![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লুকাইয়া ফেলো ওই টলোমলো চোখ তোমার; লুকাইয়া ফেলো।
আমার বড় এলোমেলো লাগে আর খালি মরে যেতে মন চায়।
সংসার ফাঁকা মনে হয়। মনে হয়, চারিদিকে ঘনায় নিদান।
আমারে নিদান দিয়া তোমার তো প্রাপ্তি কিছুই নাই।
ছাই! আমারে তরাও। নাও, লোকাও;
লোকাও ওই টলমলটল চোখ তোমার।
না হয় কসম খোদার, হেমন্তের এই মিঠা রোদ পিছে ফেলে
আমি যাবো চলে ওই চোখের ভেতর; চিরতরে তোমারে ডুবায়ে নিদানে।
২৬.১০.১৫
২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৪
আফরোজা সোমা বলেছেন: নিদান মানে অপার, অতল দুঃখের দিন, দিগন্ত।
২| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২০
আহমেদ জী এস বলেছেন: আফরোজা সোমা ,
একটু লোকগীতির গন্ধ লাগলো নাকে, মনে হয় । ভালো লাগলো ।
এই শব্দটি "লোকাও" সম্ভবত "লুকাও" হবে ।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ভালো লেগেছে।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৭
রূপক বিধৌত সাধু বলেছেন: বন্ধুর লগে হইবো দেখা আমার নিদানকালে ।" নিদান অর্থ তো অন্তিমকাল বোঝাচ্ছে ।
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৭
আফরোজা সোমা বলেছেন: নাহ। নিদান সবসময় অন্তিমকাল বোঝায় না। নিদান কখনো কখনো ঘোর বিপদ; সংকটকালও বোঝায় ।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৪২
রক্তিম দিগন্ত বলেছেন:
নিদান মানে কী আপু?
অন্তিম?
যদি তা ই হয় - তাহলে ছোট্ট লেখার মাঝে প্রচন্ড বড় একটা উপন্যাস পড়লাম মনে হল। চোখের মায়া, ভালবাসা, ভালবাসার মানুষের দুঃখ সইতে না পারা, সইতে না পেরে ক্ষীপ্ত হয়ে তাকে ভয় দেখানো - আর শেষে চরম বাস্তবতা। পূর্ণ ভাব। পূর্ণ।
আর যদি তা না হয় - তাহলে বুঝিই নাই কিছু লেখার।