নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

মালিকানা অথবা প্রেম

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬

কুসুম চেনে না বাগানের মালিকানা,
কুসুম বোঝে না সমাজতন্ত্র বা ব্যক্তিমালিকানা।
কুসুম—সে কুসমই—হোক তা কন্টকাকীর্ণ
বা পেলব ভীষণ।

কুসুম তোমার-আমার হৃদয়ের মতন
বোঝে না কী প্রেম কী পরকীয়া।

কুসুম সে প্রেম,
রনে, বনে, জলে ও মনের মধ্যে ফোটে;
সাধু, তুমি তারে দাও মালিকানা।

২৬.০২.১৭


মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩

নাগরিক কবি বলেছেন: কুসুমের মন এখনো কুসুম তাই আর কি....

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৬

আফরোজা সোমা বলেছেন: নাগরিক কবি, জীবন কুসুমময়।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৭

ভাবুক কবি বলেছেন: এ মালিকানা কি সারাজীবনের হে কুসুম.

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭

আফরোজা সোমা বলেছেন: কুসুম জানে না। ভাবুক কবি জানে।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮

হাতুড়ে লেখক বলেছেন: কবিতা বুঝিনা তেমন। /:)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৭

আফরোজা সোমা বলেছেন: হাতুড়ে লেখকে, কবিতা বোঝার দরকার কী?

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯

সানহিমেল বলেছেন: ভাল হয়েছে, শুভকামনা রইলো চালিয়ে যান।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৮

আফরোজা সোমা বলেছেন: সানহিমেল, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৬

নীল বরফ বলেছেন: চমৎকার ! ভালো লাগলো।শুভকামনা রইলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৯

আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া, নীল বরফ। ভালো থাকবেন। শুভকামনা রইলো।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১

বিজন রয় বলেছেন: কুসুম কোন মানুষ হতে পারে কিংবা কুসুম হৃদয়ের কোন সুক্ষতা হতে পারে।
+++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬

আফরোজা সোমা বলেছেন: ঠিকই বলেছেন, বিজন রয়। কুসুম, সে নয় কেবলই কুসুম ;)

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: কুসুম নামের একজনের কথা মনে পড়ল
;)
সেও প্রেম পরকিয়া কিছুই বুঝতো না। আমার এক ফ্রেন্ড তিন বছর ঘুরেও পাত্তা পায় নাই X(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬

আফরোজা সোমা বলেছেন: আহারে! বেচারা প্রেমিক!

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

নাগরিক কবি বলেছেন: হি হি হি। আমি চারিদিকে কণ্টক দেখতে পাই। কুসুমের বড়ই অভাব। আজকাল মুরগীর ডিমের মধ্যে কুসুম নাই। চাইনিজ ডিম। ভিতরে প্লাস্টিক।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৭

আফরোজা সোমা বলেছেন: হাহ হাহ হা... ঠিকই বলেছেন। প্লাস্টিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.