![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও হেই! ডোন্ট লুক অ্যাট মি।
জাস্ট গিভ মি অ্যা সেকেন্ড, প্লিজ।
এইটুকু বলে তিনি থামলেন।
ছবিটির দিকে নিবিড়ে চাইলেন।
রইলেন চেয়ে। নির্ণিমেষ।
রইলেন চেয়ে ছবিতে;
কিন্তু যেনো গেলেন হারিয়ে আর কোথাও।
এমন করে মেকি চাউনি দিতে পারেন না অভিনেতা,
এমন করে চাইতে পারেন না এমনকি যাত্রার বিবেক।
এমনি করে শুধু তাকায় পিতৃহীন,
এমন করে শুধু অনাথ সে দেখে
ছবির ভেতর একটা জীবন স্মৃতি হয়ে যায়।
২৬.০২.১৭
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫
আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, বিজন রয়।
ভালো থাকবেন। কল্যাণ হোক।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
হাতুড়ে লেখক বলেছেন: বুঝলাম।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫
আফরোজা সোমা বলেছেন: কী বুঝলেন?
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৪
বিজন রয় বলেছেন: আজকে আপনার পোস্ট করা তিনটি কবিতাই পড়লাম।
একই দিনে এত পোস্ট!!
তিনটি কবিতাতেই কবিতার স্বাদ আছে।
আমি মনে হয় ধরতে পেরেছি।
শুভকামনা রইল।