথম আর শেষটা ভালো লেগেছে।

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১০

আফরোজা সোমা বলেছেন: জানি না কী কারণ, কিন্ত আপনার নামটা আমার খুব ভালো লেগেছে, মোটা ফ্রেমের চশমা। লেখা পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৯

অন্তু নীল বলেছেন: অবশেষে
পেজে এসে
খানিকো হেসে
ভালোবেসে
পড়িলাম।

সুন্দর হইয়াছে।

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১২

আফরোজা সোমা বলেছেন: অন্তু নীল,

এই যে এলেন,
খানিক বিরতি নিলেন,
খানিক সময় দিয়ে
মন্তব্য দিলেন
তার লাগি শুকরিয়া
হে মান্যবর!


আপনার কল্যাণ হোক।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:২৭

রক্তিম দিগন্ত বলেছেন:
প্রথমটা চমৎকার।

পরেরগুলো বুঝিনি। :(

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৫

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, রক্তিম দিগন্ত। কিন্তু আমি ভাবছি যে প্রথমটা ছাড়া বাকিগুলো না বোঝার কী কারণ! এটা আপনাকে নয় বরং আমার নিজের কাছেই নিজের জিজ্ঞাসা। ভালো থাকবেন। অনেক শুভ কামনা।

৯| ১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩০

এম এ কাশেম বলেছেন: সব গুলো সুন্দর , ভাল লেগেছে ।
শুভ কামনা কবি।

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৬

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, এম এ আকাশ। ভালো থাকবেন।

১০| ১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৫

অপ্‌সরা বলেছেন: আপু মজার মজার ছড়া! :)

১১| ১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: বুঝিনি নাকি ভালো লাগে নি! কনফিউজড।

যদিও ১মটা ব্যতিক্রম।

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৫

আফরোজা সোমা বলেছেন: কবিতা বোঝাবুঝির আর কী আছে, রাজপুত্র! ধরে নিন ভালো লাগেনি। আমিও তাই ধরে নিলাম। পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন। কল্যাণ হোক।

১২| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



৫ টা'কে এক করে দেন, তখন পড়ে দেখবো। ২/৩ লাইনে কবিতা হয় না

১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৭

আফরোজা সোমা বলেছেন: চাঁদগাজী, ঠিকই কইসেন। ২/৩ লাইনে কবিতা হয় না ;)

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: ভাল লেগেছে আপু!

১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৮

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, ভ্রমরের ডানা। ভালো থাকবেন।

১৪| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: পড়লাম, তয় খুব একটা ভাইটামিন পাইলাম কিনা বুঝলাম না.....শুভেচ্ছা

১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৩

আফরোজা সোমা বলেছেন: আপনার কমেন্ট থেকে আমি কিন্তু অনেক ভাইটামিন পেলাম, সাদা মনের মানুষ।

১৫| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৬

উমায়ের আহমেদ বলেছেন: আপ্লুত হলাম

১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩০

আফরোজা সোমা বলেছেন: আমিও আপ্লুত হলাম, উমায়ের আহমেদ।

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩১

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, সেলিম আনোয়ার।

১৭| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৮

শোভ বলেছেন: আমিতো পড়তে পারি তাহলে কেন পড়ব না ? পড়লাম তো খরাপ লাগেনি ভালোই লেগেছে ।
দানা আহ্লাদ যাদুর পাখি // ডানা জিরাত পুরাণ গামছাটা কোথায় রাখি ??

১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৬

আফরোজা সোমা বলেছেন: শুধু পড়তে জানলেই কি হয়, পড়ার ইচ্ছেও লাগে! পড়ার জন্য ধন্যবাদ। তবে আপনি তো দেখি ওয়ার্ডিংটা চমৎকার করেছেন!

১৮| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৪

খায়রুল আহসান বলেছেন: পড়লাম, সবগুলোই ভাল লেগেছে। তবে ভাল লাগার ক্রমানুসারে--
দানা, ডানা, আহ্লাদ, জিরাত ও জাদুর পাখি।
সাহসী সন্তান এর মন্তব্য (৩) ভাল লেগেছে।

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৩

আফরোজা সোমা বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা, খায়রুল আহসান। আপনি যে সময় নিয়ে লেখা পড়লেন এবং ক্রমানুসারে ভালোলাগাও জানালেন এর জন্য অশেষ ধন্যবাদ।

ভালো থাকবেন। অনেক শুভকামনা।

১৯| ২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না পড়তে চেয়েও পড়ে ফেললাম দেখি :) ভালো লেখেন সেজন্য।



.।.।.।

বুবু, তোমাকে আজকাল দেখি না কেন?

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

আফরোজা সোমা বলেছেন: সোনাবীজ, না পড়তে চেয়েও পড়ার জন্য এবং সেই পাঠ-প্রতিক্রিয়া জানানোর জন্য কৃতজ্ঞতা। কল্যাণ হোক আপনার।

২০| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভাল্লাগছে!

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, সাধু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.