নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

ঘাস

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২

চুকাইয়ের গাছে মায়া লেগে আছে
কান্না লেগে আছে মরিচের সাদা ফুলে
খড়ের গাদায় দুপুর নুব্জ্য হয়ে আছে
মোরগের ঝুঁটিতে ঘোড়সওয়ারের মতন
চেপে বসে আছে বিষন্নতা।
তুমি কি তা দেখছো?

এইটুকু বলে কবি ক্ষান্ত হতে পারতেন।
লম্বা দম নিয়ে, নিজেকে খানিক বিরতি দিয়ে,
তিনি দিতে পারতেন, উছলে পড়া রোদের বর্ণনা।

কিন্তু কবি লিখলেন অনুপস্থিতির ভার।
কবি লিখলেন, জানি না, তথাগত নির্বাণ
পেয়েছে কি-না। জানি না, যে নিয়েছে
ইচ্ছেমৃত্যু বেছে, সে পেয়েছে কি-না
শান্তির সন্ধান। তবু, আজ আমি
তার কবরের বুকে এক গোছা ঘাস হতে চাই।


০২.০২.১৭



মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৬

ধ্রুবক আলো বলেছেন: খুব কঠিন ইচ্ছা, আজ তার কবরের বুকে আমি এক গোছা ঘাস হতে চাই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

আফরোজা সোমা বলেছেন: হুমম. . . হয়তো কঠিণ ইচ্ছা।

ভালো থাকবেন, ধ্রুবক আলো।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০২

রুদ্র জাহেদ বলেছেন: কিছুটাতো চাই। ভালো লাগল

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, জাহেদ। ভালো থাকবেন।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:

ইচ্ছেরা মেলুক সোনালি ডানা আর ঘাসেরা বাড়ুক তার উদার জমিনে উদাত্ত মাটিতে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪২

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, ভ্রমরের ডানা। ভালো থাকবেন।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আজ আমি
তার কবরের বুকে এক গোছা ঘাস হতে চাই।


ভাল লাগল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৮

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, সোনাবীজ। ভালো থাকবেন।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫

আহমেদ জী এস বলেছেন: আফরোজা সোমা ,




আপনার লেখা অনেক কবিতার মাঝে এই কবিতাটি বোধহয় সবচেয়ে বেশী ঋজু ।

অনেক কিছুই লিখে লিখে আপনি ক্ষান্ত হতে পারতেন। তা করেন নি । বদলে অল্প কথায় লিখলেন , খড়ের গাদায় জীবনের সব দুপুরগুলো নুব্জ্য হয়ে আছে ...................।

সুন্দর ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১১

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, আহমেদ জী এস। ভালো থাকবেন। অনেক শুভ কামনা।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪০

কানিজ ফাতেমা বলেছেন: ভীষন ভালো লাগা রেখে গেলাম ।
ভাল থাকুন সতত ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১২

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও খুব ভালো থাকুন।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৫

Sajib Shawon Saha বলেছেন: অনেক সুন্দর লেখেন আপনি

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১২

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, সজীব। ভালো থাকবেন।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৯

নেক্সাস বলেছেন: দারুন। আসল কবিতার স্বাদ পেলাম

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, নেক্সাস। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.